মূর্তি ইস্যুতে কি হেফাজতে ইসলাম পিছু হটছে? না তাদের সাথে সরকারের সমঝোতা হয়েছে? যা-ই হোক না কেন, হেফাজত যে এবার মাঠের আন্দোলনে যাচ্ছে না তা মোটামুটি নিশ্চিত৷ তারা এখন তাদের বিরুদ্ধে মামলা নিয়েই বেশি ভাবছে৷
বিজ্ঞাপন
বুধবার হেফাজতে ইসলামের জরুরি সংবাদ সম্মেলন ছিলো হাটহাজারী মাদ্রাসায়৷ কিন্তু সেখানে সংগঠনের আমির মাওলানা জুনাইদ বাবুনগরী মূর্তি ও ভাস্কর্য নিয়ে একটি কথাও বলেননি৷ সংবাদ সম্মেলনের পর তাদের প্রেস রিলিজেও এ নিয়ে কোনো কথা নেই৷ শুধু দাবি করা হয়েছে আল্লামা শাহ আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু হয়েছে৷ তিনি বলেন, হেফাজত নেতাদের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে তা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক৷ হেফাজত নেতা-কর্মীদের বিরুদ্ধে আরো যেসব মামলা রয়েছে তা তারা প্রত্যাহারের দাবি জানিয়েছেন৷
হাটহাজারী মাদ্রাসায় ওই সংবাদ সম্মেলনে উপস্থিত কয়েকজন সাংবাদিক জানান, বাবুনগরী লিখিত বক্তব্যের বাইরে কোনো কথা বলেননি৷ সাংবাদিকরাও মূর্তি বা ভাস্কর্য নিয়ে কোনো প্রশ্ন করেননি৷ হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজি বলেন, ‘‘সংবাদ সম্মেলন ছিলো আল্লামী শফীর মৃত্যু ও মামলা নিয়ে তাই এর বাইরে অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলিনি৷’’
জাকারিয়া নোমান ফয়েজি
জানা গেছে, আপতত মূর্তি ও ভাস্কর্য ইস্যুতে চুপ থাকাকে হেফাজত শ্রেয় বলে মনে করছে৷ তারা এখন তাদের বিরুদ্ধে মামলাগুলো সামলানোই গুরুত্বপূর্ণ মনে করছেন৷ তবে জাকারিয়া নোমান ফয়েজি বলেন, ‘‘আমরা আমাদের অবস্থান থেকে সরে যাইনি৷ আমরা মনে করি ভাস্কর্য ও মূর্তি এক৷ এগুলো সরানোর জন্য সরকারের কাছে দাবি করেছি৷ সরকার সেটা করবে৷ ভাঙা আমাদের কাজ নয়৷’’
হেফাজাতের যুগ্ম সম্পাদক মাওলানা মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দেন৷ পরে বাবুগনরীও একই কথা বলেন৷ ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীমও ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য সরিয়ে ফেলতে বলেন৷ কিন্তু হেফাজতের পাশ থেকে এখন অনেকেই সরে গেছেন৷ ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘‘এই ইস্যুতে আমরা কখনোই আন্দোলনের কথা বলিনি৷ এটা ধর্মীয় ইস্যু, রাজনৈতিক নয়৷ আমাদের কাজ ছিল মুসলমানদের ধর্মীয় অনুভূতির বিষয়টি সরকারকে জানানো৷ সেটা জানিয়েছি৷ কারণ ওই ভাস্কর্যের দুই পাশে দুইটি মসজিদ৷’’ তিনি আরো বলেন, এখানে হেফাজতের সাথে এক হয়ে আন্দোলন করার কোনো বিষয় নেই৷
ভাস্কর্য: শিক্ষক ও পড়ুয়ারা যা বলছেন
ভাস্কর্য, না মূর্তি- এই বিতর্ক নিয়ে ডয়চে ভেলে কথা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষকের সঙ্গে৷
ছবি: Privat
শিল্প এবং ধর্ম এখন সম্পূর্ণ পৃথক বিষয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক নাসিমা হক বলেন, শিল্পসাহিত্য বিকাশের এই যুগে ভাস্কর্য এবং মূর্তি নিয়ে বিতর্কের অবকাশ নেই৷ ভাস্কর্য অথবা অন্যান্য যে-কোনো শিল্প নিছকই একটি আধ্যাত্মিক অনুভূতির মাধ্যম, যা একটি দেশের ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে৷ শিল্পকে এখন আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই৷
ছবি: Privat
উদ্দেশ্যটাই মুখ্য
ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ বলেন, ‘‘সবই আসলে ভাস্কর্য৷ পার্থক্যের বিষয়টি চলে আসে সেটি কোন প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে, সেই উদ্দেশ্যের ভিত্তিতে৷ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস অবিচ্ছেদ্য, তিনি আমাদের দেশের জন্য আইকনিক একজন ব্যক্তিত্ব৷ সুতরাং তাঁর ভাস্কর্যকে ধর্মীয়ভাবে দেখার সুযোগ আদৌ আছে বলে আমি মনে করি না৷’’
ছবি: Privat
এ বিতর্ক রাজনৈতিক উদ্দেশ্যে
ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক নাসিমুল খবির বলেন, ‘‘ভাস্কর্য বা মূর্তির বিষয়টি বহু আগে থেকেই সামাজিক, রাষ্ট্রীয় এমনকি ধর্মীয়ভাবে মীমাংসিত৷ এমনকি মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোতেও ভাস্কর্য আছে৷ সুতরাং আমরা বুঝতেই পারছি বাংলাদেশে এখন যে ঘটনাটি ঘটছে, সেটি একধরণের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অহেতুক বিভ্রান্তি সৃষ্টি করার পায়তারা ছাড়া কিছুই নয়৷’’
ছবি: Privat
সংজ্ঞাগত পার্থক্য সামান্য
ভাস্কর্য বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী মৃৎমন্দির গুঞ্জন কুমার বলেন, ‘‘কে কীভাবে ভাস্কর্যটিকে উপস্থাপন করছে, সেটিই মুখ্য বিষয়৷ মূর্তি এবং ভাস্কর্যের মাঝে দ্বান্দ্বিক কোনো পার্থক্য নেই৷ অনেক ভাস্কর্য আছে যেটি মূর্তি নয়৷ আসলে মূর্তি যখন অনুভূতি বা নান্দনিকতার জন্য তৈরি হয় তখন তা ভাস্কর্য হয়ে ওঠে৷’’
ছবি: Privat
শব্দ দুটির প্রেক্ষাপট ভিন্ন
তৃতীয় বর্ষে পড়ছেন লামিয়া নোশিন নকশি৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘চারুকলার একজন ছাত্রী হিসেবে আমার মাথায় প্রথমেই যা আসে সেটা হচ্ছে শব্দ দুটির প্রেক্ষাপট এবং অর্থের ভিন্নতা৷ ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে কিছু ক্ষেত্রে মূর্তি নির্মিত হয়ে থাকলেও ভাস্কর্যের ব্যাপারটি পুরোপুরি শৈল্পিক৷’’
ছবি: Privat
ভাস্কর্যে নান্দনিকতা থাকে
তৃতীয় বর্ষের আরেক শিক্ষার্থী সৌম্যক সাহা ধ্রুব বলেন, ‘‘মূর্তি এমন এক ত্রিমাত্রিক গঠন, যা কোনো কিছুকে মূর্ত করে, এটি বিমূর্ত নয়৷ পাশাপাশি মূর্তি যখন উপাসনার উদ্দেশ্যে তৈরি করা হয়, তখন তাঁকে প্রতিমা বলা হয়৷ মূর্তি বা প্রতিমা ভাস্কর্যেরই প্রকারভেদ৷ ভাস্কর্যে মূলত নান্দনিকতাটাই প্রাধান্য পায়৷’’
ছবি: Privat
ভাস্কর্য ইতিহাস ও ঐতিহ্যকে লালন করে
ভাস্কর্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী পল্লব সমাদ্দার বলেন, ‘‘প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষ বিভিন্ন প্রয়োজন ও বিশ্বাসের উপর ভিত্তি করে ভাস্কর্য তৈরি করে আসছে৷ ভাস্কর্য এবং মূর্তির মাঝে সামান্য কিছু পার্থক্য থাকলেও আমার মনে হয় দুটি বিষয় শেষ পর্যন্ত একই সুতোয় গাঁথা৷’’
ছবি: Privat
যাহা পানি, তাহাই জল
চারুকলার ভাস্কর্য বিভাগের প্রাক্তন ছাত্রী তাহসিনা ফেরদৌস রিনিয়ার মতে, কিছু বিখ্যাত শিল্পকর্মের ক্ষেত্রে ভাস্কর্য নাকি মূর্তি এ নিয়ে কিঞ্চিৎ দ্বন্দ্ব থাকলেও এই ধারণার ভিত্তি বা গোড়া কিন্তু একই৷ তিনি ভাস্কর্য এবং মূর্তির পার্থক্যের কথা এভাবে ব্যাখ্যা করেন, ‘‘সকল মূর্তিই ভাস্কর্য, কিন্তু সকল ভাস্কর্য মূর্তি না৷’’
ছবি: Privat
অমিল আছে, কিন্তু দ্বন্দ্বপূর্ণ নয়
চারুকলার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাবিলা তাবাসসুম বলেন, ‘‘মূর্তি অবধারিতভাবে মানুষ বা প্রাণীর আকৃতি হলেও ভাস্কর্যে প্রাণী বা কাল্পনিক ধারণা ফুটে উঠতে পারে৷ ভাস্কর্য দৃশ্যমান শিল্পের একটি শাখা, যা তৈরি করার পদ্ধতি মূর্তি থেকে ভিন্ন৷ ভাস্কর্যে শিল্পের নান্দনিকতার ছোঁয়া থাকবে এবং এর আকার যে-কোনো প্রকারের হতে পারে৷’’
ছবি: Privat
9 ছবি1 | 9
সরকারে বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, এবার বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে সরকার কোনো ছাড় দেবে না৷ স্বরাষ্ট্রমন্ত্রীও হেফাজত নেতাদের সাথে বৈঠকে বলে দিয়েছেন, সংবিধানের বাইরে কিছু হবে না৷ আর সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি জানান, হেফাজতকে আর ছাড় দেয়া হবে না৷ হেফাজত নেতাদের বিরুদ্ধে নতুন মামলার পাশাপাশি পুরনো মামলা সক্রিয় হয়েছে৷ নৌ পরিবহন প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘‘কেউ অপরাধ করলে তাদের বিরুদ্ধে তো মামলা হবেই৷ তারা অপরাধ করেছে মামলা হচ্ছে৷ আর এবার হেফাজত যে দাবি তুলেছিল তা জনগন প্রত্যাখ্যান করেছে৷’’
হেফাজত নেতারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলেন৷ কিন্তু সেই দেখা এখনও মেলেনি৷ আর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে দাবি পূরণের কোনো ইঙ্গিতও তারা পায়নি৷ তবে জাকারিয়া নোমান ফয়েজি বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ আলোচনা চলছে৷ এক সপ্তাহের মধ্যেই একটি ফল পাওয়া যাবে আশা করি৷’’
হেফাজত কি সরকারের সাথে সমঝোতা করেছে? এমন প্রশ্নের জবাবে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘‘কেউ সমঝোতা করে কারাগার থেকে ছাড়া পেয়ে বাসায় থাকলে তা কি প্রকাশ করে?’’
খালিদ মাহমুদ চৌধুরী
আর নোমান ফয়েজি বলেন, ‘‘আমরা আমাদের অবস্থানে অনঢ় আছি৷ আমরা মনে করি ভাস্কর্য এবং মূর্তি একই জিনিস৷ আমরা সরকারের কাছে তাই অপসারণের দাবি করছি৷ কিন্তু সরকারের মধ্যেই একটি মহল করে সরকার ও আলেম ওলামাদের মুখোমুখি করতে চাইছে৷’’
হেফাজত নেতা মামুনুল হক এখন অনেকটাই কোনঠাসা৷ মাওলানা শফী হত্যা মামলায় তিনি আসামি বলে ওয়াজ মাহফিলেও তেমন যেতে পারছেন না৷ ২৫ ডিসেম্বর সিলেটের একটি মাদ্রাসায় তার ওয়াজ করতে যাওয়ার কথা থাকলেও প্রশাসন অনুমতি দেয়নি৷ অন্যদিকে হেফাজত থেকে যে ৬১ জনকে বের করে দেয়া হয়েছে তারাও সংগঠিত হচ্ছেন৷ তাদের নিয়ন্ত্রণেও বেশ কিছু কওমী মাদ্রাসা আছে৷ আর শুরু থেকেই আওয়ামী লীগের শো ডাউন হেফাজতকে দুর্বল করে ফেলেছে৷ সব মিলিয়ে হেফাজত আসলে এখন সরকারের কাছে মামলা থেকে রেহাই পাওয়ার জন্য তদবির করছে বলে কেউ কেউ বলছেন৷
তবে জাকারিয়া নোমান ফয়েজি বলেন, ‘‘সরকার আমাদের কাছে সময় চেয়েছে, আমরা সরকারকে সময় দিয়েছি৷ তবে দাবি না মানলে আমরা কী করব সে সিদ্ধান্ত এখনো হয়নি৷’’ আর খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘‘হেফাজতকে আমরা সঠিক পথে আনার চেষ্টা করছি৷’’
মুসলিম দেশে নানারকমের ভাস্কর্য
বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরির পরিকল্পনাকে ইসলামের দৃষ্টিতে অনুচিত দাবি করেছেন হেফাজতে ইসলামের একাধিক নেতা৷ ছবিঘরে দেখুন তুরস্ক, ইরান, ইরাক, ইন্দোনেশিয়া, লেবানন, আলজেরিয়ার মতো মুসলিমপ্রধান দেশের কিছু ভাস্কর্য ...
ছবি: Irna
ইন্দোনেশিয়া
সবচেয়ে বেশি মুসলিমের বাস যে দেশে, সেই ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শৈশবের ভাস্কর্য৷
ছবি: AP
তুরস্ক
ইস্তাম্বুলে সেন্ট আনতুয়ান ক্যাথলিক চার্চের বাইরে পোপ জন পল ২৩-এর ভাষ্কর্য৷
ছবি: Reuters/M. Sezer
তুরস্ক
ইস্তাম্বুলে আধুনিক তুরস্কের স্থপতি কামাল আতাতুর্কের ভাস্কর্য৷
ছবি: picture-alliance/AP Photo/L. Pitarakis
ইরান
রাজধানী তেহরানে ঘায়েম মাঘাম ফারাহানির ভাষ্কর্য৷১৮৩৫ সালে মারা গেলেও রাষ্ট্রবিজ্ঞানী, সমাজসংস্কারক ফারাহানিকে এখনো এভাবে জনজীবনের অংশ করে রেখেছে ইরান৷
ছবি: Irna
ইরান
গত মার্চ মাসে তাবরিজ শহরে তোলা ছবি৷ করোনার বিষয়ে সচেতনতা বাড়াতে ভাস্কর্যের মুখেও পরানো হয়েছে মাস্ক৷
ছবি: picture-alliance/AA/Str
লেবানন
লেবাননের রাজধানী বৈরুতে সে দেশের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির ভাস্কর্য৷ ২০০৫ সালে এক গাড়িবোমা বিস্ফোরণে তিনি মারা যান৷ ঘটনাস্থলেই প্রয়াত প্রধানমন্ত্রীর ভাস্কর্য৷
ছবি: Getty Images/AFP/A. Amro
ইরাক
ইরাকের সুলেমানিয়া শহরের একটি ভাস্কর্য৷ করোনা ভাইরাসের বিষয়ে সবাইকে সতর্ক করতে ভাস্কর্যের মুখেও পরানো হয়েছে মাস্ক৷
ছবি: picture-alliance/AA/F. Mahmood
আলজেরিয়া
আলজেরিয়ার সেতিফ শহরে আইন-আল-ফাওয়ারার ভাস্কর্য৷
ছবি: DW/Y. Boudhane
লেবানন
বৈরুতে কাঁচ এবং বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষ দিয়ে তৈরি একটি ভাস্কর্য৷গত ৪ আগস্ট ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে যে ভবনগুলো ধ্বংস হয় সেগুলোর ধ্বংসাবশেষ ব্যবহার করে ভাস্কর্যটি তৈরি করেছেন লেবাননের শিল্পী হায়াত নাজের৷ সরকারবিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে এটি তৈরি করেছেন তিনি৷
ছবি: Joseph Eid/AFP/Getty Images
ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ছোটবেলার ভাস্কর্য৷
ছবি: AP
ইরান
ইরানে কিংবদন্তি মুসলিম বিজ্ঞানী আবু জাফর মুহাম্মদ ইবনে মুহাম্মদ আদ-দীন-তুসির ভাস্কর্য৷