রেললাইনের ধারে পাওয়া গেল এক সাংবাদিকের মাথাহীন লাশ৷ এই খুন নতুন করে আলোচনায় আনছে মেক্সিকোতে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার প্রশ্ন৷
বিজ্ঞাপন
ইউলিও ভালদিভিয়া ‘এল মুন্দো দে ভেরাক্রুজ’ পত্রিকায় নিয়মিত অপরাধ বিষয়ক প্রতিবেদন লিখতেন৷ তাঁর বেশিরভাগ প্রতিবেদনেই থাকতো ভেরাক্রুজ রাজ্যে বিভিন্ন অপরাধচক্রের সক্রিয়তার কথা৷ এই ধরনের সাংবাদিকতাকে স্থানীয়রা ‘নোতা রোহা’ সাংবাদিকতা বলে জানেন৷ স্প্যানিশ ভাষায় ‘নোতা রোহা’র অর্থ লাল নোট, যা এই অঞ্চলের অবৈধ অর্থের লেনদেন ও খুনোখুনির সংস্কৃতির ইঙ্গিত দেয়৷
বুধবার ভেরাক্রুজ রাজ্যের ছোট শহর টেজোনাপার একটি রেল লাইনের ধারে ভালদিভিয়ার মস্তিষ্কবিহীন লাশ পাওয়া যায়৷
এল মুন্দো পত্রিকার এক কর্মচারী বলেন, প্রাথমিকভাবে ট্রেনের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে ভালদিভিয়ার, এমন ধারণা করা হলেও পরে অন্য তথ্য জানা যায়৷
মেক্সিকোতে সাংবাদিকদের নিরাপত্তাহীনতা
ভালদিভিয়ার মৃত্যু চলতি বছরে চতুর্থ সাংবাদিক হত্যার ঘটনা, জানাচ্ছে এল ইউনিভার্সাল ও অন্যান্য স্থানীয় সংবাদসংস্থা৷ রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তথ্য অনুযায়ী, ২০২০ সালে মেক্সিকোতে এটি পঞ্চম সাংবাদিক হত্যা৷ কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে সারা বিশ্বে খুন হওয়া মোট সাংবাদিকের অর্ধেকই ছিলেন মেক্সিকোর৷
ভেরাক্রুজ মেক্সিকোর সবচেয়ে বিপজ্জনক অঞ্চলগুলোর অন্যতম৷ মাদকব্যবসা রমরমিয়ে চলার পাশাপাশি সেখানে একাধিক অপরাধচক্র সক্রিয় রয়েছে বলে জানা যায়৷
মেক্সিকোর ‘কমিশন ফর দ্য অ্যাটেনশন অ্যান্ড প্রোটেকশান অফ জার্নালিস্টস’এর সাথে যুক্ত আনা পেরেজ ভালদিভিয়ার কাজের ঝুঁকির কথা মেনে বলেন, ‘‘তিনি (ভালদিভিয়া) এমন একটি জটিল জায়গায় কাজ করতেন যেখানে বেশ কিছু অপরাধচক্র রয়েছে৷ আমাদের খতিয়ে দেখতে হবে যে, তিনি এমন কোনো বিষয়ে অনুসন্ধান চালাচ্ছিলেন কিনা, যা এই সব গোষ্ঠীর রোষের কারণ হতে পারে৷’’
এসএস/এসিবি (রয়টার্স, এপি)
২০১৮ সালের অক্টোবরের ছবিঘরটি দেখুন...
অনুসন্ধানী সাংবাদিকদের ঝুঁকিপূর্ণ জীবন
চলতি বছর এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৭৩ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী মারা গেছেন৷ অনুসন্ধানী সাংবাদিকতা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে৷
ছবি: Getty Images/C. McGrath
ভিক্টোরিয়া মারিনোভা, বুলগেরিয়া
৩০ বছর বয়সি এই টিভি উপস্থাপক সম্প্রতি অনুসন্ধানী সাংবাদিকদের নিয়ে টেলিভিশনে একটি অনুষ্ঠান করেছিলেন৷ ইউরোপীয় ইউনিয়নের তহবিল নিয়ে দুর্নীতির তদন্ত করছিলেন ঐ সাংবাদিকরা৷ সম্প্রতি মারিনোভাকে হত্যা করা হয়েছে৷
ছবি: BGNES
জামাল খাশগজি, সৌদি আরব
আল-আরব নিউজ চ্যানেলের সাবেক প্রধান সম্পাদক ও ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট খাশগজি তুরস্কের সৌদি দূতাবাসে যাওয়ার পর থেকে নিখোঁজ৷ নিখোঁজ হওয়ার আগে তিনি সৌদি কর্তৃপক্ষ তাঁকে মেরে ফেলতে পারে বলে আশংকা প্রকাশ করেছিলেন৷
ছবি: Reuters/Middle East Monitor
ইয়ান কুচিয়াক, স্লোভাকিয়া
সরকারের সঙ্গে ইটালির মাফিয়াদের সম্পর্ক নিয়ে তদন্ত করছিলেন স্লোভাকিয়ার এই অনুসন্ধানী সাংবাদিক৷ গত ফেব্রুয়ারিতে তাঁকে তাঁর বান্ধবীসহ হত্যা করা হয়৷ সাবেক এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তাঁকে হত্যা করার অভিযোগ উঠেছে৷ কুচিয়াক হত্যার পর বিক্ষোভ ছড়িয়ে পড়লে পদত্যাগে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী৷
ছবি: picture-alliance/AP Photo/D. Voijnovic
মারিয়ো গোমেজ, মেক্সিকো
সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে কাজ শুরুর পর থেকেই হত্যার হুমকি পাচ্ছিলেন গোমেজ৷ সেপ্টেম্বরে নিজের ঘর থেকে বের হওয়ার পর সশস্ত্রদের গুলিতে প্রাণ হারান ৩৫ বছর বয়সি এই সাংবাদিক৷ চলতি বছরে এখন পর্যন্ত মেক্সিকোয় ১০ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে৷
ছবি: Getty Images/AFP/Y. Cortez
সামিম ফারামারাজ ও রমিজ আহমাদি, আফগানিস্তান
সেপ্টেম্বরে কাবুলে একটি বিস্ফোরণের পর সেখান থেকে লাইভ করছিলেন সামিম ফারামারাজ৷ ক্যামেরায় ছিলেন রমিজ আহমাদি৷ লাইভ শেষ করছিলেন এমন সময় কয়েক মিটার দূরে আরেকটি বিস্ফোরণ হলে প্রাণ হারান এই দুই গণমাধ্যমকর্মী৷
ছবি: Getty Images/AFP/S. Marai
মার্লোন ডি কারভালু আরায়ুজু, ব্রাজিল
দেশটির বাহিয়া আঞ্চলিক প্রশাসনের বিভিন্ন স্তরের দুর্নীতি প্রকাশ করেছিলেন এই সাংবাদিক৷ গত আগস্টের এক ভোরে তাঁর বাড়িতে সশস্ত্র কয়েকজন ঢুকে তাঁকে গুলি করে হত্যা করেন৷
ছবি: Getty Images/AFP/E. Sa
সুজাত বুখারি, কাশ্মীর
জুনে শ্রীনগরে তাঁর সংবাদপত্র অফিসের বাইরে গুলি করে হত্যা করা হয়৷ কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি শান্তিপূর্ণ সমাধান চাইতেন ডয়চে ভেলের এই কন্ট্রিবিউটর৷
ছবি: twitter.com/bukharishujaat
দ্য ক্যাপিটাল, যুক্তরাষ্ট্র
গত জুনে এই সংবাদপত্র অফিসে গুলি করে সম্পাদক ওয়েন্ডি উইন্টার্স, তাঁর সহকারী রবার্ট হিয়াসেন, লেখক জেরাল্ড ফিশম্যান, সাংবাদিক জন ম্যাকনামারা ও বিক্রয় সহকারী রেবেকা স্মিথকে হত্যা করা হয়৷ হত্যার দায়ে যাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ব্যক্তি ঐ পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন৷