অনেক মেয়েই মেকআপ খুব ভালোবাসেন৷ কেউ হাল্কা, কেউ গাঢ়৷ যুগে যুগে মেকআপে এসেছে পরিবর্তন৷ আজকাল এই মেকআপ যে কী করতে পারে, আপনার ধারণাই নেই! আর সেজন্যই দেখতে হবে এই ভাইরাল ভিডিওটি৷
বিজ্ঞাপন
পৃথিবী আজ দু'ভাগে বিভক্ত৷ একদল বিশ্বাস করেন, মেকআপ হলো একটি শিল্প৷ অন্যদল তা পাত্তাই দিতে চান না৷ তবে যারা বিশ্বাসী তাদের জন্য সুখবর৷ ভবিষ্যতে কেউ যদি আপনাকে প্রশ্ন করেন যে, ‘কেন মেকআপ আপনার কাছে শিল্প মনে হলো?' তখন আপনি কথা খরচ না করে এই ভিডিওটি দেখিয়ে দিতে পারেন৷
১ মিনিট ১৪ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, একই ব্যক্তির (নারী অথবা পুরুষ) চেহারার দু'ভাগে দুই রকমের মেকআপ দেয়া হয়েছে৷ তাতে দু'জন ভিন্ন ব্যক্তিতে পরিণত হয়েছেন তিনি৷ এই ভিন্নতা এতই বেশি যে চমকে ওঠা ছাড়া গতি নেই!
মজার ভিডিও-র জনপ্রিয় সাইট নাইনগ্যাগ এই ভিডিওটি প্রকাশ করে আজ থেকে প্রায় দশ মাস আগে৷ বৃহস্পতিবার পর্যন্ত তা দেখা হয়েছে প্রায় ৬৬ লাখ বার৷ শেয়ার হয়েছে ৬০ হাজার বারেরও বেশি৷ কমেন্ট পড়েছে ৩১ হাজার৷
ভিডিওতে একজন মন্তব্য করেছেন, ‘‘এই মেকআপ করা শিখতে হবে৷ তবে এটাও ঠিক যে, এতটা মেকআপ দেয়ার বা দিয়ে আবার কোথাও যাবার সময় নেই৷'' আরেকজন লিখেছেন, ‘‘আমাদেরও মেকআপের খেলায় উন্নতি করতে হবে৷''
আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘‘যখন মেকআপ দিয়ে আপনি আপনার চেহারা পুরোই বদলে ফেলেন, তখন এটা মেকআপ নয়, ছদ্মবেশ৷''
জেডএ/ডিজি
সুস্থ, সুন্দর স্বপ্নের মতো উজ্জ্বল ত্বক
আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক৷ সুস্থ, সুন্দর, উজ্জ্বল ও মসৃণ ত্বক সকলেরই কাম্য৷ তাছাড়া ‘সুন্দর মুখের জয় সর্বত্র’ – কথাটা পুরোপুরি সত্য না হলেও, একেবারে মিথ্যে নয়৷ তাই সুন্দর ত্বকের জন্য ছবিঘরে থাকছে ১১টি টিপস৷
ছবি: Fotolita/Syda Productions
ভালো করে মুখ পরিষ্কার করুন
ত্বকের যত্ন নির্ভর করে ত্বকের ধরনের ওপর৷ সাধারণভাবে একটি হালকা ‘ক্লিনজিং মিল্ক’ বা ‘ফেসওয়াশ’ দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন, দিনে অন্তত একবার৷ তারপর মেখে নিন ‘অ্যালকোহল ফ্রি টোনার’৷ ঘরে থাকা গোলাপজলও টোনারের কাজ করে৷ এছাড়া সপ্তাহে একবার স্ক্রাবার ব্যবহার করুন৷ তবে ত্বকের যত্ন করতে হবে সময় থাকতেই, অর্থাৎ বলিরেখা, দাগ ইত্যাদি হবার আগে৷
ছবি: nicoletaionescu - Fotolia
ত্বকের রক্ষাকবচ ‘সানক্রিম’
ত্বককে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ‘সানক্রিম’৷ দিনেরবেলায় ঘরের বাইরে যাওয়ার সময় তাই অবশ্যই সানক্রিম ব্যবহার করবেন৷ সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের মহাশত্রু৷ তবে শীতকালীন রোদে থাকে ভিটামিন ‘ডি’, যা আমাদের শরীরের জন্য খুবই দরকার৷ অবশ্য সেটা দিনে ১০ থেকে ১৫ মিনিটের বেশি নয়৷
ছবি: picture alliance/blickwinkel
ত্বকের প্রয়োজন আদ্রতা
ত্বক পরিষ্কারের পর একটা টানটান অনুভূতি বা শুষ্ক মনে হলে অবশ্যই আদ্রতাযুক্ত ক্রিম ব্যবহার করতে হবে৷ কারণ শুষ্ক ত্বক তাড়াতাড়ি বুড়িয়ে যায় এবং বলিরেখা পড়ে৷ ‘অ্যালোভেরা’ এবং ‘থার্মাল ওয়াটার’ ত্বককে স্থির বা স্বাভাবিক রাখতে সাহায্য করে৷ তৈলাক্ত ত্বকে ব্রণ বা দাগের সমস্যা হলে ত্বক পরিষ্কার রাখাটাই সবচেয়ে জরুরি, বলেন জার্মানির ত্বক বিশেষজ্ঞ আকস্ট গার্ডারমান৷
ছবি: Fotolia/sweetok
ত্বক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা নয়!
অনেকেই নিজের ত্বক নিয়ে পরীক্ষা করে থাকেন, অর্থাৎ ত্বকের বিভিন্ন ক্রিম, যা বিজ্ঞাপনের নমুনা হিসেবে বিভিন্ন দোকান থেকে দেওয়া হয়, সে’সব ব্যবহার করেন৷ এটা কিন্তু আপনার ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে৷ তাই কোনো ক্রিম ব্যবহারের আগে সরাসরি ত্বক বিশেষজ্ঞের কাছে গিয়ে নিজের ত্বক কোন ধরনের সেটা জেনে নেয়া ভালো৷ ত্বক সাধারণত, তৈলাক্ত, শুষ্ক বা সংবেদনশীল হয়ে থাকে৷
ছবি: picture-alliance/dpa
ব্রণ হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন
কেই বা এটা না চেনে? মুখের ত্বকে কিছু একটা হলেই সেটাকে আঙুল দিয়ে খুঁটিয়ে বড় করা, যাতে ‘ইনফেকশ’ পর্যন্ত হয়ে যায় আর সেটা ভালো হতে অনেক সময় লাগে৷ তাই সেরকম কিছু হলে বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত অথবা ঘরে ‘স্যালিসিলিক অ্যাসিড’ অথবা জিঙ্ক-এর সাহায্য নেয়া যেতে পারে৷ এমনটাই পরামর্শ ত্বক বিশেষজ্ঞ আকস্ট গার্ডারমানের৷
ছবি: Dmitriy Melnikov - Fotolia
ত্বকের উপযোগী স্বাস্থ্যকর খাবার
ভালো ক্রিম ব্যবহার করাই ত্বকের জন্য যথেষ্ট নয়! সুস্থ ত্বকের জন্য চাই স্বাস্থ্যকর খাবার৷ হলুদ, আদা এবং থাইমে রয়েছে ‘অ্যান্টিঅক্সিডেন্ট’৷ ‘ওমেগা থ্রি’ বা ‘ফ্যাটি অ্যাসিডযুক্ত’ মাছও ত্বকের জন্য ভালো৷ এটা বার্ধক্যরোধেও সহায়ক৷ এছাড়া আখরোটে রয়েছে ‘অ্যামিনো অ্যাসিড’, যা ত্বককে সুন্দর করে৷ হলুদ ও কমলা রঙের ফল এবং সবজিতে ভিটামিন-এ তথা ‘বিটা ক্যারোটিন’ রয়েছে, যা সুন্দর ত্বকের সহায়ক৷
ছবি: picture-alliance/dpa
ঘুমের মধ্যে ত্বকের যত্ন
ঘুমের মধ্যে ত্বক মেদ থেকে ক্ষরিত রস কমায়৷ ত্বক থেকে পানি খরচ হয় কম এবং রক্ত চলাচল করে৷ ত্বকের কোষগুলোও ভালোভাবে কাজ করে৷ তাছাড়া রাতে অন্যান্য অনেক উপাদান ঠিকমতো গ্রহণ করে থাকে ত্বক৷ বিশেষ করে শুষ্ক ত্বক বা পরিণত ত্বক রাতের ক্রিম বা ‘অ্যান্টিএজিং ক্রিম’ ভালোভাবে গ্রহণ করে এ সময়৷ তবে আর যাই করুন, ঘুমানোর আগে মেকআপ তুলতে ভুলবেন না কিন্তু!
ছবি: Werner Heiber/Fotolia
শক্রু ধোঁয়া, ধুলোবালি আর নিকোটিন
সূর্যের অতিবেগুনি রশ্মি এবং ধূমপান ত্বকের ক্ষতি করে৷ তাই প্রয়োজনে তেল, সুগন্ধী অথবা কেমিক্যাল ছাড়া ক্রিম ব্যবহার করা যেতে পারে৷ ত্বকের জন্য প্রয়োজন ভিটামিন-সি, বিটা ক্যারোটিন ইত্যাদি৷ তবে অতিরিক্ত ভিটামিনও কিন্তু ত্বকের ক্ষতি করতে পারে৷ তাই কোনো কিছু বেশি পরিমাণে ব্যবহার করার আগে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
ছবি: imago/McPHOTO
মেকআপ নারীকে আরো সুন্দর করে
মেকআপের জন্য ট্রেনিং লাগে না৷ শুধু জানতে হবে কোন মেকআপ আপনার জন্য আদর্শ৷ যেমন শুষ্ক ত্বকের জন্য ‘ক্রিম’ আর তৈলাক্ত ত্বকের জন্য চাই ‘কমপ্যাক্ট’ মেকআপ৷ লক্ষ্য রাখবেন ফাউন্ডেশন যেন ভালোভাবে মিশে যায়৷ তাছাড়া ‘অকেশন’ অনুযায়ী মেকআপ নিতে হবে, অর্থাৎ সাজটা অফিস, বিয়ে বাড়ি নাকি বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য! আসল কথা, মেকআপের পরও যেন ‘ন্যাচারাল লুক’ বজায় থাকে৷
ছবি: Tim Boyles/Getty Images
বেবি ক্রিম
বড়দের শুষ্ক এবং সংবেদনশীল ত্বকের জন্য শিশুদের ‘বেবি ক্রিম’ বেশ ভালো কাজে দেয়৷ শিশুদের ত্বক যেমন সংবেদশীল হয়, বয়স্কদের ক্ষেত্রেও অনেকটা সেরকমই হয়ে থাকে৷ তাই নানি, দাদিরা যদি নাতি, নাতনির ক্রিম ব্যবহার করেন, তাতে ভুলের কিছু নেই৷ এছাড়া শশা, টক দই, বেসন, পাকা পেঁপেও ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে৷
ছবি: Colourbox
ত্বকের যত্নে ব্যায়ামের ভূমিকা
ব্যায়াম বা শরীরচর্চা করলে ত্বকের রক্ত চলাচল ভালো হয়, ত্বক হয় মসৃণ ও টানটান৷ তার সঙ্গে সঙ্গে ত্বকের রঙে আসে একটা গোলাপি আভা৷ নিয়মিত ব্যায়াম বা খেলাধুলা করলে শরীরে চর্বি জমতে পারে না আর পেশিও হয় শক্ত৷ এক্ষেত্রে ত্বক বিশেষজ্ঞের একটি বাড়তি পরামর্শ, ‘‘বেশি বেশি হাসুন, মুহূর্তেই আপনাকে অনেক বেশি তরুণ এবং সুন্দর দেখাবে৷’’