মেঘনায় উদ্ধার হওয়া মরদেহ বিভুরঞ্জনের, ধারণা পুলিশ ও স্বজনদের
২২ আগস্ট ২০২৫
আজ শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে গজারিয়ার বলাকির চর এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করেছেন নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠান সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বিকেলে বলাকির চর এলাকার মেঘনা নদীতে লাশটি ভাসছিল। পরে স্থানীয় লোকজন জরুরি সেবা নম্বার ৯৯৯–এর মাধ্যমে তাদেরকে জানান। তারা ঘটনাস্থল গিয়ে বিকেল পৌনে চারটার দিকে লাশটি উদ্ধার করেন। সন্ধ্যার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো।
লাশের ছবি রমনা থানায় পাঠিয়েছেন জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘‘লাশটি নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের বলে তার স্বজনরা ছবি দেখে শনাক্ত করেছেন।’’
সাংবাদিক বিভুরঞ্জন সরকারের শ্যালক দীপঙ্কর সাহা প্রথম আলোকে বলেন, ‘‘লাশটির ছবি আমরা দেখেছি। এটি আমার বোন জামাইয়ের সঙ্গে হুবহু মিলে যায়। লাশ আনার জন্য ইতিমধ্যে আমার ভাগিনা ও বোন জামাইয়ের এক ভাই মুন্সিগঞ্জের দিকে রওনা হয়েছেন।’’
জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকার (৭১) বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। তিনি দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারি সম্পাদক পদে কর্মরত ছিলেন। অন্যান্য দিনের মতো গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে আজকের পত্রিকার কার্যালয়ের (বনশ্রী) উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না।
বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার বাবা নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে গতকাল রাতে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাতে বলা হয়, গতকাল অফিসে যাওয়ার সময় বিভুরঞ্জন সরকার মুঠোফোনটি বাসায় রেখে যান। রাত ৯টার ভেতর তিনি বাসায় না ফিরলে আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করে ছেলে জানতে পারেন যে তিনি (বিভুরঞ্জন সরকার) অফিসে যাননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও বিভুরঞ্জনের সন্ধান পাওয়া যায়নি।
দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক পদে কর্মরত সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার একটি লেখা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মেইল করেন বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায়। পরিবারের সদস্যরা জানান, এরপরই ১০টার দিকে অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি।
এসএস/এসিবি (ডেইলি স্টার, প্রথম আলো)