1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বনায়ন খাতে শ্রমিক নেবে মালয়েশিয়া

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩১ ডিসেম্বর ২০১২

১৩ই জানুয়ারি থেকে মালয়েশিয়া যেতে ইচ্ছুক বাংলাদেশি শ্রমিকদের অনলাইন নিবন্ধন শুরু হবে৷ মালয়েশিয়া ১০ হাজার কর্মীর চাহিদাপত্র পাঠানোর পর, সোমবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন৷

Aufforstung im Pewanis-Projekt. PEWANIS is short for the Kampung Mangkok Setiu Women’s Association. Established in 2007, PEWANIS is a part of a conservation and capacity building project between Nestlé (Malaysia) and WWF Malaysia. Kampung Mangkuk, Setiu, Terengganu, Malaysia. 05.10.2012 Foto: Subir Che Selia Angeliefert von Benjamin Mack. Rechteeinräumung: Hiermit räume ich der Deutschen Welle das Recht ein, das/die von mir bereitgestellte/n Bild/er zeitlich zu nutzen. Ich versichere, dass ich das/die Bild/er selbst gemacht habe und dass ich die hier übertragenen Rechte nicht bereits einem Dritten zur exklusiven Nutzung eingeräumt habe. / With this form, I give Deutsche Welle the right to use these images. I confirm that I created these images and the rights do not belong to a third party. Subir Che Selia, Berlin, 20.11.2012
ছবি: Subir Che Selia

চার বছর পর মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য দরজা খুলে গেল৷ চাহিদা পত্রে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় প্রথম মাসে ১০ হাজার শ্রমিক নেয়ার কথা জানিয়েছে বনায়ন খাতে৷ তবে আগামী তিন মাসে তারা মোট ৩০ হাজার কৃষি শ্রমিক নেবে বাংলাদেশ থেকে৷

আগামী ১৩ই জানুয়ারে থেকে অনলাইনে বিভাগ অনুযায়ী নিবন্ধন শুরু হবে, শেষ হবে ১৫ই জানুয়ারি৷ দেশের ইউনিয়নগুলোর ৪ হাজার ৫শ' তথ্য কেন্দ্রে নির্ধারিত ফর্মের মাধ্যমে অনলাইন আবেদনগুলি নেয়া হবে৷ এরপর, আবেদন পত্র যাচাই বাছাই করে লটারিরর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে৷ আর এই নিয়োগ হবে ইউনিয়ন কোটার ভিত্তিতে৷

সারা দেশে সুসমভাবে চাকরি বণ্টন করা হবে৷ ১৫ই জানুয়ারি থেকে বিভাগওয়ারি লটারি শুরু হয়ে শেষ হবে ১৮ই জানুয়ারি৷ নিবন্ধনের জন্য ৫০ টাকা ফি দিতে হবে, যা সংবাদ সম্মেলনে জানান প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন৷

এই কর্মীরা মালয়েশিয়ায় বেতন পাবেন ৯০০ রিঙ্গিত বা ২৫ হাজার টাকা৷ মালয়েশিয়া যেতে জনপ্রতি মোট খরচ পড়বে ৪০ হাজার টাকা৷ সাধারণভাবে, তাঁদের তিন বছরের চুক্তিতে পাঠানো হবে এবং চুক্তি নবায়নের সুযোগ থাকবে প্রত্যেকের ক্ষেত্রেই৷ প্রাথমিক নির্বাচনের পর প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে, পরীক্ষা করা হবে স্বাস্থ্যও৷ তবে পাসপোর্ট করতে হবে নিজেদের খরচে৷

যাঁরা মালয়েশিয়ায় যেতে চান, তাঁদের সাত ধরণের যোগ্যতা থাকতে হবে৷ বাংলাদেশের নাগরিকত্ব, কৃষিকাজের অভিজ্ঞতা, বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে, গ্রাম এলাকার প্রকৃত বাসিন্দা, উচ্চতা কমপক্ষে ৫ ফুট, ওজন কমপক্ষে ৫০ কেজি এবং ২৫ কেজি মালামাল বহনের ক্ষমতা থাকতে হবে তাঁদের৷

এছাড়া, সংবাদ সম্মেলনে এ কথাও জানানো হয় যে, বনায়ন ছাড়া কৃষি, উৎপাদন, নির্মাণ এবং সেবা খাতেও বাংলাদেশ থেকে লোক নেবে মালয়েশিয়া৷

মালয়েশিয়ায় এবার লোক পাঠানো হচ্ছে সরকারি উদ্যোগে৷ ফলে আদম ব্যবসায়ীদের কোনো প্রতারণার সুযোগ থাকবে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ