1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেক্সিকোর চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেছে ‘ডি ফ্রেমডে’

৮ আগস্ট ২০১০

বলুনতো এবার মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত জার্মান চলচ্চিত্র উৎসবে কোন ছবিটি সবার নজর কেড়েছে? চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেই সবার নজর কাড়ে জার্মান ছবি ‘ডি ফ্রেমডে’৷

মেক্সিকো, চলচ্চিত্র উৎসব, ‘ডি ফ্রেমডে’, German Film, Mexico, Festival, Die Fremde

নারীর প্রতি সহিংসতা বিরোধী এই ছবিটি প্রদর্শনের সময় দর্শকদের মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়৷ পরিচালক ফেও আল্ডাগের ছবিটি দেখেন প্রায় ১ হাজার দর্শক৷ বাস্তবিকভাবেই ছবিটি যেন দর্শকদের টেনে নিয়ে যায় ছবির তরুণী মেয়ে এবং তার পরিবারের কাছে৷ যারা বাস করেন জার্মানিতে৷ তবে তুরস্কের ঐতিহ্যবাহী প্রাচীন রীতির কারণে পরিবার এবং পরিবারের এই যুগের সদস্যরা অনেক ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন৷ রয়েছেন চাপের মধ্যে৷

মেক্সিকোর জাতীয় চলচ্চিত্র আর্কাইভের পরিচালক এবং উৎসবের সহ-ব্যবস্থাপক পলা আস্টর্গা বলেন, এটি আমাদের জন্যে এক সম্মানের ব্যাপার৷ ছবিটি জনগণের আলোচনার খুব বড় বিষয় না হলেও, মেক্সিকোতে ‘ডি ফ্রেমডে' এক উত্তপ্ত আলোচনার বিষয়ে পরিণত হয়েছে৷ জার্মান এই ছবিটি আসলে দর্শকদের মধ্যে আবেগ সৃষ্টি করেছে৷ যেখানে দেখানো হয়েছে, জার্মানিতে বসবাসরত অভিবাসী তুর্কি সম্প্রদায় অভ্যন্তরীণ সহিংসতার মোকাবেলা করছে৷ দেখানো হয়েছে খোলামেলা হবার জন্যে তাদেরকে প্ররোচিত করা হয়৷

জার্মান চলচ্চিত্র উৎসবে ফিকশন এবং ডকুমেন্টারিও প্রদর্শিত হচ্ছে৷ রয়েছে ফাতিহ আকিন-এর ছবি৷ নানা পুরস্কারপ্রাপ্ত এই পরিচালককে নতুন জার্মান সিনেমার প্রতীক হিসেবে গণ্য করা হয়৷ মিশায়েল হেনেকে'র ছবি ‘ডাজ ভাইসে বান্ড' এবং আন্দ্রেয়াজ ড্রেজেন এর ‘হুইস্কি মিট ভোদকা'সহ রয়েছে আরো অনেকগুলো বিখ্যাত ছবি৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ