1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

Mystery surrounds Michael Jackson's sudden death

২৬ জুন ২০০৯

একটা খবরে পৃথিবী জুড়ে তোলপাড়৷ মাইকেল জ্যাকসন আর নেই! মাত্র ৫০ বছর বয়সে কেন এমন এক মহাতারকার চিরবিদায়? প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় রয়েছে সারাবিশ্ব৷

ছবি: AP

কিন্তু মার্কিন কর্তৃপক্ষ বলছে, এক্ষুনি নয়, জ্যাকসনের মৃত্যুরহস্য আলোয় আসতে কয়েকদিন অন্তত লাগবেই৷

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর নাগাদ যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের এক হাসপাতালে ‘পপ সম্রাট' মাইকেল জ্যাকসনের আকস্মিক মৃত্যু হয়৷ জানা গেছে, হমবি হিলসের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসায় অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ইউসিএলএ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়৷ জ্যাকসনের তখন জ্ঞান ছিলনা৷ চিকিৎসকরা অনেক চেষ্টা করেও তার দেহে আর হৃৎস্পন্দন ফিরিয়ে আনতে পারেননি৷

১৩ বছরের জ্যাকসনছবি: AP

জ্যাকসন পরিবারের মুখপাত্র ব্রায়ান অক্সম্যান জানিয়েছেন, জুলাইয়ের লন্ডন কনসার্টের রিহার্সাল নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছিলেন ১৯৮২ সালে ‘থ্রিলার' অ্যালবাম দিয়ে পৃথিবীকে সত্যিকার অর্থেই অভিভূত করে দেয়া মাইকেল জ্যাকসন৷ অথচ তার শরীরের অবস্থা খুব একটা ভালো ছিলনা৷ গত কয়েক মাস ধরে পরিবারের পক্ষ থেকে তাকে একটু শরীরের প্রতি যত্নশীল করার অনেক চেষ্টা করা হয়েছে৷ কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি৷ অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত মাইকেল জ্যাকসন জীবনের শেষ দিনগুলোতেও পারেননি লাগাম টেনে ধরতে৷ পপ সঙ্গীত জগতে সর্বকালের অন্যতম সেরা এন্টারটেইনারের আকস্মিক চিরপ্রস্থানের একমাত্র কারণ যে সেটাই তা অবশ্য এক্ষুনি বলে দেয়া যাচ্ছেনা৷

ওদিকে মাইকেল জ্যাকসনের হঠাৎ মৃত্যুতে তার অ্যালবামের বিক্রি বাড়ছে হু হু করে৷ জীবদ্দশায় ক্যারিয়ার জুড়ে ৭৫ কোটি অ্যালবাম বিক্রি আর ১৩টি গ্র্যামি অ্যাওয়ার্ড প্রাপ্তির মিষ্টি স্বাদ পেলেও শেষ দিকে বাজার খুব একটা ভালো যাচ্ছিলো না৷ কিন্তু মৃত্যুতে হঠাৎই বদলে গেছে পরিস্থিতি৷ বৃহস্পতিবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যেই আমাজন ডটকম-এ সবচেয়ে বেশি বিক্রীত অ্যালবামের তালিকায় প্রথম ১৫টি স্লটে বসে গেছে মাইকেল জ্যাকসনের নাম৷ সবার ওপরে অবশ্যই ‘থ্রিলার'৷ যে অ্যালবামের রেকর্ড ৫ কোটি কপি কিনে নিয়ে পপ দুনিয়ায় তাঁকে স্বাগত জানিয়েছিলেন, ভক্তরা যেন একইভাবে বিদায়ও জানাতে চলেছেন তাকে!

অনিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত ছিলেন মাইকেল জ্যাকসনছবি: picture-alliance/ dpa

প্রতিবেদক : আশীষ চক্রবর্ত্তী, সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ