1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৃত সন্তান প্রসব ও গর্ভপাতের আরেক কারণ বায়ুদূষণ

৮ জানুয়ারি ২০২১

ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে প্রতিবছর প্রায় সাড়ে তিন লাখ গর্ভপাত ও মৃত সন্তান প্রসবের জন্য় বায়ুদূষণকে দায়ী করেছেন বিজ্ঞানীরা। চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমন দাবি করেন তারা।

নতুন দিল্লী
নতুন দিল্লীছবি: picture-alliance/AP Photo/A. Qadri

ঐ দেশগুলোতে ২০০০ থেকে ২০১৬ সালের মধ্য়ে প্রতিবছর যত গর্ভপাত ও মৃত সন্তান হয়েছে তার সাত শতাংশের জন্য় দূষিত বায়ুকে দায়ী করা হয়েছে৷

বিশ্বের মধ্য়ে দক্ষিণ এশিয়াতেই সবচেয়ে বেশি গর্ভপাত ও মৃত সন্তান প্রসবের ঘটনা ঘটে৷

চীনের ন্য়াচারাল সায়েন্স ফাউন্ডেশন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে চীনা বিজ্ঞানীরা গবেষণাটি করেছেন৷

মোট ৩৪ হাজার ১৯৭ জন মায়ের তথ্য় বিশ্লেষণ করে গবেষণাটি করা হয়৷ এই মায়েদের অন্তত একবার গর্ভপাত হয়েছে, কিংবা তারা একটি মৃত সন্তান প্রসব করেছেন৷ এবং তাদের প্রত্য়েকের এক বা একাধিক সন্তান রয়েছে৷

এই মায়েদের মধ্য়ে ২৬ হাজার ২৮২ জন (শতকরা ৭৬ দশমিক নয় ভাগ) ভারতের, চার হাজার ২২৮ জন (শতকরা ১২ দশমিক চার জন) পাকিস্তানের ও তিন হাজার ৬৮৭ (শতকরা ১০ দশমিক আট ভাগ) জন বাংলাদেশের মা৷

গবেষণার অন্য়তম লেখক তিয়ানজিয়া গুয়ান বলছেন, গর্ভপাত কিংবা মৃত সন্তান প্রসবের ঘটনা মায়েদের উপর মানসিক, শারীরিক ও অর্থনৈতিক প্রভাব ফেলে৷ সে কারণে এসব ঘটনা কমানো গেলে ঐ দেশগুলোতে লিঙ্গসমতার সূচক ভালো হতে পারে৷

এর আগে দ্য় ল্যানসেটের আরেক প্রতিবেদন বলেছিল, ২০১৯ সালে ভারতে ১৬ লাখ ৭০ হাজার মানুষের মৃত্য়ুর কারণ ছিল বায়ুদূষণ, যা মোট মৃত্য়ুর ১৮ শতাংশ৷ একই কারণে ২০১৭ সালে মারা গিয়েছিলেন ১২ লাখ ৪০ জন৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ