1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেট্রোর কাজে আবার বাড়িতে ফাটল কলকাতায়

১৪ অক্টোবর ২০২২

মধ্য কলকাতায় একাধিক বাড়িতে ফাটল দেখা গেছে। মেট্রোর কাজের জন্যই ফাটল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কলকাতা মেট্রো
ছবি: Satyajit Shaw/DW

বৃহস্পতিবার গভীর রাত থেকে একের পর এক পুরনো বাড়িতে ফাটল দেখা দিতে শুরু করে বৌবাজার অঞ্চলে। মূলত, মদন দত্ত লেনের বাড়িতে এমন ফাটল দেখা গেছে। আতঙ্কে, বাড়ি ছেড়ে পালাতে শুরু করেন বাসিন্দারা। কারণ, এর আগে, মেট্রোর কাজের জন্য বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল এই গলির পাশের রাস্তা দুর্গা পিতুরি লেনে। বাসিন্দাদের অভিযোগ, বার বার এমন ঘটনা ঘটা সত্ত্বেও যথেষ্ট সতর্ক হচ্ছেন না মেট্রো রেল কর্তৃপক্ষ

বাড়িতে ফাটলছবি: Satyajit Shaw/DW

বস্তুত, শুক্রবার সকালে মেট্রোর কর্মকর্তারা সেখানে পৌঁছালে, তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। মেট্রোরেল কর্তৃপক্ষকে প্রাথমিকভাবে এলাকায় ঢুকতেও দেওয়া হচ্ছিল না। ফলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ঘটনাস্থলে।

কলকাতার সবচেয়ে পুরনো এলাকাগুলির অন্যতম বৌবাজার অঞ্চল। শতাব্দীপ্রাচীন বাড়িতে ভরা। বহু বাড়ি ইদানীং ভালোভাবে রক্ষাণাবেক্ষণও হয় না। আর তারই তলা দিয়ে সুড়ঙ্গ তৈরি করে চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রো সম্প্রসারণের কাজ।

বাড়িতে ফাটলছবি: Satyajit Shaw/DW

২০১৯ সালের ৩১ অগাস্ট ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলার সময় এই অঞ্চলে একাধিক বাড়ি ভেঙে পড়েছিল। সেই প্রথম ওই এলাকায় মেট্রোর কাজে বিভ্রাট ঘটে। আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। এরপর গত ১১ মে ফের ওই অঞ্চলে বাড়িতে ফাটল দেখা যায়। এদিন আবার সেই ঘটনা ঘটল।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও মেট্রোর সুড়ঙ্গ তৈরির উপদেষ্টা সোমনাথ ঘোষ ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''প্রথমবার বাড়ি ভেঙে পড়ার পর ওই জায়গায় বহু পরীক্ষা হয়েছে। জলস্তর এবং মাটির পরীক্ষা হয়েছে। এরপর একটি বিশেষ ধরনের সুড়ঙ্গ তৈরির সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তারপরেও বাড়িতে ফাটল দেখা যাচ্ছে। কাজ কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা দরকার।'' অধ্যাপক ঘোষের বক্তব্য, ওই অঞ্চলে সুড়ঙ্গ তৈরি খুবই বিপজ্জনক বিষয়।

কেএমআরসিএলের ম্যানেজিং ডিরেক্টর সি এন ঝা বলেছেন, শিয়ালদহের দিকে মেট্রোর লাইনে ক্রস প্যাসেজে কাজ চলাকালীন রাত ৩টে নাগাদ সেখান থেকে জল বার হতে শুরু করে। এরপরেই উপরে পাঁচ-ছয়টি বাড়িতে ফাটল দেখা দেয়।

আক্রান্ত বাড়ির বাসিন্দাদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। অনেকেই জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে পড়েছেন। এর আগে দুর্গা পিতুলি লেনে যাদের বাড়িতে ফাটল ধরা পড়েছিল, তাদের ভাড়া বাড়িতে পাঠিয়েছে মেট্রো। দোকানের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। কিন্তু এদিন যাদের বাড়ি ভেঙেছে, তাদের বক্তব্য, উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করছে না মেট্রো। এক আক্রান্ত ডয়চে ভেলেকে বলেছেন, ''শতাব্দীপ্রাচীন বাড়ি। রাতারাতি জিনিসপত্র নিয়ে বাইরে বের হওয়া সম্ভব নয়।'' মেট্রোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন তিনি। অভিযোগ, বাড়ি ধসে যাওয়ার পরেও কেন বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না?

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ