1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যজার্মানি

মূল্যবৃদ্ধি ও দুর্বল অর্থনীতির চাপে ন্যুব্জ জার্মানির শহর

১৮ ফেব্রুয়ারি ২০২৫

অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে জার্মানির একাধিক শহর৷ একটি জরিপ থেকে জানা গেছে, বেশ কয়েকটি শহর উচ্চ ব্যয়ের কারণে সুষম বাজেট উপস্থাপন করতে পারছে না৷

বার্লিন প্যানোরামা
জার্মানির বড় শহরগুলির ৩৭ শতাংশই সঠিকভাবে তাদের বাজেট মেলাতে পারছে নাছবি: Robert Schlesinger/picture alliance

সোমবার প্রকাশিত একটি জরিপ জানায়, জার্মানির বেশ কয়েকটি শহরের অর্থনৈতিক পরিস্থিতি রোববারের আসন্ন জার্মান নির্বাচনে ভোটারদের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠছে৷

বাড়তে থাকা জ্বালানির খরচ, চড়া সুদ ও অর্থনৈতিক অস্থিতিশীলতা মিলিয়ে জার্মান অর্থনীতির ওপর চাপ বাড়ছে গত বছরের মতোই৷

জার্মানির বড় শহরগুলির ৩৭ শতাংশই সঠিকভাবে তাদের বাজেট মেলাতে পারছে না৷ ফলে ৪৭ শতাংশ শহরকে বাধ্য হয়ে তাদের রিজার্ভে হাত দিতে হচ্ছে৷ এমনটাই জানিয়েছে জার্মান অ্যাসোসিয়েশন অব সিটিজ-এর একটি জরিপ৷

আগামী পাঁচ বছরে নিজেদের অর্থনৈতিক অবস্থা নিয়ে আশাব্যাঞ্জক অবস্থানে জার্মানির দুই শতাংশ শহর৷ এমন শহর গত পাঁচ বছরে ছিল ৬৪ শতাংশ৷ জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও বেশি শহরের আশঙ্কা, আগামীতে আরো খারাপ হবে পরিস্থিতি, যার ফলে কর্মী ছাঁটাই বা অর্থায়নেও টান পড়তে পারে৷

এই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মারকুস লেভে বার্লিনে এক সংবাদ সম্মেলনে সোমবার বলেন, ‘‘সুষম, সমান বাজেটের দিন শেষ...এই বিষয়টা শহরগুলির নিজের দোষের কিছু নয়, আসল সমস্যা আসলে গঠনগত৷''

এসএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ