মেক্সিকোর বিপক্ষে কিন্তু ইতিহাসই ব্রাজিলের পক্ষে৷
ইতিহাস বলতে বিশ্বকাপে দু দলের মুখোমুখি হওয়ার ইতিহাস৷ বিশ্বকাপে এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-মেক্সিকো৷ তিনবারই জয় হয়েছে সাম্বা ফুটবলের৷ মেক্সিকো শুধু হারেইনি, তিন ম্যাচে গোল হজম করেছে ১১টি, একটা গোলও করতে পারেনি!
অবশ্য ইতিহাসটা খুব পুরোনো৷ ১৯৫০, ১৯৫৪ আর ১৯৬২ – বিশ্বকাপের এই তিন আসরে মেক্সিকোকে সামনে পেয়েছিল ব্রাজিল৷ প্রথম বার ৪-০, দ্বিতীয় বার ৫-০ আর ৫২ বছর আগে সর্বশেষ বার ২-০ গোলে জিতেছিল পাঁচ বারের চ্যাম্পিয়নরা৷কিন্তু বিশ্বকাপে নিজেদের সর্বশেষ দেখার পর ফুটবলে ব্রাজিল অনেক এগিয়েছে, মেক্সিকোও পিছনে হাঁটেনি৷ ফুটবলের সেরা আসরের বাইরে ব্রাজিলকে হারানোর অভিজ্ঞতাও তাদের আছে৷ মঙ্গলবার গ্রুপ ‘এ'-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে কি আবার ‘ব্রাজিল-বধ' করতে চলেছে মেক্সিকো?
বিশ্ব কাঁপছে বিশ্বকাপের জ্বরে৷ আর ব্রাজিল বিশ্বকাপের মাঠ যাঁরা কাঁপাবেন, তাঁদের মধ্যে ‘সবচেয়ে সুদর্শন’ হিসাবে সাতজনকে বেছে নিয়েছেন ডয়চে ভেলের ফেসবুক বন্ধুরা৷
ছবি: Sascha Schuermann/AFP/Getty Imagesএ যুগের সেরা ফুটবলারদের তালিকায় পর্তুগাল দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নাম তো থাকবেই! রেয়াল মাদ্রিদের এই ‘স্ট্রাইকার’ মাঠে নামেন ৭ নম্বর জার্সি গায়ে৷ ১১ বছরের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে গোল করেছেন ৪৯টি৷ ব্রাজিলে তিনি নামছেন নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে৷
ছবি: picture-alliance/dpaস্প্যানিশ দলের ‘সেন্ট্রাল ডিফেন্ডার’ স্যার্খিও রামোসের জন্যও এটি তৃতীয় বিশ্বকাপ৷ ক্লাব ফুটবলে খেলেন রেয়াল মাদ্রিদের হয়ে, তাঁর জার্সি নম্বর ৪৷ গত বছর সবচেয়ে কম বয়সি খেলোয়াড় হিসাবে নিজের শততম গোপলটি উদযাপন করেছেন তিনি৷
ছবি: imagoতিনি স্পেন দলের গোলরক্ষক এবং অধিনায়ক, ব্রাজিলে যাচ্ছেন নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে৷ ইকার কাসিয়াসের নেতৃত্বেই ২-১০ সালে বিশ্বকাপ জয় করে স্পেন৷ ১ নম্বর জার্সি গায়ে তিনি ক্লাবে খেলেন রেয়াল মাদ্রিদের হয়ে৷
ছবি: imagoবর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ‘স্ট্রাইকার’-এর কাঁধেই ভর করে আছে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন৷ লিওনেল মেসির জন্য এটি হবে তৃতীয় বিশ্বকাপ৷ দেশের হয়ে ৮৬টি ম্যাচে মাঠে নেমে মেসি গোল করেছেন ৩৮টি৷ আর ১০ নম্বর জার্সি গায়ে তিনি ক্লাবে খেলেন বার্সেলোনার হয়ে৷
ছবি: imagoব্রাজিলেই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন জার্মানির এই ‘মিডফিল্ডার’৷ ১৯ নম্বর জার্সিধারী মারিও গ্যোটৎসে ক্লাব পর্যায়ে খেলেন বায়ার্ন মিউনিখের হয়ে৷
ছবি: DW/J. Weberআইভরি কোস্টের এই ‘স্ট্রাইকার’-এর বয়স এখন ৩৬৷ খুব সম্ভবত ব্রাজিল বিশ্বকাপই হবে দিদিয়ে দ্রগবার তৃতীয় এবং শেষ বিশ্বকাপ৷ তুরস্কের দল গালাতাসারাই ইস্তানবুলের এই খেলোয়ার মাঠে নামেন ১১ নম্বর জার্সি গায়ে৷
ছবি: Stan Honda/AFP/Getty Imagesফ্রান্স দলের এই মিডফিল্ডার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এবারই প্রথম৷ ইয়োহান ক্যাবাই (বাঁয়ে) ক্লাবে খেলেন প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে৷ তার জার্সি নম্বর ৬৷
ছবি: Sascha Schuermann/AFP/Getty Images নিজেদের প্রথম ম্যাচে ক্যমেরুনকে ১-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস বেশ বাড়িয়ে নিয়েছে মেক্সিকানরা৷ অন্যদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ব্রাজিল প্রত্যাশার আকাশ ছুঁতে পারেনি৷ সে রকম পারফরম্যান্স দিয়ে যে মেক্সিকোকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখা কঠিন, তা কোচ ফেলিপে স্কোলারিও নিশ্চয়ই জানেন৷
ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো স্কোলারি নিশ্চয়ই এ ম্যাচে শুরু থেকেই দেখতে চাইবেন নেইমার, অস্কার, মার্সেলোদের দাপট৷ ক্রোয়েশিয়ার বিপক্ষে মার্সেলোর আত্মঘাতী গোলের মতো ভুল স্বাগতিকদের সর্বনাশ ডেকে আনতে পারে৷
ফেবারিট ব্রাজিল আবার মাঠে নামছে বলেই দিনের অন্য ম্যাচগুলোর দিকেও নজর রাখতে ভুলবেন না৷ সোমবারই এ আসরে প্রথমবারের মতো মাঠে নামছে গ্রুপ ‘এইচ' -এর চার দল রাশিয়া, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া আর ইরান৷ বাংলাদেশ সময় রাত একটায় ব্রাজিলের মুখোমুখি হচ্ছে মেক্সিকো৷ তার আগে রাত দশটায় বেলজিয়াম-আলজেরিয়া ম্যাচ৷ ভোর চারটায় রাশিয়ার মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া৷
এসিবি/এসবি (ফিফাডটকম, রয়টার্স)