1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৃত্যুর মিছিলেও ট্রাম্পের উদযাপনের চিন্তা

২৭ মে ২০২০

সারাবিশ্বে করোনায় মারা যাওয়া সাড়ে তিন লাখ মানুষের মধ্যে এক লাখেরও বেশি যুক্তরাষ্ট্রের৷ অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ পরিস্থিতিতেও স্বাধীনতা দিবস উদযাপনের পরিকল্পনায় অনড়৷

ছবি: Reuters/L. Millis

আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস৷ দিনটি সাড়ম্বরে উদযাপন করা হয় প্রতিবছর৷ কিন্তু করোনার কারণে সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে এবার বড় পরিসরে স্বাধীনতা দিবস উদযাপন না করাই ঠিক মনে করছেন বিশেষজ্ঞরা৷ বড় জমায়েতে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় বলে সংক্রমণ ভয়াবহ মাত্রায় বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে৷ সে কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির সরকারি কর্মকর্তারা স্বাধীনতা দিবস উদযাপনে নিরুৎসাহিত করেছিলেন৷ এক বিবৃতিতে সংসদ সদস্যরাও বলেছিলেন, এমন আয়োজনে যত মানুষের সমাগম হয়ে থাকে, তত মানুষকে নিরাপদ রাখা এই মুহূর্তে প্রায় অসম্ভব৷ 

কিন্তু অন্য এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, স্বাধীনতা দিবস উদযাপনের পরিকল্পনা থেকে একটুও সরেননি ডনাল্ড ট্রাম্প৷ বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট চান স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতা দিবস উদযাপন করা হোক৷

স্বাধীনতা দিবসের এখনো এক মাসেরও একটু বেশি বাকি৷ এই সময়ে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির কতটা উন্নতি হয় তার উপরই নির্ভর করছে উদযাপন৷ ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার শহর থেকে করোনা ভাইরাস নিশ্চিহ্ন করতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা জরুরি মনে করছেন৷ তিনি জানিয়েছেন, অদূর ভবিষ্যতে বড় জমায়েতের অনুমতি দেওয়ার কোনো ইচ্ছেই নগর কর্তৃপক্ষের নেই৷

এসিবি/ কেএম (এপি)

২২ মে’র ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ