1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেট্রো হামলায় স্তব্ধ মস্কো, সন্ত্রাসবিরোধী লড়াইয়ের অঙ্গীকার

২৯ মার্চ ২০১০

মেট্রো স্টেশনে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৩৮ জন৷ শোকের ছায়া পুরো নগরীতে৷ এদিকে, রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যে কোনো মূল্যে সন্ত্রাস দমন করবে রাশিয়া৷

ছবি: picture-alliance/ dpa

গত ছয় বছরের মধ্যে রুশ রাজধানীতে এটাই সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা৷ সোমবার সকালের ওই দু’টি আলাদা বিস্ফোরণে নিহত হয় অন্ততপক্ষে ৩৮ জন৷ আহতের সংখ্যা প্রায় ৪০ জনের মতো৷ এদিকে, এই হামলার পর রাশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দরসহ সারা দেশের গুরুত্বপূর্ণ সব স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ আরও হামলার আশঙ্কায় কড়া সতর্কতা নেওয়া হয়েছে বিশেষ বিশেষ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানে৷

রাশিয়ার জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সেভেৎলানা চুমিকোভা এক বিবৃতি জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাতটা ৫৭ মিনিটে প্রথম বিস্ফোরণটি ঘটে লুবিয়াঙ্কা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের দ্বিতীয় বগিতে৷ এতে ২৪ জন নিহত এবং ২০ জন আহত হয়৷ এর প্রায় ৪৪ মিনিট পরে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে পার্ক কুলতুরি মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনের দ্বিতীয় বগিতে৷ এই বিস্ফোরণে ১৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়৷ লুবিয়াঙ্কা স্টেশনটি রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সার্ভিস এফএসবি’র সদর দপ্তরের কাছে অবস্থিত৷

ওদিকে, মস্কোর মেয়র ইউরি লুঝকভ বলেছেন, দুই নারী ওই আত্মঘাতী হামলা দু’টি চালিয়েছে বলে ধারণা করছেন নিরাপত্তা কর্মকর্তারা৷ স্থানীয় সংবাদ মাধ্যমও রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা সার্ভিস (এফএসবি)-কে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে৷ তবে, বোমা দু’টি মোবাইল ফোন বা এমন কোনো যন্ত্রের সাহায্য দূর থেকে ফাটানো হয়েছে কি না তা এখনও খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী৷

আত্মঘাতী বোমা হামলার পর প্যানিক সৃষ্টি হয়েছে মস্কোয়ছবি: AP

রাষ্ট্রীয় বার্তা সংস্থা নভোস্তি জানিয়েছে, পার্ক কুলতুরি স্টেশনের ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরেকটি বোমা পাওয়া গেছে৷ এছাড়া আত্মঘাতী হামলাকারী বলে সন্দেহ করা হচ্ছে এমন যে নারীর ছিন্নভিন্ন মাথা এবং অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করা হয়েছে তার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে বলে জানিয়েছে তদন্তকারীরা৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি ছাড়ার কিছুক্ষণ আগে লুবিয়াঙ্কা স্টেশনে ওই বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণের প্রচণ্ড শব্দে মানুষ স্তম্ভিত হয়ে যায় এবং প্রাণভয়ে ছুটে পালানোর চেষ্টা করে৷ যাত্রীরা ট্রেন থেকে নেমে আসে৷ কিন্তু আগুন আর কালো ধোঁয়ার কারণে বাইরে বেরিয়ে আসতে সমস্যায় পড়ে আতঙ্কিত যাত্রীরা৷ মেট্রো স্টেশনের ‘সিসিটিভি' ফুটেজে দেখা গেছে অনেক নিথর দেহ প্ল্যাটফর্মে পড়ে আছে৷ উদ্ধারকর্মীরা রক্তাক্ত এসব দেহ সরিয়ে নেওয়ার নিচ্ছে৷

এর আগে, ২০০৪ সালের ফেব্রুয়ারিতে মস্কোর একটি মেট্রো ট্রেনে আত্মঘাতী হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছিল৷ সেসময়ে চেচেন বিচ্ছিন্নতাবাদীদেরকে ওই হামলার জন্য দায়ী করা হয়েছিল৷

এখন পর্যন্ত কেউই সোমবারের এই হামলার দায়িত্ব স্বীকার না করলেও উত্তর ককেশাসের বিদ্রোহীরা এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন রুশ নিরাপত্তা কর্মকর্তারা৷ অঞ্চলটির মুসলিম বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী দীর্ঘদিন ধরেই লড়াই চালিয়ে আসছে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে৷

প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সোমবার বিকেলে জনসাধারণের উদ্দেশ্যে এক জরুরি ভাষণ দিতে পারেন বলে জানিয়েছে কর্মকর্তারা৷ একইসঙ্গে প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিনকেও পরিস্থিতির সর্বশেষ খোঁজখবর সম্পর্কে অবহিত করা হচ্ছে বলেও জানান নিরাপত্তা কর্মকর্তারা৷ প্রেসিডেন্ট মেদভেদেভ ইতোমধ্যেই এক বিবৃতিতে বলেছেন, ‘‘সন্ত্রাসবাদীদের দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো প্রকার দ্বিধা ছাড়াই শেষ পর্যন্ত তা চলতে থাকবে৷’’

ইউরোপীয় পার্লামেন্ট এবং ন্যাটোসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতৃবৃন্দ ইতোমধ্যেই এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে৷

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ