1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৃদ্ধ নিবাসের জন্য সেবাকর্মী

জেনেট সাইফার্ট/আরবি২৪ মার্চ ২০১৪

জার্মানিতে হাজার হাজার সেবাকর্মী প্রয়োজন৷ দূরপ্রাচ্যের শিক্ষানবিশরা এই ঘাটতি পূরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে৷ সেবাক্ষেত্রে জরুরি অবস্থার মোকাবেলাও করতে পারবেন তাঁরা৷

ছবি: DW/V.Kern

এই কাজের জন্য নীল-গোলাপি রঙের ডোরা কাটা কেডস জুতা কিনেছেন হুয়োং গো গো৷ কাজের চাপ বেশি থাকলে বৃদ্ধনিবাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছোটাছুটি করতে হয় তাঁকে৷ তিনি এই নিবাসের বাসিন্দাদের ধোয়ামোছা করেন, কাপড় পরতে সাহায্য করেন৷ দ্রুত কাজ সেরে এক ঘর থেকে আরেক ঘরে যেতে হয় তাঁকে৷ দুই একটা কথার আদান-প্রদানের মতো সময়ও থাকে না হাতে৷

দ্রুত ও ভালো'

‘দ্রুত ও ভালো' এই হলো জার্মানিতে থাকাকালীন তাঁর মটো৷ জার্মান শেখা ও কাজ করা, এছাড়া আর কোনো কিছু করার সময় নেই৷

হুয়োং গো গোছবি: DW/V.Kern

হুয়োংকে এক্ষেত্রে ‘পায়োনিয়ার' বা অগ্রগামী বলা যায়৷ ১২০ জন তরুণ ভিয়েতনামিদের সঙ্গে গত বছরের সেপ্টেম্বরে জার্মানিতে এসেছেন তিনি৷ জার্মান অর্থমন্ত্রণালয় ও ভিয়েতনামের শ্রমমন্ত্রণালয়ের একটি পরীক্ষামূলক প্রকল্পের আওতায় তাঁদের আনা হয়েছে৷ স্টুটগার্ট শহরে তাঁদের ৩৬ জনকে সেবাকর্মী হিসাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ ২০১৬ সাল পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ৷ প্রশিক্ষণপ্রাপ্ত সেবাকর্মীরা তিন বছর জার্মানিতে কাজ করবেন৷

প্রবীণ নিবাস ‘স্টেনভেল্ডলে' স্টুটগার্ট শহরের এক প্রান্তে বনাঞ্চল ও আঙুর খেতের মধ্যে রোম্যান্টিক এক পরিবেশ অবস্থিত৷ গতাণুগতিক বৃদ্ধাশ্রমের মতো নয় এটি৷

সান্ত্বনার হাত

সকালবেলায় শান্তভাবেই চলছে সবকিছু৷ রেডিওতে হালকা সুরের গান ভেসে আসছে৷ খাবারের জায়গায় পরিচয় হলো ৯১ বছরের মারিয়ার সাথে৷ ‘‘আমি পড়ে গিয়েছি'' অসন্তোষ প্রকাশ করে বলেন তিনি৷ হুয়োং তাঁর কাধে হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলেন, ‘‘কিছু হবে না৷ আমরা তো আছি আপনার জন্য৷'' তারপর খানিক্ষণ গল্পগুজব হয়৷ বৃদ্ধা জানতেন না কোন দেশ থেকে হুয়োং এসেছেন, বয়স কত ইত্যাদি৷

১২০ জন তরুণ ভিয়েতনামি এসেছে জার্মানিতেছবি: DW/V.Kern

বৃদ্ধাবাসের বাসিন্দারা অভ্যস্ত যে, সেবক-সেবিকারা বিদেশি উচ্চারণে কথা বলেন৷ এখানকার ৭৫ শতাংশ সেবাকর্মী বিদেশি বংশোদ্ভূত৷ তরুণ ভিয়েতনামিদের পছন্দ করেন সবাই৷ ‘‘তাঁরা এত মিষ্টি৷'' উচ্ছ্বাস প্রকাশ করে বলেন মিসেস শুমাখার৷ মিসেস গ্যার্সট সংযোজন করে বলেন, ‘‘কারো কিছু প্রয়োজন হলে তাঁরা সবসময় সাহায্য করতে প্রস্তুত৷''

ভাষা বড় সমস্যা

হুয়োং ও তাঁর সহকর্মীরা আসার আগে হ্যানয়ে প্রায় ছয়মাস জার্মানির জন্য প্রস্তুতি নেন৷ জার্মান শেখেন এবং ভিডিওতে বৃদ্ধাশ্রম সম্পর্কে একটা ধারণা নেন৷ তাঁর সবাই প্রশিক্ষণপ্রাপ্ত সেবাকর্মী৷ এ জন্য তাঁদের জার্মানিতে প্রশিক্ষণের সময়সীমা কমিয়ে দুই বছর করা হয়েছে৷

‘‘আমাদের রয়েছে শুধু একটি সমস্যা৷ আর তা হলো জার্মান ভাষা৷ হতাশার সুরে বলেন হুয়োং৷ কোনো কোনো দিন এমনও হয়েছে কেউ বার বার কিছু চাইছেন, কিন্তু আমি তা বুঝতে পারছি না৷ তখন মনে হয় আমার জার্মান শিখতে হবে৷ দ্রুত ও ভালো করে৷ সহকর্মী বাখ ট্রান চুয়ান-এরও ভাষা নিয়ে একই সমস্যা৷''

প্রবীণাশ্রমের বাসিন্দারা নীচু স্বরে কথা বলেন৷ তার ওপর আবার আঞ্চলিক সোয়েবিয়ান ভাষায়৷ তাই বুঝতে আরো অসুবিধা হয়৷

ভিয়েতনামে এই তরুণ তরুণীদের পরিবার পরিজনও আশা করে থাকেন৷ আগ্রহভরে জানতে চান, জার্মান ভাষায় কতটা দক্ষতা অর্জন করতে পেরেছেন তাঁদের সন্তানরা৷

ঘাটতি বৃদ্ধি পাবে

এখনই জার্মানিতে সেবাকর্মীর অভাব প্রকট৷ জার্মান শ্রমমন্ত্রণালয়ের তথ্য মতে ২০৩০ সাল নাগাদ সংখ্যাটা দুই লক্ষে দাঁড়াতে পারে৷ বিশ্বখ্যাত ব্যার্টেলসমান ফাউন্ডেশনের অনুমান এই সংখ্যা পাঁচ লক্ষও হতে পারে৷ তরুণ জার্মানরা সেবা পেশার প্রতি খুব একটা আগ্রহী নন৷ তাছাড়া ডেমোগ্রাফিক পরিবর্তনের কারণে তরুণ জনসংখ্যা কমে যাচ্ছে৷ ফলে এক্ষেত্রে সংকট তীব্র হচ্ছে৷

বৃদ্ধাশ্রম ‘স্টেনভেল্ডলে'-র পরিচালক ইয়োখেন মাগের নিশ্চিত যে, বিদেশি কর্মী ছাড়া সেবাক্ষেত্র চালানো সম্ভব নয়৷ এখনই তাঁর বৃদ্ধাশ্রমের জন্য উপযুক্ত সেবাকর্মী পাওয়া সহজ হচ্ছে না৷ তাই তিনি নিজে হাতেই সমস্যার মোকাবেলা করতে চান৷ এপ্রিল মাসের শেষে হ্যানয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর৷ সেখানে নিজেই নানা জায়গায় যোগাযোগ স্থাপন করবেন তিনি৷ খতিয়ে দেখবেন কিভাবে কর্মসূচিটিকে আরো সম্প্রসারিত করা যায়৷ অন্যান্য বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষ চীন ও ভারতেও সেবাকর্মী খুঁজছেন৷ ‘‘আমরা আমাদের জন্য ভিয়েতনামকে আবিষ্কার করেছি৷'' বলেন ইয়োখেন মাগের৷ মেকং-এর শিক্ষানবিশদের নিয়ে তিনি খুব সন্তুষ্ট৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ