1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেঘের রহস্য সমাধানের লক্ষ্য বিজ্ঞানীদের

২ মে ২০১৭

মেঘের রহস্য আজও বিজ্ঞানীদের নাগালের বাইরে৷ তার মধ্যে জলীয় বাস্পের ক্রিয়া থেকে শুরু করে সূর্যের আলো ঢেকে দেবার ক্ষমতা সম্পর্কে জানতে অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ করছেন গবেষকরা৷

Antarctic Biennale 2017 | Roter Himmel
ছবি: DW/Sabrina Walker

মেঘ কীভাবে সৃষ্টি হয়? বৃষ্টি কখন হয়? বিজ্ঞানীদের কাছে আকাশ এখনো রহস্যে ভরা৷ আবহাওয়াবিদ প্রো. মানফ্রেড ভেনডিশ বলেন, ‘‘জলবায়ু গবেষণার ক্ষেত্রে মেঘ তৈরির প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিকিরণের প্রক্রিয়া সবচেয়ে অস্পষ্ট৷ ঠিক সে কারণেই এই প্রক্রিয়াগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷’’

কখনোগবেষণাকেন্দ্রটি সরাসরি মেঘে ঢেকে যায়৷ তখন বিজ্ঞানীরা মেঘের সবচেয়ে ক্ষুদ্র উপকরণও শুষে নেন৷ এই গবেষণাগারে সেই পদার্থ বিশ্লেষণ করা হয়৷ সেই তথ্যের ভিত্তিতে জানার চেষ্টা হয়, কীভাবে ও কখন বৃষ্টিভরা মেঘের উৎপত্তি ঘটে এবং মেঘ কীভাবে সূর্যের আলো আটকে দেয় অথবা বদলে দেয়৷ বায়ুমণ্ডল রসায়নবিদ স্টেফান ম্যার্টেস বলেন, ‘‘বায়ুমণ্ডলে বিকিরণের ক্ষমতার উপর মেঘের বড় প্রভাব রয়েছে৷ ফলে জলবায়ুর উপরও তাদের প্রভাব রয়েছে, যদিও তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি৷’’

পরিমাপের বেশিরভাগ যন্ত্র গোটা বছর ২৪ ঘণ্টা ধরে স্বয়ংক্রিয়ভাবে চলে, আবহাওয়া যেমনই হোক না কেন৷ তাই সশরীরে উপস্থিত না থেকেও বিজ্ঞানীরা তথ্য সংগ্রহ করতে পারেন৷

গোটা পাহাড় নিয়েওগবেষণা চলছে৷ সুগস্পিৎসে শৃঙ্গের চুনা পাথর সারা বছরই শীতে জমে থাকে৷ সেই স্থায়ী বরফ পাহাড়টিকে অটুট রাখে৷ অন্তত এখনো পর্যন্ত রেখেছে৷ সেই বরফ গলে গেলে পাহাড় ভঙ্গুর হয়ে ভেঙে পড়তে পারে৷

বিজ্ঞানীরা গোটা বিশ্বে জলবায়ু পরিবর্তনের একটা সার্বিক চিত্র তৈরি করতে চান৷ সর্বাধুনিক পরিমাপ যন্ত্রের সাহায্যে তাঁরা আবহাওয়ার বিবর্তন থেকে শুরু করে জলবায়ুর উপর মানুষের প্রভাব সম্পর্কে জানতে পারছেন৷ অত্যন্ত উন্নত এক লেজারের সাহায্যে মেঘের কণা প্রায় নিখুঁতভাবে পরিমাপ করা হচ্ছে৷ কারণ, মেঘ তার শীতল করার ক্ষমতার সাহায্যে জলবায়ুর উষ্ণায়নের মোকাবিলা করতে পারে৷

ভবিষ্যতে পৃথিবীতে কতটা বৃষ্টি হবে, সেটা জানা গবেষকদের একটা বড় লক্ষ্য৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ