1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাজিল বনাম মেক্সিকো

১৭ জুন ২০১৪

প্রথম ম্যাচের বড় জয় ব্রাজিল ভক্তদের ঠিক তৃপ্তি দিতে পারেনি৷ নেইমারের জোড়া গোল ছিল, ছিল অস্কারের চোখ ধাঁধানো পারফরম্যান্স৷ ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই ম্যাচের আলোচনায় তারপরও গুরুত্ব পেয়েছে রেফারির ‘ভুল’৷

প্রথম ম্যাচে গোল করার পর নেইমারের উৎসবছবি: Reuters

মেক্সিকোর বিপক্ষে কিন্তু ইতিহাসই ব্রাজিলের পক্ষে৷

ইতিহাস বলতে বিশ্বকাপে দু দলের মুখোমুখি হওয়ার ইতিহাস৷ বিশ্বকাপে এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-মেক্সিকো৷ তিনবারই জয় হয়েছে সাম্বা ফুটবলের৷ মেক্সিকো শুধু হারেইনি, তিন ম্যাচে গোল হজম করেছে ১১টি, একটা গোলও করতে পারেনি!

অবশ্য ইতিহাসটা খুব পুরোনো৷ ১৯৫০, ১৯৫৪ আর ১৯৬২ – বিশ্বকাপের এই তিন আসরে মেক্সিকোকে সামনে পেয়েছিল ব্রাজিল৷ প্রথম বার ৪-০, দ্বিতীয় বার ৫-০ আর ৫২ বছর আগে সর্বশেষ বার ২-০ গোলে জিতেছিল পাঁচ বারের চ্যাম্পিয়নরা৷কিন্তু বিশ্বকাপে নিজেদের সর্বশেষ দেখার পর ফুটবলে ব্রাজিল অনেক এগিয়েছে, মেক্সিকোও পিছনে হাঁটেনি৷ ফুটবলের সেরা আসরের বাইরে ব্রাজিলকে হারানোর অভিজ্ঞতাও তাদের আছে৷ মঙ্গলবার গ্রুপ ‘এ'-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে কি আবার ‘ব্রাজিল-বধ' করতে চলেছে মেক্সিকো?

নিজেদের প্রথম ম্যাচে ক্যমেরুনকে ১-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস বেশ বাড়িয়ে নিয়েছে মেক্সিকানরা৷ অন্যদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ব্রাজিল প্রত্যাশার আকাশ ছুঁতে পারেনি৷ সে রকম পারফরম্যান্স দিয়ে যে মেক্সিকোকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখা কঠিন, তা কোচ ফেলিপে স্কোলারিও নিশ্চয়ই জানেন৷

ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো স্কোলারি নিশ্চয়ই এ ম্যাচে শুরু থেকেই দেখতে চাইবেন নেইমার, অস্কার, মার্সেলোদের দাপট৷ ক্রোয়েশিয়ার বিপক্ষে মার্সেলোর আত্মঘাতী গোলের মতো ভুল স্বাগতিকদের সর্বনাশ ডেকে আনতে পারে৷

ফেবারিট ব্রাজিল আবার মাঠে নামছে বলেই দিনের অন্য ম্যাচগুলোর দিকেও নজর রাখতে ভুলবেন না৷ সোমবারই এ আসরে প্রথমবারের মতো মাঠে নামছে গ্রুপ ‘এইচ' -এর চার দল রাশিয়া, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া আর ইরান৷ বাংলাদেশ সময় রাত একটায় ব্রাজিলের মুখোমুখি হচ্ছে মেক্সিকো৷ তার আগে রাত দশটায় বেলজিয়াম-আলজেরিয়া ম্যাচ৷ ভোর চারটায় রাশিয়ার মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া৷

এসিবি/এসবি (ফিফাডটকম, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ