সারাবিশ্বে করোনায় মারা যাওয়া সাড়ে তিন লাখ মানুষের মধ্যে এক লাখেরও বেশি যুক্তরাষ্ট্রের৷ অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ পরিস্থিতিতেও স্বাধীনতা দিবস উদযাপনের পরিকল্পনায় অনড়৷
বিজ্ঞাপন
আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস৷ দিনটি সাড়ম্বরে উদযাপন করা হয় প্রতিবছর৷ কিন্তু করোনার কারণে সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে এবার বড় পরিসরে স্বাধীনতা দিবস উদযাপন না করাই ঠিক মনে করছেন বিশেষজ্ঞরা৷ বড় জমায়েতে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয় বলে সংক্রমণ ভয়াবহ মাত্রায় বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে৷ সে কথা মাথায় রেখে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির সরকারি কর্মকর্তারা স্বাধীনতা দিবস উদযাপনে নিরুৎসাহিত করেছিলেন৷ এক বিবৃতিতে সংসদ সদস্যরাও বলেছিলেন, এমন আয়োজনে যত মানুষের সমাগম হয়ে থাকে, তত মানুষকে নিরাপদ রাখা এই মুহূর্তে প্রায় অসম্ভব৷
কিন্তু অন্য এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, স্বাধীনতা দিবস উদযাপনের পরিকল্পনা থেকে একটুও সরেননি ডনাল্ড ট্রাম্প৷ বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট চান স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতা দিবস উদযাপন করা হোক৷
স্বাধীনতা দিবসের এখনো এক মাসেরও একটু বেশি বাকি৷ এই সময়ে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির কতটা উন্নতি হয় তার উপরই নির্ভর করছে উদযাপন৷ ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার শহর থেকে করোনা ভাইরাস নিশ্চিহ্ন করতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা জরুরি মনে করছেন৷ তিনি জানিয়েছেন, অদূর ভবিষ্যতে বড় জমায়েতের অনুমতি দেওয়ার কোনো ইচ্ছেই নগর কর্তৃপক্ষের নেই৷
এসিবি/ কেএম (এপি)
২২ মে’র ছবিঘরটি দেখুন...
করোনার প্রভাব: অ্যামেরিকার ধনীরা আরো ধনী
করোনা কালে মার্চের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত অ্যামেরিকার ধনীদের সম্পদ বেড়েছে ৪৩৪ বিলিয়ন ডলার৷ এমনটাই বলছে নতুন একটি রিপোর্ট৷ ছবিঘরে জানুন কারা আরও ধনী হলেন৷
অ্যামাজনের জেফ বেজোস
এই দুই মাসে অ্যামাজনের জেফ বেজোস এর সম্পদে যোগ হয়েছে ৩৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার৷ অ্যামেরিকানস ফর ট্যাক্স ফেয়ারনেস এবং ইনস্টিটিউট ফর পলিসি ইনস্টিটিউটের ‘প্রোগ্রাম ফর ইকুয়ালিটি’ র রিপোর্ট জানিয়েছে এই তথ্য৷
ছবি: Reuters/J. Roberts
ফেসবুকের মার্ক সাকারবার্গ
মার্চের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক সাকারবার্গের সম্পদে যোগ হয়েছে বাড়তি ২৫ বিলিয়ন মার্কিন ডলার৷
অ্যামেরিকার ছয়শ’র ও বেশি কোটিপতির তথ্য থেকে রিপোর্টটি তৈরি করা হয়েছে৷ মার্চের ১৮ তারিখ থেকে মে মাসের ১৯ তারিখ পর্যন্ত লকডাউন চলাকালীন তাদের আয় সংক্রান্ত তথ্য জানিয়েছে ফোর্বস৷
ছবি: picture-alliance/dpa/H. Saukkomaa
১৫ ভাগ বেশি আয়
প্রতিবেদনটি বলছে, এই দুই মাসে অ্যামেরিকার কোটিপতিদের মোট সম্পদের পরিমাণ ১৫ ভাগ বেড়েছে৷ ২ দশমিক ৯৪৮ ট্রিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে হয়েছে ৩ দশমিক ৩৮২ ট্রিলিয়ন মার্কিন ডলার৷
ছবি: picture-alliance/newscom/J. Angelillo
বিল গেটস, ওয়ারেন বাফেট
শীর্ষ পাঁচ ধনী বেজোস, সাকারবার্গ, বিল গেটস, ওয়ারেন বাফেট এবং ল্যারি এলিসনের মোট ৭৬ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ বেড়েছে৷
এলন মাস্ক
গত দুই মাসে শতকরার হিসেবে বেশি লাভ হয়েছে এলন মাস্কের৷ তার মোট সম্পদ বেড়েছে শতকরা ৪৮ ভাগ৷ এরপরেই আছেন সাকারবার্গ, যার বেড়েছে ৪৬ ভাগ, বেজোসের ৩১ ভাগ৷
ছবি: Getty Images/W. McNamee
অর্থনৈতিক সংকট
করোনা ভাইরাসের এই সংকটকালে প্রযুক্তি সংক্রান্ত কোম্পানিগুলোর আয় অনেক বেশি৷ অথচ পুরো দেশে করোনার কারণে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে৷ ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশটি৷