1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার কারাদণ্ড

২৮ জানুয়ারি ২০২২

নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বুধবার জার্মানির এক আদালত ৭৫ বছর বয়সি এক বাবাকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে৷ ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে মেয়েকে ২৭০ বার ধর্ষণের জন্য ঐ বাবাকে দোষী সাব্যস্ত করা হয়৷

ছবি: Britta Schultejans/dpa/picture alliance

যৌন নির্যাতনের শুরু কয়েক দশক আগে হলেও মামলাটি করা হয়েছিল শুধুমাত্র সাম্প্রতিক করা অপরাধ নিয়ে৷

মেয়েটির বর্তমান বয়স ৫৫ বছর৷ সাত বছর বয়স থেকে তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে৷ নব্বইয়ের দশকে তিনি তার বাবার সন্তানের জন্ম দেন৷

তবে ঐ বাবা দাবি করেছেন, তিনি ‘কখনও তাকে ধর্ষণ করেননি'৷ তাদের সম্পর্কে উভয়ের সম্মতি ছিল বলেও দাবি করেন তিনি৷

প্রসিকিউটররা জানান, শিশু হিসেবে নিজ মেয়েকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে হতাশাজনক ও অস্বাভাবিক এক পরিবেশে বন্দি রেখেছিলেন তার বাবা৷ আদালতের রায়ে বিচারক বলেন, ‘‘আপনি আপনার মেয়েকে একটি বদ্ধ অন্ধকার খাঁচায় বন্দি করে রেখেছিলেন৷ আপনি মেয়েটির জীবন নষ্ট করে দিয়েছেন৷’’

প্রসিকিউটররা ১২ বছর কারাদণ্ড আশা করেছিলেন৷ তবে বুধবার দেয়া রায়টি চূড়ান্ত নয়৷

এদিকে জার্মানির প্রচারমাধ্যম বায়ারিশা রুন্ডফুঙ্ক জানিয়েছে, অভিযুক্ত একজন ইটালীয় নাগরিক৷

এনএস/জেডএইচ (ডিপিএ)    

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ