1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মূল্যস্ফীতির হার কমা অর্থনীতির ভালো লক্ষণ: পরিকল্পনামন্ত্রী

২৬ আগস্ট ২০২৩

ধীরে হলেও বাংলাদেশে মূল্যস্ফীতির হার কমছে, যা সামনে নয় শতাংশের নীচে নেমে আসবে বলে মনে করেন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান৷ তার মতে, দেশে ধনীরা আরও ধনী হলেও গরীবদের অবস্থারও উন্নতি হয়েছে৷

বাংলাদেশের সরকার কি আর্থিক দুর্নীতি ঠেকাতে ব্যর্থ কিনা এমন প্রশ্নের উত্তরে এম এ মান্নান বলেন, দুর্নীতি আকারে বেড়েছে
বাংলাদেশের সরকার কি আর্থিক দুর্নীতি ঠেকাতে ব্যর্থ কিনা এমন প্রশ্নের উত্তরে এম এ মান্নান বলেন, দুর্নীতি আকারে বেড়েছেছবি: DW

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশোতে এবারের আলোচনার বিষয় ছিল: ব্রিকসের চাওয়া-পাওয়া৷ অনুষ্ঠানে অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী৷ ব্রিকসে বাংলাদেশের সদস্য হতে না পারা, নির্বাচন নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মনোভাব, টাকা পাচারের অভিযোগ, দুর্নীতিসহ নানা বিষয় উঠে আসে তাদের আলোচনা৷

সম্প্রতি সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে নতুন ছয়টি দেশকে সদস্য করেছে জোটটি৷ এর আগে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ব্রিকসের সদস্য হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল৷ এক্ষেত্রে জোটের বর্তমান কোনো সদস্য বাধা দিয়েছে কি না এ নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছে প্রশ্ন করেন সঞ্চালক খালেদ মুহিউদ্দীন৷ জবাবে মন্ত্রী বলেন, ‘‘আমার অবস্থান থেকে আমি এমন কিছু দেখছি না৷ আমার কাছে তা মনেও হয়নি৷ এটা পদ্ধতিগত একটি বিষয়৷ আমাদের দিক থেকে কিছু পদক্ষেপ হয়তো বাদ ছিল৷ আমাদের সরকার অবশ্যই মনে করে গ্লোবাল ফোরামে যাওয়া দেশের জন্য মঙ্গলজনক৷’’ 

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মনোভাব এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্রে করা আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমরাও ফেয়ার (স্বচ্ছ) নির্বাচন চাই৷ ভারত যুক্তরাষ্ট্রকে কী লিখেছে না লিখেছে তা তাদের অভ্যন্তরীণ ব্যাপার৷ আমরা ঠাণ্ডা মাথায় আমাদের পলিসিগুলো তৈরি করি এবং সেগুলো বাস্তবায়নের চেষ্টা করি৷’’

তবে মন্ত্রীর কথার সূত্র ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, ‘‘উনাদের মুখের কথা মনের কথা এক না৷'' তার মতে, ১/১১ এর কলাকুশলীরাই ২০০৮, ২০১৪, ২০১৮ তে কলকাঠি নেড়েছে৷ ভারতও চায় বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক৷

এবার বিএনপির সাথে ভারতের সম্পর্ক কেমন জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘‘আমরা আমাদের স্বার্থ রক্ষা করবো৷ ভারতেরও তেমন কিছু স্বার্থ আছে৷ আবার আমাদের কিছু কমন স্বার্থ আছে৷ বিএনপির সাথে ভারতের সম্পর্ক উত্তরোত্তর ভালো হচ্ছে, ভবিষ্যতে আরও ভালো হবে৷''

বাংলাদেশের সরকার কি আর্থিক দুর্নীতি ঠেকাতে ব্যর্থ কিনা এমন প্রশ্নের উত্তরে এম এ মান্নান বলেন, দুর্নীতি আকারে বেড়েছে৷ তবে দেশের অর্থনীতির আকার যেভাবে বেড়েছে সেই অনুপাতে দুর্নীতির মাত্রা বেশি নয় বলে মনে করেন তিনি৷ অর্থ পাচারের নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এক্ষেত্রে আন্তর্জাতিকভাবে পাচারের সুযোগ সুবিধা অনেক বেড়েছে

সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে কিনা জানতে চাইলে এম এ মান্নান বলেন, ‘‘গ্লোবালি (বিশ্বজুড়ে) মোটামুটি সব দেশই এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথমবারের মতো (রেকর্ড)মূল্যস্ফীতির শিকার হয়েছে৷ কোভিডের সময় সবকিছুর উৎপাদন অনেক কমে গিয়েছিলো, বিশেষ করে খাদ্যপণ্যের ক্ষেত্রে৷''

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে গত তিন মাসে বাংলাদেশ বাংলাদেশেও মূল্যস্ফীতি ক্রমাগত কমেছে৷ হতে পারে তা দশমিক পাঁচ, দশমিক তিন দশমিক দুই শতাংশ কমেছে৷ ‘‘আমরা সাড়ে নয়ে উঠেছিলাম এখন আমরা নয়ের নীচে নামছি৷ চলমান মাসে আরেকটু নামবো৷ স্থিতিশীলভাবে আমরা নামছি যা অর্থনৈতিক পরিস্থিতির ভালো লক্ষণ,'' বলেন মন্ত্রী৷

আরেক প্রশ্নের উন্নয়ন নিয়ে তিনি বলেন, ‘‘বাংলাদেশের ৭০ ভাগ লোক গ্রামে বসবাস করে৷ সে মানুষগুলো চায় স্কুল, সড়ক, ব্রিজ, হাসপাতাল, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ৷ না খেয়ে এই মুহূর্তে বাংলাদেশে কোনো লোক নেই৷ ধনী আরও ধনী হয়েছে, গরীব আরও গরীব হয় নাই, তার থেকে অবস্থার উন্নতি হয়েছে৷'' 

এসএইচ/এফএস 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ