1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শঙ্কায় আছে হিন্দুরা: রানা দাসগুপ্ত

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৩ অক্টোবর ২০১৫

শারদীয় দুর্গাপূজার নিরাপাত্তা নিয়ে আশঙ্কায় হিন্দু ধর্মাবলম্বীরা৷ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্ত ডিডাব্লিউকে বলেন, ‘‘এরইমধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে৷

Bangladesch Hindus Überfall Jessore
ছবি: DW

‘সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার চলছে, তা একাত্তরের মতোই পরিকল্পিত’

This browser does not support the audio element.

আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপাত্তা নিয়ে আশঙ্কায় আছেন হিন্দু ধর্মাবলম্বীরা৷ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্ত ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‘এরইমধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে৷

রানা দাসগুপ্ত জানান, ‘‘পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ওপর হামলাও অব্যাহত আছে৷'' তাংর কথায়, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী যাই বলুন না কেন, নিরাপত্তার চাদরের ভিতরই দুর্গাপূজা উদযাপন করতে হবে৷ আশঙ্কামুক্ত ও স্বাধীনভাবে নয়৷''

তিনি আরো বলেন, ‘‘একটি মহল চায় সংখ্যালঘুরা এ দেশ ছেড়ে চলে যাক৷ সংখ্যালঘু নির্যাতন ও প্রতিমা ভাঙচুরের দু-একটি ঘটনা ছাড়া অপরাধীদের বিচার বা শাস্তিরও নজির নেই৷'' তাই তাঁর মতে, ‘‘আইনমন্ত্রী প্রতিমা ভাঙচুরের বিরুদ্ধে যে আলাদা আইনের কথা বলেছেন, তা দ্রুত প্রণয়ন করে কার্যকর করা উচিত৷''

এই পরিস্থিতিতে এবার বাংলাদেশে ২০ হাজার পূজামণ্ডপে পূজার প্রস্তুতি চলছে বলে জানান রানা দাসগুপ্ত৷

রানা দাসগুপ্তের সঙ্গে কি আপনি একমত? মতামত জানান নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ