1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেঘের কোলে উঁকি দিচ্ছে গুগল ল্যাপটপ

১৫ জুন ২০১১

এমন এক ল্যাপটপ, যা থেকেও যেন নেই৷ অর্থাৎ ভেতরটা বলতে গেলে ফাঁপা৷ কিন্তু তা সত্ত্বেও আজ থেকে এমনই এক পণ্য এনে বাজার মাত করতে চলেছে গুগল৷

এবার ‘ক্রোম’ অপারেটিং সিস্টেমের জন্য আসছে আলাদা ল্যাপটপছবি: picture-alliance/ dpa

সত্যি প্রায় ‘খালি' এই ল্যাপট্যাপ কম্পিউটার৷ নেই কোনো সফটওয়্যার বা ফাইল রাখার জায়গা৷ বেশ হাল্কা, যন্ত্রপাতিও যেন কম৷ তাহলে কি লোক ঠকানোর জন্য এমনটা করা হয়েছে? না, একেবারেই না৷ নির্দিষ্ট বোতাম টিপে ইন্টারনেট সংযোগ স্থাপন করুন৷ ব্যাস, পর্দায় ফুটে উঠবে সবকিছু৷ কারণ কম্পিউটার চালাতে যে সফটওয়্যার লাগে, তার সবটাই রয়েছে দূরের কোনো সার্ভারে৷ ‘ক্রোমবুক' নামের এই ল্যাপটপ একারণেই অভিনব৷

আজ, অর্থাৎ ১৫ই জুন বাজারে আসছে ‘ক্রোমবুক'৷ উইন্ডোস অপারেটিং সিস্টেম থাকলে কম্পিউটার চালু হতে কত সময় লাগে, তা ভুক্তভোগীরা বিলক্ষণ জানেন৷ কিন্তু গুগল'এর তৈরি ক্রোমবুক প্রায় চোখের নিমেষে প্রস্তুত হয়ে যায়৷ একেবারে প্রথম বার শুধু গুগল অ্যাকাউন্টে লগ-ইন করতে হয়৷ তার পর থেকে বড়জোর ১০ সেকেন্ডের মধ্যে চালু হয়ে যায় ল্যাপটপ৷ তার মধ্যে রয়েছে শুধু হাল্কা একটি অপারেটিং সিস্টেম ও একটি ব্রাউজার৷ বাকি সব সফটওয়্যার ও ফাইল থাকছে গুগল'এরই সার্ভারে৷ ‘ক্লাউড কম্পিউটিং'এর প্রবণতাকে এমনই এক স্তরে নিয়ে গেছে গুগল৷ এভাবে কম্পিউটারের শক্তি বাঁচিয়ে কম্পিউটার চালাবার জন্য প্রয়োজনীয় সব শক্তিই থাকছে দূরে কোথাও৷ ফলে ব্যবহারকারী নিশ্চিন্তে কাজ করতে পারবেন৷ আচমকা থমকে যাওয়া বা সবকিছু ‘ক্র্যাশ' করার আশঙ্কা আর থাকবে না৷

এর আগে ট্যাবলেট পিসি এনেছিল গুগলছবি: The Chromium Authors

‘ক্রোমবুক' গুগল'এর হলেও সফটওয়্যার'এর ক্ষেত্রে কিন্তু কোনো একচেটিয়া অধিকার রাখেনি এই সংস্থা৷ বাকিরাও সহজেই এমন সার্ভার-ভিত্তিক সফটওয়্যার সরবরাহ করতে পারে৷ যেমন তৈরি হয়ে গেছে মাইক্রোসফট ওয়ার্ড'এর এরকম এক ‘মেঘ সংস্করণ'৷

কিন্তু মেঘের কোলে সব সহায়-সম্বল রেখে কি একেবারেই নিশ্চিন্ত থাকা যায়? যদি ফাইল হারিয়ে যায়, যদি কেউ লুকিয়ে আমার ফাইলপত্র পড়ে ফেলে? এমন আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না৷ তাই বিশেষজ্ঞদের অভিমত, প্রয়োজনীয় ফাইলের কপি রেখে দিন আর এমন পাসওয়ার্ড ভেবে বার করুন, যা অনুমান করা সত্যি বেশ কঠিন৷ আর হ্যাঁ, মনে রাখবেন আশেপাশে ইন্টারনেট না থাকলে ‘ক্রোমবুক' প্রায় অচল বলা চলে৷ তখন সবকিছু নাগালের বাইরে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ