1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্যানোরামাজার্মানি

মৃত্যু পথযাত্রীর শেষ কথা লেখা যার পেশা

৪ নভেম্বর ২০২৪

কোনো মত্যু পথযাত্রীর শেষ দিনগুলি কল্পনা করা কঠিন৷ তাঁদের মধ্যে অনেকে শেষ বারের মতো ফেলে আসা দিলগুলোর দিকে ফিরে তাকাতে চান৷

প্রতীকী ছবি
মৃত্যু পথযাত্রীদের ফিরে দেখা জীবনের স্মৃতিচারণ লিপিবদ্ধ করে তার স্বজনদের কাছে তুলে ধরেন জার্মানির এক নারীছবি: Imago Images/Panthermedia/keport

জার্মানির এক নারী তাঁদের সেই কথাগুলো লিখে আত্মীয়স্বজনদের মাঝে বিলি করেন৷

ইহকাল ও পরকালের মধ্যে বিচরণ করেন সাব্রিনা গ্যোরলিৎস৷ ৪৩ বছরের এই নারী মৃত্যু পথযাত্রীদের সঙ্গে দেখা করে তাঁদের শেষ বারের মতো ফিরে দেখার সুযোগ দেন৷ এমনই এক কাজের আগে  সাব্রিনা বলেন, ‘‘আমি এবার মিসেস গিলভাল্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি৷ তাঁর অনেক বয়স হয়েছে৷ অর্থাৎ আমি ৮৭ বছরের সুন্দর জীবনকাহিনি পাবো৷ এক ঘণ্টার মধ্যে তাঁকে দিয়ে সব গুছিয়ে বলানোই হলো আসল চ্যালেঞ্জ৷''

হামবুর্গে হসপিস বা মৃত্যু পথযাত্রীদের এক আবাসনে দুই নারীর দেখা হওয়ার কথা৷ গিসেলা গিলভাল্ডের টার্মিনাল লাং ক্যানসার হয়েছে৷ মৃত্যুর ঠিক আগে তিনি আরও একবার তাঁর ফেলে আসা জীবনের দিকে ফিরে তাকাতে চান৷

গ্রীষ্মের এক গরম দিনে তিনি হাসপাতাল থেকে তাঁর সদ্যোজাত ছেলেকে মোটা কম্বলে মুড়ে কীভাবে বাসায় এনেছিলেন, সে কথা তাঁর বিশেষভাবে মনে আছে৷ গিসেলা বলেন, ‘‘আমার স্বামী হাসপাতালে ফোন করে প্রশ্ন করেছিলেন, বাসায় ফিরেও আমাদের সন্তান সব সময়ে কাঁদছে৷ আমরা কী করবো? অন্য প্রান্তে নার্স প্রশ্ন করেছিলেন, শিশুর গায়ে কী আছে৷ কম্বলের কথা শুনে তিনি খুলে নিতে বলেছিলেন৷''

মৃত্যুপথযাত্রীর জীবনগাঁথা

03:56

This browser does not support the video element.

দেড় ঘণ্টার মধ্যে তিনি নিজের জীবনকাহিনি শোনালেন৷ সাব্রিনার ফোনে সেই জবানবন্দি রেকর্ড করা হয়েছে৷ তারপর গিসেলা তাঁর স্বামীর মৃত্যুর কাহিনি বলতে শুরু করেন৷ তিনি বলেন, ‘‘কখনো আমি তাঁর সঙ্গে কথা বলি৷ আমার পুত্রবধু বলে, আমাদের সবার মধ্যে সংযোগ রয়েছে৷ বলে, কোনো এক সময়ে আমাদের সবার আবার দেখা হবে৷ শুনে মনটা শান্ত হয়৷''

সব শোনার পরে সাব্রিনা কাহিনি লিখে ফেলেন৷ এর জন্য তিনি সাধারণত ছোট অংকের পারিশ্রমিক পান৷ প্রায় ১৫ পাতার ছোট পুস্তিকায় সব গুছিয়ে লিখে আত্মীয়স্বজনদের কাছে বিলি করা হয়৷ হসপিসের ম্যানেজার সেই প্রকল্পে মদত দেন৷ হসপিসের ম্যানেজার কাটিয়া ফিশার বলেন, ‘‘এমন বুকলেট সৃষ্টি করতে হলে সেই মানুষটির সঙ্গে জড়িত সবাইকে কঠিন পরিস্থিতি মেনে নিতে হয়৷ অনেকের জন্য শুরুতে সেটা বেদনাদায়ক অভিজ্ঞতা, কারণ এর অর্থ জীবনের সমাপ্তির দিকে নজর দেওয়া৷ কিন্তু অন্যদিকে সেটা পরিবারের সদস্যদের সঙ্গে সে বিষয়ে কথা বলার সুযোগও বটে৷''

দুই দিন পরে পুত্রবধু ভেরেনা ভারস্টাট হসপিসে এলেন৷ গিসেলার বয়ান সাব্রিনা তাঁকে পড়ে শোনাবেন৷ সাব্রিনা বয়ান পড়ে শোনাতে গিয়ে বলেন, ‘‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ১৯৩৬ সালে ক্যোনিগসব্যার্গে আমার জন্ম হয়েছিল৷ সেখানে এবং পরে পূর্ব প্রাশিয়ায় শৈশবের প্রথম বছরগুলি খুবই সুন্দর ছিল৷''

একটি ঘটনা দুই নারীকে আজ পর্যন্ত জুড়ে রেখেছে৷ ভেরেনার স্বামী ও গিসেলার ছেলে মাল্টের মৃত্যু দুজনকেই গভীরভাবে নাড়া দিয়েছে৷ সাব্রিনা গ্যোরলিৎস বলেন, ‘‘নিজের সন্তান মারা গেলে যে অনুভূতি হয়, তা বর্ণনার ভাষা কি আমার আছে! আমার মতে, কেন সন্তান মারা গেল, তার উপর অনেক কিছু নির্ভর করে৷ যেমন পথ দুর্ঘটনা বা কঠিন রোগ৷ মাদকে আসক্তিও এক গুরুতর ব্যাধি৷ কিন্তু দীর্ঘ সময় ধরে আমি তার জন্য প্রস্তুত ছিলাম৷ সে সব সেবন করতে করতে কোনো এক সময়ে শরীর অত্যন্ত দুর্বল হয়ে যায়, আর সহ্য করার ক্ষমতা থাকেনা৷''

গিসেলা গিলভাল্ড তাঁর জীবনের সুন্দর ও কঠিন মুহূর্তগুলি আবার নতুন করে তুলে ধরার সুযোগ পেয়েছেন৷ তিনি স্বর্গে গিয়ে আবার স্বামী ও পুত্রের সঙ্গে সাক্ষাতের আশা করছেন৷

টেসা ভাল্টার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ