1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেক্সিকোয় সেতু ধসে নিহত অন্তত ২৩

৪ মে ২০২১

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে মেট্রো রেলের সেতু ধসে পড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জনেরও বেশি মানুষ৷

মেক্সিকোতে দুর্ঘটনা
ছবি: Luis Cortes/REUTERS

সোমবার রাতে একটি ট্রেনসহ ধসে পড়ে মেট্রো রেলের সেতুর একটি অংশ৷ আহতদের মধ্যে অন্তত ৪৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা৷ তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে৷

নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ক্লাউডিয়া শাইনবাউম৷ নীচে গাড়ি চলাচলের রাস্তা থেকে পাঁচ মিটার ওপরে ছিল মেট্রো রেলের সেতুটি৷ ব্রিজের ভাঙা অংশের নীচে রেলের বগি চাপা পড়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ৷ ঘটনাস্থল পরিদর্শনের পর এক টুইটে জানানো হয়, ‘‘দমকল বাহিনী, নিরাপত্তা বাহিনী কাজ করছে৷ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে৷ দ্রুতই আমরা আরো তথ্য জানাবো৷’’

শাইনবাউম সাংবাদিকদের জানিয়েছেন, সেতুর একটি কলাম দুর্বল হয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে৷ সোমবার স্থানীয় সময় রাত সাড়ে তিনটার দিকে সেতুটি ভেঙে পড়ে৷ ট্রেনটি ওলিভোস স্টেশন থেকে টাসেনকো স্টেশনে যাচ্ছিলো৷

অনিয়মের অভিযোগ

মেক্সিকো সিটির ১২ নং লাইনে এই দুর্ঘটনা ঘটেছে৷ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, এই লাইনের নির্মাণ কাজ নিয়ে শুরু থেকেই বেশ কিছু দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ রয়েছে৷ শহরের ১২টি মেট্রো লাইনের মধ্যে এই লাইনটিই সবচেয়ে নতুন৷ ২০১২ সালে এই লাইন চলাচলের জন্য খুলে দেয়া হয়৷

১২ নম্বর লাইনের নির্মাণ কাজ চলার সময় মেক্সিকো সিটির মেয়র ছিলেন মেক্সিকোর বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্দ৷ এক টুইটে তিনি বলেছেন, ‘‘আজ যা ঘটেছে, সেটা একটা ভয়ানক ট্র্যাজেডি৷ ঘটনায় হতাহত ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি৷ অবশ্যই এর জন্য কারা দায়ী তা তদন্ত করা হবে৷ কর্তৃপক্ষকে যে-কোনো ধরনের সহযোগিতার জন্য আমি প্রস্তুত৷’’

মেক্সিকো সিটির মেট্রো রেল বিশ্বের বৃহত্তম এবং ব্যস্ততম মেট্রো রেলগুলোর একটি৷ সাম্প্রতিক বছরগুলোতে এ নিয়ে তিনটি বড় ধরনের দুর্ঘটনার শিকার হলো এই মেট্রো রেলসেবা৷ গত বছর তাকুবায়া রেল স্টেশনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একজন মারা যান, ৪১ জন আহত হন, ২০১৫ সালে ওশেনিয়া স্টেশনে অন্য একটি দুর্ঘটনায় আহত হয়েছিলেন ১২ জন৷ তবে এখন হতাহতের হিসাবে এখন পর্যন্ত এটিই মেক্সিকো মেট্রো রেলের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা৷

এডিকে/এসিবি (এএফপি, রয়টার্স, এপি, ইএফই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ