1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৃত্যুদণ্ড বেড়েছে

১ এপ্রিল ২০১৫

মৃত্যুদণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি৷ সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সন্ত্রাস নির্মূল করতে দেশগুলো মৃত্যুদণ্ড দিচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ বেশি উদ্বেগ মিশর ও নাইজেরিয়াকে নিয়ে৷

Munition Kugel GESPIEGELT
ছবি: Fotolia/Scanrail

অ্যামনেস্টির প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে সারা বিশ্বে মোট ২,৪৬৬টি মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে৷ আগের বছরের তুলনায় তা শতকরা ২৮ ভাগ বেশি, কেননা, ২০১৩ সালে ১,৯২৫ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছিল৷

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থাটি মনে করে, চীন সরকার এ সংক্রান্ত তথ্য প্রকাশ করলে ভয়াবহ একটা চিত্র ফুটে উঠতো৷ তাদের অনুমান, ২০১৪ সালে সহস্রাধিক ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে চীনের আদালত৷

প্রকাশিত এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৪ সালে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানে৷ মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ঘোষিত কার্যকর মৃত্যুদণ্ড ২৪৯টি৷ এর বাইরে অন্তত ৪৫৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করলেও সরকার তা গোপন করছে বলে ধারণা করা হচ্ছে৷ সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দেশগুলোর মধ্যে তারপরই রয়েছে যথাক্রমে সৌদি আরব (কমপক্ষে ৯০ জন), ইরাক (কমপক্ষে ৬১ জন) এবং যুক্তরাষ্ট্র (৩৫ জন)৷

কিছু দেশের পরিসংখ্যান উদ্বেগ বাড়ালেও ২০১৪ সালে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে কিছু আশাব্যঞ্জক ইঙ্গিতও দেখেছে অ্যামনেস্টি৷ আগের বছরের তুলনায় কার্যকর করা মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে৷ ২০১৩ সালে কার্যকর হয়েছিল ৭৭৮টি মৃত্যুদণ্ড, ২০১৪ সালে হয়েছে ৬০৭টি৷

আরেকটি আশার দিক হলো, মৃত্যুদণ্ড দেয়া দেশের সংখ্যা না বাড়া৷ ২০১৩ সালের মতো ২০১৪ সালেও ২২টি দেশেই শুধু মৃত্যুদণ্ড দেয়া হয়েছে৷ অ্যামনেস্টি মনে করে, দেশের সংখ্যা কমতে থাকাটাও বড় অর্জন৷ ২০ বছর আগে সংস্থাটি যখন প্রথম প্রতিবেদন প্রকাশ করে তখন মোট ৪২টি দেশে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল৷

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে পাকিস্তানে৷ পেশোয়ারের স্কুলে তালেবান হামলায় ১৪১ জন নিহত হওয়ার পর গত ডিসেম্বরেই ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি৷ বাংলাদেশে অন্তত একটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দাবি করেছে অ্যামনেস্টি ৷ তবে যুদ্ধাপরাধের কারণে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়েছিল ২০১৩ সালের ১২ ডিসেম্বর৷

লন্ডনে আয়োজিত সংবাদ সম্মেলনে মৃত্যুদণ্ডের রায় দেয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে অ্যামনেস্টির ‘ডিরেক্টর অফ গ্লোবাল ইস্যুজ' অড্রে গাউঘ্রান বলেন, ‘‘মৃত্যুদণ্ড কোনো সুবিচার নয়৷'' মিশর এবং নাইজেরিয়ার পরিস্থিতি নিয়ে অ্যামনেস্টি ভীষণ উদ্বিগ্ন৷ ২০১৪ সালে নাইজেরিয়ায় ৬৫৯ জন এবং মিশরে কমপক্ষে ৫০৯ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়৷ দু দেশেই বৃদ্ধির হার উদ্বেগজনক৷ ২০১৩ সালে ১৪১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল নাইজেরীয় সরকার৷ মিশরে সে বছর একশ'র মতো লোককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল৷

এসিবি/জেডএইচ (অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ