ট্রাকে ৩৩জন অভিবাসী ছিলেন। তার মধ্যে ছয়জন মারা গেছেন, ১০জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
এই অভিবাসীরা মিশর, নেপাল, কিউবা, পাকিস্তান ও ভারত থেকে গেছিলেন। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাকটি একটি সামরিক প্রহরা বলয়কে এড়িয়ে পালিয়ে যেতে চাইছিল। তখন সেনা গুলি চালায়।
যারা মারা গেছেন তারা কোন দেশের মানুষ তা এখনো জানা যায়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে।
জাতিসংঘের অভিবাসন সংস্থা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, অভিবাসীদের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাই আইনি পথে অভিবাসনের আবেদন করা উচিত। আইনি পথে যাতায়াত করা উচিত। তাহলে এই ধরনের ঘটনা এড়ানো যাবে।
কেন সেনা গুলি চালালো?
হুইক্সটলা শহরে এই ঘটনা ঘটেছে। এখান দিয়ে অভিবাসীরা যুক্তরাষ্ট্রের দিকে যেতে পছন্দ করে। কারণ, এই রাস্তায় গাড়ির সংখ্যা খুব বেশি থাকে। তার মধ্যে অভিবাসীদের গাড়ি চিহ্নিত করে ধরা সহজ নয়।
যুক্তরাষ্ট্রে যেতে আঁধার রাতে নদী পাড়ি
রাতের আধারে রিও গ্রান্ডে নদী পার হয়ে অনেক অভিবাসী মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন৷ রয়টার্সের আলোকচিত্রি আদ্রিস লতিফ ক্যামেরাবন্দি করেছেন সেখানকার পরিস্থিতি৷
ছবি: Adrees Latif/REUTERS
ভেলায় করে রিও গ্রান্ডে পার হচ্ছেন অভিবাসীরা
কেন্দ্রীয় এবং দক্ষিণ অ্যামেরিকা থেকে আসা অভিবাসীদের ভেলায় ভাসিয়ে মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাচ্ছেন মানবপাচারকারীরা৷ এভাবে রিও গ্রান্ডে নদী পার হয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় টেক্সাসে৷
ছবি: Adrees Latif/REUTERS
মা-ছেলে দুজনই অপ্রাপ্তবয়স্ক
হন্ডুরাসের ১৭ বছর বয়সি অভিভাবকহীন এঞ্জির সঙ্গে রয়েছে তার তিন বছর বয়সি ছেলে জেরাডো৷ চাঁদের আলোতে তারা অভিবাসীদের চলার পথ ধরে এগিয়ে চলেছে টেক্সাসের দিকে৷ সামনে কৃষ্ণকালো বন দেখে মায়ের কাঁধে বসা জেরাডো কিছুক্ষণ পরপরই বলছিল, ‘‘আমার ভয় করছে, এঞ্জি৷’’
ছবি: Adrees Latif/REUTERS
পথ দেখাচ্ছে ন্যাশনাল গার্ড
কেন্দ্রীয় এবং দক্ষিণ আমেরিকা থেকে আসা একদল আশ্রয়প্রার্থীকে পথ দেখিয়ে এগিয়ে নেয়ার জন্য প্রস্তুত হচ্ছেন টেক্সাস আর্মি ন্যাশনাল গার্ডের এক সদস্য৷
ছবি: Adrees Latif/REUTERS
অভিভাবকহীন শিশু অনেক
রিও গ্রান্ডে পার হয়ে টেক্সাসে প্রবেশ করা একদল অভিবাসীর সঙ্গে অভিভাবকহীন মেয়ে শিশুকে দেখা যাচ্ছে৷ এরকম অনেক শিশু আশ্রয়প্রার্থী হিসেবে টেক্সাসে প্রবেশ করছে৷
ছবি: Adrees Latif/REUTERS
সীমান্তরক্ষীর কাছে ধরা
মেক্সিকো থেকে রিও গ্রান্ডি নদী পার হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে পৌঁছানো একদল আশ্রয়প্রার্থীর দিকে লাইট ধরেছেন এক সীমান্তরক্ষী৷
ছবি: Adrees Latif/REUTERS
চন্দ্রগ্রহণের মাঝেই চলাচল
চন্দ্রগ্রহণের মাঝেই মেক্সিকো থেকে টেক্সাসে প্রবেশ করা একদল শিশু আশ্রয়প্রার্থীকে মোবাইল ব্যবহার করতে দেখা যাচ্ছে৷
ছবি: Adrees Latif/REUTERS
শিশুদের পাশে ন্যাশনাল গার্ড
এল সালভাদোরের তিন বছর বয়সি আশ্রয়প্রার্থী ড্যানেয়েলাকে বহন করতে সহায়তা করছেন টেক্সাস আর্মি ন্যাশনাল গার্ডের এক সদস্য৷
ছবি: Adrees Latif/REUTERS
অভিভাবকহীন ডেরি
হন্ডুরাস থেকে আসা ১৬ বছর বয়সি ডেরির সঙ্গে কোনো অভিভাবক নেই৷ রিও গ্রান্ডে নদী পার হয়ে টেক্সাসে প্রবেশের পর অন্যত্র যাওয়ার অপেক্ষায় আছেন তিনি৷
ছবি: Adrees Latif/REUTERS
আশ্রয়প্রার্থীদের অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে
রিও গ্রান্ডে নদী পাড়ি দিয়ে মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে প্রবেশ করা একদল আশ্রয়প্রার্থীকে বাসে করে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে৷
ছবি: Adrees Latif/REUTERS
9 ছবি1 | 9
ওখানকার অপরাধী গোষ্ঠীগুলি যে ধরনের গাড়ি ব্যবহার করে, সেরকমই দুইটি গাড়ি ট্রাকের পিছনে ছিল।
সেনার দাবি, তারা বিস্ফোরণের শব্দ পায়, তাই তারা গুলি চালিয়েছিল। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুইজনের মৃত্যু হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যে দুইজন সেনা গুলি চালিয়েছিল, তাদের ওই শিবির থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাদের সামরিক আদালতে বিচার হতে পারে।
২০২১ সালে মেক্সিকোর ন্যাশনাল গার্ড একই জায়গায় গুলি চালিয়েছিল এবং তাতে একজন অভিবাসীর মৃত্যু হয়।
মেক্সিকোর উপর যুক্তরাষ্ট্রের চাপ
সীমান্তে যাতে বেশি অভিবাসী না আসে, সেজন্য যুক্তরাষ্ট্র মেক্সিকোকে প্রবল চাপ দেয়।
অভিবাসীরা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করে। তারা মূলত আর্থিক দুরবস্থা ও সহিংসতার হাত থেকে বাঁচার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চায়। তবে যুক্তরাষ্ট্র এখন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। এখন সেখানে অভিবাসীদের প্রবেশের সংখ্যা কিছুটা কমেছে।