1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেঘকে জিজ্ঞাসাবাদ ‘অবৈধ'

১৬ নভেম্বর ২০১২

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি না হওয়ায় নিন্দা জানিয়েছে ‘রিপোটার্স উইদাউট বর্ডার্স'৷ শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি ঐ দম্পতির ছয় বছরের ছেলে মেঘকে জিজ্ঞাসাবাদ করা ‘অবৈধ' ও ‘অমানবিক' বলে মন্তব্য করেছে৷

ছবি: DW

বিবৃতিতে অবিলম্বে মেঘকে জিজ্ঞাসাবাদ বন্ধ করার আহ্বান জানিয়েছে রিপোটার্স উইদাউট বর্ডার্স৷ ঐ দম্পতির পরিবারের সদস্যরা ব়্যাবের এই জিজ্ঞাসাবাদকে এক ধরণের শাস্তি বলে মনে করছে, মন্তব্য ফ্রান্স ভিত্তিক সংস্থাটির৷

‘‘ছয় বছরের একটি ছেলে, যে ইতিমধ্যেই তার বাবা-মা'র হত্যার ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, তাকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করে যাওয়া অবৈধ ও অমানবিক একটা কাজ,'' বলছে রিপোটার্স উইদাউট বর্ডার্স৷

অবিলম্বে এই ধরণের তদন্তে হস্তক্ষেপ করতে এবং তা বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি৷ তাদের মতে, ব়্যাবকে এই মামলার দায়িত্ব দেয়া ঠিক হয়নি৷ এর জন্য শুরু থেকেই একটা বিশেষ তদন্ত কমিশন গঠন করা উচিত ছিল৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রিপোটার্স উইদাউট বর্ডার্স বলেছে, ‘‘আপনি ঠিকই বলেছেন যে, সরকারের পক্ষে প্রত্যেক বেডরুমের সামনে একজন করে নিরাপত্তা প্রহরী দেয়া সম্ভব নয়৷ কিন্তু প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দেয়া আপনার দায়িত্ব৷''

সাংবাদিক ও ব্লগার আবু সুফিয়ান রিপোটার্স উইদাউট বর্ডার্সকে ইমেলে জানিয়েছেন, ‘‘ব়্যাবের সদর দপ্তরে মানসিকভাবে বিপর্যস্ত একটা শিশুকে তদন্তের হাতিয়ার হিসেবে ব্যবহার করার ঘটনায় পুরো জাতি বিস্মিত৷ টিভি ক্যামেরার সামনে কালো পোশাক পরে ব়্যাব তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং এটাকে তদন্তের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে – যা ঐ শিশুটির অধিকারের লঙ্ঘন৷''

মেঘের মামা জানিয়েছেন, গত ৩১ অক্টোবর মেঘকে উত্তরায় ব়্যাবের সদর দপ্তরে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়৷ যদিও সে কোনো প্রশ্নের উত্তর দিতে সমর্থ হয়নি৷ মেঘের চিকিৎসকরা জানিয়েছেন যে, এভাবে বারংবার জিজ্ঞাসাবাদ মেঘের জন্য মনস্তাত্ত্বিক ও দৈহিক সমস্যার কারণ হতে পারে৷

তবে ব়্যাবের মুখপাত্র একে তদন্ত বলতে রাজি নন৷ তিনি বলছেন, মেঘ এর আগেও ব়্যাব সদর দপ্তরে গিয়েছে এবং জিজ্ঞাসাবাদের সময় তার মামা উপস্থিত ছিলেন৷ তবে মেঘের মামা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় মেঘ বেশ কয়েকবার রাগ প্রকাশ করেছে৷

জেডএইচ / এসবি (আরএসএফ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ