1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৃত নারীর জরায়ু থেকে শিশুর জন্ম

৫ ডিসেম্বর ২০১৮

জীবিত দাতাদের প্রতিস্থাপন করা জরায়ু থেকে এরই মধ্যে ১১ শিশুর জন্ম হয়েছে৷ কিন্তু এবারই প্রথম মৃত এক নারীর শরীর থেকে জরায়ু প্রতিস্থাপন করে শিশু জন্মদানের ঘটনা ঘটলো৷ জরায়ু প্রতিস্থাপনের সাত মাস পর গর্ভধারণ করেন সে নারী৷

Brasilien Sao Paolo Baby aus Gebärmuttertransplantation
ছবি: picture-alliance/AP Photo/Dr. Wellington Andraus

ব্রাজিলের ৩২ বছর বয়সি এক নারীর জরায়ু থেকে জন্ম নেয়া সেই সন্তান সম্পূর্ণ সুস্থ বলেও জানিয়েছেন গবেষকরা৷ দ্য ল্যানসেট নামের এক মেডিকেল জার্নালে এই ঘটনার কথা প্রকাশ করা হয়েছে৷

জার্নালে বলা হয়েছে, ২০১৬ সালে এই প্রতিস্থাপন করা হয়৷ জরায়ুর সমস্যার কারণে গর্ভধারণে অক্ষম হাজারো নারীর জন্য আশার আলো হয়ে আসতে পারে এই সংবাদ৷ এখন পর্যন্ত মৃতদেহ থেকে জরায়ু প্রতিস্থাপনের ১০টি ঘটনার কথা জানা গেলেও সাফল্যের সাথে সন্তান জন্মদানের ঘটনা এটিই প্রথম৷

প্রতিস্থাপন করা নারী কোনো জরায়ু ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন৷ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে মায়ার-রোকিটানস্কি-ক্যুস্টার-হাউসার সিন্ড্রোম বলা হয়ে থাকে৷ মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যাওয়ার সময় দাতার বয়স হয়েছিল ৪৫ বছর এবং তিনি তিন সন্তান জন্ম দিয়েছেন৷

জটিলতাহীন অপারেশন

দশ ঘণ্টা চলে এই জটিল এই অপারেশনে দাতার শরীর থেকে নেয়া জরায়ুকে গ্রহীতার শিরা, ধমনি, বিভিন্ন লিগামেন্ট এবং যোনিপথের সাথে সংযুক্ত করতে হয়েছে৷

শরীর যাতে নতুন অঙ্গ প্রত্যাখ্যান না করে সেজন্য অ্যান্টিমাক্রোবিয়াল, অ্যাসপিরিনসহ পাঁচটি ভিন্ন ধরনের ড্রাগ দেয়া হয় গ্রহীতাকে৷ তবে অপারেশনের পাঁচ মাস পর পর্যন্ত প্রত্যাখ্যানের কোনো লক্ষণ দেখতে পাননি চিকিৎসকরা৷

সাত মাস পর আগে থেকে ফ্রিজ করে রাখা ডিম্বাণুর প্রবেশ করিয়ে গর্ভধারণ করেন গ্রহীতা৷

গবেষণাপত্রে বলা হয়েছে, প্রতিস্থাপনের ৩৫ সপ্তাহ তিন দিন পর প্রায় আড়াই কেজি ওজনের সুস্থ-সবল মেয়ে শিশুর জন্ম দেন সে নারী৷

জার্নাল প্রকাশের জন্য গবেষণাপত্র জমা দেয়ার সময় সন্তানের বয়স ছিল সাত মাস ২০ দিন, ওজন ৭ দশমিক ২ কেজি৷

আশার আলো

এই ঘটনাকে চিকিৎসার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ‘মাইলফলক' হিসেবে উল্লেখ করেছেন সাও পাওলো স্কুল অব মেডিসিন ইউনিভার্সিটির প্রতিস্থাপন দলের প্রধান চিকিৎসক দানি এইজেনবার্গ৷

তিনি বলেন, ‘‘জরায়ুর বন্ধ্যাত্বের শিকার নারীদের জন্য এই সাফল্য এক নতুন দ্বার উন্মোচন করেছে৷''

এইজেনবার্গ জানান, ‘‘মৃত্যুর পরঅঙ্গদানে ইচ্ছুক মানুষের সংখ্যা জীবিত দাতাদের চেয়ে বেশি৷ ফলে এই সাফল্য জরায়ু প্রতিস্থাপনে আরো গতি নিয়ে আসবে৷''

বিজ্ঞানীদের দেয়া তথ্যমতে, এখন পর্যন্ত জীবিত দাতাদের শরীর থেকে জরায়ু প্রতিস্থাপন করা হয়েছে ৩৯টি৷ এর মধ্য থেকে ১১টি জন্মদান সফল হয়েছে৷ সুইডিশ ডাক্তার ম্যাটস ব্রানস্ট্রমের এক পরীক্ষামূলক অপারেশনে ২০১৩ সালে এই প্রক্রিয়ায় প্রথম শিশু জন্মদানের ঘটনা ঘটে৷

গবেষণায় দেখা গেছে, বিশ্বের ১০ থেকে ১৫ শতাংশ নারী-পুরুষ বন্ধ্যাত্বের শিকার৷ এর পেছনে নানা কারণ থাকলেও প্রতি ৫০০ জনে একজন নারীর বন্ধ্যাত্বের কারণ জরায়ুর সমস্যা৷

এডিকে/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ