1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেরিল স্ট্রিপ পাচ্ছেন ‘গোল্ডেন বেয়ার’

৩ জানুয়ারি ২০১২

চলচ্চিত্র জগতের শীর্ষ এক নক্ষত্র মেরিল স্ট্রিপকে আগামী মাসে বিশেষভাবে সম্মানিত করা হবে বার্লিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে৷ গোল্ডেন বেয়ার তুলে দেয়া হবে মেরিল স্ট্রিপের হাতে৷ বার্লিন উৎসব কর্তৃপক্ষ এই খবর দিয়েছে৷

Info Lightbox Download Two-time Oscar-winning actress Meryl Streep talks about her role in "...first do no harm," a new movie for television during ABC's part of the Television Critic's Association's winter press tour Wednesday, Jan. 8, 1996, in Pasadena, Calif. Streep portraysa determined mother who sees her four-year-old son's treatment for epilepsy failing and defies conventional wisdom to enroll him in a controversial diet treatment. (AP Photo/Kevork Djansezian)
মেরিল স্ট্রিপছবি: AP

মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ এপর্যন্ত  ১৭বার অস্কার মনোনয়ন পেয়েছেন৷ অস্কার জিতেছেন দু'বার৷ ৬২ বছর বয়সে তিনি অভিনয় করেছেন আরেকটি বহুল আলোচিত ছবি ‘দ্যা আয়রন লেডি'-তে৷ ছবিটি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের জীবন কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি৷

হলিউডের তুখোড় অভিনেত্রী হিসেবে মেরিল স্ট্রিপ নিজেকে পরিচিত করতে সক্ষম হয়েছেন৷ ১৯৭৯ সালের ক্র্যামার ভার্সাস ক্র্যামার তাঁকে প্রথম অস্কার এনে দেয়৷ এরপর ১৯৮২ সালে ‘সোফিস চয়েস', ১৯৮৫ সালে ‘আউট অফ আফ্রিকা', ২০০৪ সালের ‘দ্যা মানচুরিয়ান ক্যান্ডিডেট' এবং ২০০৬ সালের ‘দ্যা ডেভিল ওয়্যার্স প্রাদা' উল্লেখযোগ্য ছবি৷ বলা প্রয়োজন ক্লিন্ট ইস্টউডের সঙ্গে করা ‘দ্যা ব্রিজেস অফ ম্যাডিসন কাউন্টি' যারা দেখেছেন তারা কেউই চোখের জল ধরে রাখতে পারেননি৷

৮২ তম অস্কার পদক বিতরণী অনুষ্ঠানে মেরিল স্ট্রিপছবি: AP

১৪ ই ফেব্রুয়ারি তারিখে মেরিল স্ট্রিপের হাতে গোল্ডেন বেয়ার তুলে দেয়া হবে এবং সেদিনই ‘দ্যা আয়রন লেডি' দেখানো হবে উপস্থিত দর্শকদের৷ বার্লিনালের প্রধান ডিটার কসলিক উচ্ছ্বাসের সঙ্গেই জানান,‘‘মেরিল স্ট্রিপের মত নামকরা এবং জনপ্রিয় অভিনেত্রীকে আমরা কাছে পাবো, তাঁকে পুরস্কৃত করবো – তাই এবারের আয়োজনে আনন্দের মাত্রা একটু বেশি৷ মেরিল স্ট্রিপ অত্যন্ত ট্যালেন্টেড অভিনেত্রী৷ কমেডি থেকে শুরু করে অত্যন্ত সিরিয়াস ধাঁচের ছবিতে তিনি অভিনয় করে তাঁর দক্ষতা প্রমাণ করেছেন৷''

মেরিল স্ট্রিপ ৪০টিরও বেশি  ছবিতে অভিনয় করেছেন৷ ২০০৩ সালে তিনি আরেক ব্রিটিশ অভিনেত্রী জুলিয়ান মুর এবং নিকোল কিডম্যানের সঙ্গে ‘দ্যা আওয়ার্স' ছবিতে অভিনয় করেন৷ ‘দ্যা আয়রন লেডি'-র আগে ২০০৯ সালে তিনি অভিনয় করেছিলেন ‘জুলি এ্যান্ড জুলিয়া' ছবিতে৷ সত্যিকারের কাহিনী অবলম্বেন তৈরি এটিও একটি কমেডি ছবি৷ 

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দু্ল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ