1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেলবোর্নে হামলা

৬ জুন ২০১৭

লন্ডনের পরপরই মেলবোর্ন৷ সেখানেও সহিংসতার দায় স্বীকার করলো আইএস৷ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মেলবোর্নের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবেই বিবেচনা করছেন৷

মেলবোর্ন
ছবি: Reuters/AAP/J. Smith

সোমবার অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে এক অ্যাপার্টমেন্ট ব্লক অবরোধ করে এক সশস্ত্র ব্যক্তি৷ সেখানে একজনকে হত্যা করে এক নারীকে পণবন্দি করে হামলাকারী৷ তারপর সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশের সঙ্গে গুলিযুদ্ধ শুরু হয়৷ তখন সে পুলিশের গুলিতে নিহত হয়৷ ৩ জন পুলিশকর্মীর শরীরে গুলি লেগেছে, তবে তাঁদের অবস্থা সংকটজনক নয়৷

পুলিশ জানিয়েছে, আততায়ীর নাম ইয়াকুব খায়ের৷ ২৯ বছর বয়স্ক সোমালীয় বংশোদ্ভূত এই ব্যক্তি বেশ কিছু অপরাধের সঙ্গে যুক্ত ছিল৷ ২০০৯ সালে সিডনি শহরে এক সামরিক ঘাঁটির উপর হামলার ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করা হয়৷ ৩ জনের শাস্তি হলেও ইয়াকুব ও আরেক ব্যক্তি মুক্তি পায়৷ সোমবারের ঘটনার আগে অন্য একটি অপরাধের দায়ে সে কারাদণ্ড ভোগ করছিল৷ প্যারোলে সাময়িক মুক্তি পেয়ে সে হামলা চালায়৷ মেলবোর্নের এক ‘কট্টরপন্থি' ভাবধারার মসজিদে তার যাতায়াত ছিল বলে জানা গেছে৷

প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা আখ্যা দিয়ে বলেন, চোখ-কান খোলা রাখতে হবে৷ তবে কট্টর ইসলামপন্থি সন্ত্রাসবাদের সামনে মাথা নত না করে তৎপরতা চালিয়ে যেতে হবে৷

তথাকথিত ইসলামিক স্টেট মেলবোর্ন হামলার দায় স্বীকার করে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তাদের বিরুদ্ধে যে জোট সামরিক অভিযান চালাচ্ছে,অস্ট্রেলিয়া তার সদস্য হওয়ায় এই হামলা চালানো হয়েছে৷ তবে পুলিশ এখনো ইয়াকুবের সঙ্গে আইএস-এর যোগসূত্র নিয়ে তদন্ত চালাচ্ছে৷ হামলার সময় ইয়াকুব নাকি আল কায়েদা ও আইসিস – দুই সন্ত্রাসী গোষ্ঠীরই নাম উল্লেখ করে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ