1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মে'র ওপর আস্থা রেখেছে সংসদ

১৩ ডিসেম্বর ২০১৮

৮৩ ভোটে কনজারভেটিভ পার্টির অনাস্থার চ্যালেঞ্জ জিতে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে৷ তবে ব্রেক্সিট চুক্তি নিয়ে বিতর্ক চলছেই৷

Theresa May
ছবি: picture-alliance/empics

ব্রিটিশ সংসদে রক্ষণশীলদের একটি অংশ মঙ্গলবার টেরেসা মে'র নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করায় বুধবার কনজারভেটিভ পার্টির সংসদ সদস্যদের মধ্যে এই ভোটাভুটি হয়৷ ভোটে দেখা যায়, দলটির ৩১৭ জন সংসদ সদস্যের ২০০ জন টেরেসা মে'র প্রধানমন্ত্রিত্বের পক্ষে৷ ১১৭ জন রায় দেন বিপক্ষে৷

আস্থা ভোটে হেরে গেলে টেরেসা মে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতেন৷ শেষ পর্যন্ত মে-বিরোধী শিবিরের আশায় গুঁড়েবালি৷

‘‘এখন আমাদের কাজ হলো, ব্রিটেনের জনগণের জন্য ব্রেক্সিট ও একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেয়া,'' ফল ঘোষণার পর বলেন মে৷

তিনি আরো বলেন, চুক্তিতে নর্দার্ন আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার সীমান্ত খোলা রাখার বিষয়টির যেমন উল্লেখ আছে, তেমনিভাবে বিষয়টি নিষ্পত্তির জন্য ইউরোপের নেতৃবৃন্দের কাছ থেকে আইনি ও রাজনৈতিক সহযোগিতার আশ্বাসের বিষয়টি নিশ্চিত করারও চেষ্টা করবেন তিনি৷

তাঁর দলে চুক্তির কড়া সমালোচকরা সবসময়ই বলে আসছেন যে, এই চুক্তির কারণে অনির্দিষ্টকালের জন্য ইইউ'র নিয়মনীতি মেনে চলতে বাধ্য হবে ব্রিটেন৷ সব মিলিয়ে বৃহস্পতিবারের ব্রাসেলস সম্মেলনের দিকে তাকিয়ে আছেন সবাই৷

এদিকে, ২০২২ সালে অনুষ্ঠেয় নির্বাচনের আগেই প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়ে দিয়েছেন টেরেসা মে৷ তবে তিনি এ যাত্রা অনাস্থা থেকে বেঁচে গেছেন, আগামী বছর ২৯ মার্চ এই চুক্তির ওপর পুরো সংসদের ভোটাভুটি তাঁর পক্ষে যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে

এদিকে, ব্রিটিশ সংসদের এই ভোটাভুটি ইতিবাচক প্রভাব ফেলেছে ইউরোপের শেয়ারবাজারে৷ লন্ডনের এফটিএসই, ফ্রাঙ্কফুর্টের ডাক্স ও প্যারিসের সিএসি ৪০ সবগুলোতেই লেনদেন বেড়েছে৷ পাউন্ডেরও দাম বেড়েছে৷

জেডএ/এসিবি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ