করোনার সংক্রমণ নতুন করে বাড়তে থাকায় মেলবোর্নে স্টেজ ফোর লকডাউন ঘোষণা করল স্থানীয় প্রশাসন।
বিজ্ঞাপন
পূর্ব অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ বর্তমান পরিস্থিতিকে তুলনা করলেন গত বছর ঘটে যাওয়া ভয়াবহ দাবানলের সঙ্গে। মেলবোর্নে নতুন করে কড়া লকডাউনও ঘোষণা করা হয়েছে। কার্ফিউ জারি থাকবে সন্ধে আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত।
গত ছয় সপ্তাহে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে। গত শনিবার থেকে সোমবার পর্যন্ত শুধু মেলবোর্নেই ৬৭১ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে সাত জনের। এখনও পর্যন্ত শুধু মেলবোর্নেই মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৩২২ জন।
করোনায় লাশের মিছিল, জায়গা হচ্ছে না কবরস্থানে
করোনার আঘাতে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি মেক্সিকো৷ নাজেওয়ারকোয়িওটো শহরে মৃত্যুর হার এত বেশি যে স্থানীয় কর্তৃপক্ষ মৃতদের সমাহিত করতে হিমশিম খাচ্ছে৷ জোনাথন আল্পিয়েরি ক্যামেরায় দেখুন বিস্তারিত৷
ছবি: Polaris Images/Jonathan Alpeyrie
মৃতের জন্য আর কোনো জায়গা নেই
নাজেওয়ারকোয়িওটো শহরের কেন্দ্রীয় কবরস্থানে পর্যাপ্ত জায়গা না থাকায় একটির উপর আরেকটি শব রাখা হচ্ছে৷ কিন্তু তারপরও পরিস্থিতি সামলানো যাচ্ছে না৷ তাই নতুন মরদেহ জায়গা দিতে কর্তৃপক্ষ মৃতশিশুসহ অনেকের পুরনো কফিন সরিয়ে ফেলছে৷
ছবি: Polaris Images/Jonathan Alpeyrie
রাস্তায় কফিন
একটি শিশুর কফিন যেটি আগে কবরস্থানে ছিল, সেটিকে এখন রাস্তায় রাখা হয়েছে৷ যদি তার পরিবার মরদেহটি অন্য কোথাও নিতে না চায় তাহলে সেটি বের করে পুড়িয়ে ফেলা হবে৷ আর তখন তার কফিনে নতুন কোন মৃতের জায়গা হবে৷
ছবি: Polaris Images/Jonathan Alpeyrie
করোনা ভাইরাসের কঠিন আঘাত
কোভিড-১৯ এ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি মেক্সিকো৷ সেখানে ৩১ জুলাই অবধি করোনায় মৃতের সংখ্যা ৪৬ হাজার ৬৮৮ জন, আর মোট আক্রান্তের সংখ্যা চার লাখ ২৪ হাজার ৬৩৭ জন৷ নাজেওয়ারকোয়িওটো শহরের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি৷ মেক্সিকোর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই পৌরসভায় প্রতি বর্গকিলোমিটারে ১৫ হাজার মানুষ বাস করেন৷
ছবি: Polaris Images/Jonathan Alpeyrie
মেক্সিকো সিটির পাশে হটস্পট
নাজেওয়ারকোয়িওটো শহরের অবস্থান মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির পাশেই৷ সেখানকার অনেক বাসিন্দা মূলত ছোটখাট ব্যবসা করে জীবন চালান৷ করোনাকালে তাদের পক্ষে জীবন চালিয়ে নেয়া বেশ দুরুহ হয়ে উঠেছে৷
ছবি: Polaris Images/Jonathan Alpeyrie
লকডাউন ‘বেশি তাড়াতাড়ি তুলে নেয়া হয়েছে’
স্বাস্থ্য সচেতনতামূলক বার্তায় ছেয়ে ফেলা হয়েছে নাজেওয়ারকোয়িওটো৷ এই পোস্টারে লেখা হয়েছে, ‘এটাই তোমার শেষ প্রস্থান নয়৷’ তবে নগরবাসীর দাবি শহরটি লকডাউন করা হয়েছে অনেক দেরি করে, আবার সেই লকডাউন খুব দ্রুত তুলেও নেয়া হয়েছে৷ শহরটির মেয়রও বিষয়টি স্বীকার করেছেন৷
ছবি: Polaris Images/Jonathan Alpeyrie
পুড়িয়ে ফেলা হচ্ছে মরদেহ
মানুষ এত দ্রুত মারা যাচ্ছে যে তাদের সমাধিস্থ করা আর সম্ভব হচ্ছে না৷ তাই অনেক মরদেহ এখন পুড়িয়ে ফেলা হচ্ছে৷ নগরে মরদেহ পোড়ানো স্থানের কর্মীরা জানিয়েছেন, প্রতিদিন আটটা বা তারও বেশি মরদেহ পোড়ানো হচ্ছে৷
ছবি: Polaris Images/Jonathan Alpeyrie
হাসপাতালের বদলে ঘরেই থাকছেন আক্রান্তরা
অ্যাম্বুলেন্স আর হাসপাতালে করোনা ভাইরাস বেশ দ্রুত ছড়ায় - এমন ধারণা থেকে অনেক পরিবার তাদের করোনা আক্রান্ত সদস্যদের বাসাতেই রাখছেন৷ মেক্সিকোর স্বাস্থ্য ব্যবস্থার উপর অসন্তোষও বাড়ছে৷
ছবি: Polaris Images/Jonathan Alpeyrie
‘হিট-এন্ড-রান’
গাড়ি দুর্ঘটনায় আহত এই ব্যক্তিকে চিকিৎসার সময় চিকিৎসকরা সন্দেহ করেন তিনি সম্ভবত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ দুর্ঘটনার পর তার পরিবারের সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়৷
ছবি: Polaris Images/Jonathan Alpeyrie
‘হাসপাতাল নয়, ঘরই নিরাপদ’
আহতের পরিবারের সদস্যরা তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে বাধা দেয়৷ বরং গাড়িতে করে বাসায় নিয়ে নিজেরাই তার খেয়াল রাখার সিদ্ধান্ত নেয়৷ এই ঘটনা দেশটির স্বাস্থ্য ব্যবস্থার প্রতি অনাস্থার এক উদাহরণ৷
ছবি: Polaris Images/Jonathan Alpeyrie
9 ছবি1 | 9
সোমবার ভিক্টোরিয়ার প্রধান স্টেজ ফোর লকডাউন জারি করেছেন। এর অর্থ, গোটা দেশ জুড়ে সমস্ত স্কুল-কলেজ নতুন করে বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত ছাত্রছাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি থেকে অনলাইনে ক্লাস করতে। শুধু তাই নয়, মেলবোর্নের সমস্ত নাগরিককে নির্দেশ দেওয়া হয়েছে বাড়িতে থাকার। বাজার করতে গেলেও পাঁচ কিলোমিটারের মধ্যে যেতে হবে। তার বাইরে যাওয়া যাবে না।
মাস দু'য়েক আগে অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছিল। প্রায় সব কিছুই ধীরে ধীরে খুলে দেওয়া হয়েছে। জনজীবন স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তু তার পরেই মেলবোর্নে নতুন করে করোনার প্রকোপ শুরু হয়। ক্রমশ সংক্রমণের সংখ্যা বাড়তে থাকে। সে কথা মাথায় রেখেই নতুন এই সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানিয়েছে প্রশাসন।