লন্ডনের পরপরই মেলবোর্ন৷ সেখানেও সহিংসতার দায় স্বীকার করলো আইএস৷ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মেলবোর্নের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবেই বিবেচনা করছেন৷
বিজ্ঞাপন
সোমবার অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে এক অ্যাপার্টমেন্ট ব্লক অবরোধ করে এক সশস্ত্র ব্যক্তি৷ সেখানে একজনকে হত্যা করে এক নারীকে পণবন্দি করে হামলাকারী৷ তারপর সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশের সঙ্গে গুলিযুদ্ধ শুরু হয়৷ তখন সে পুলিশের গুলিতে নিহত হয়৷ ৩ জন পুলিশকর্মীর শরীরে গুলি লেগেছে, তবে তাঁদের অবস্থা সংকটজনক নয়৷
পুলিশ জানিয়েছে, আততায়ীর নাম ইয়াকুব খায়ের৷ ২৯ বছর বয়স্ক সোমালীয় বংশোদ্ভূত এই ব্যক্তি বেশ কিছু অপরাধের সঙ্গে যুক্ত ছিল৷ ২০০৯ সালে সিডনি শহরে এক সামরিক ঘাঁটির উপর হামলার ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করা হয়৷ ৩ জনের শাস্তি হলেও ইয়াকুব ও আরেক ব্যক্তি মুক্তি পায়৷ সোমবারের ঘটনার আগে অন্য একটি অপরাধের দায়ে সে কারাদণ্ড ভোগ করছিল৷ প্যারোলে সাময়িক মুক্তি পেয়ে সে হামলা চালায়৷ মেলবোর্নের এক ‘কট্টরপন্থি' ভাবধারার মসজিদে তার যাতায়াত ছিল বলে জানা গেছে৷
প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা আখ্যা দিয়ে বলেন, চোখ-কান খোলা রাখতে হবে৷ তবে কট্টর ইসলামপন্থি সন্ত্রাসবাদের সামনে মাথা নত না করে তৎপরতা চালিয়ে যেতে হবে৷
তথাকথিত ইসলামিক স্টেট মেলবোর্ন হামলার দায় স্বীকার করে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তাদের বিরুদ্ধে যে জোট সামরিক অভিযান চালাচ্ছে,অস্ট্রেলিয়া তার সদস্য হওয়ায় এই হামলা চালানো হয়েছে৷ তবে পুলিশ এখনো ইয়াকুবের সঙ্গে আইএস-এর যোগসূত্র নিয়ে তদন্ত চালাচ্ছে৷ হামলার সময় ইয়াকুব নাকি আল কায়েদা ও আইসিস – দুই সন্ত্রাসী গোষ্ঠীরই নাম উল্লেখ করে৷
সংগীত: শোককে পরিণত করে শক্তিতে
ম্যানচেস্টারে বোমা বিস্ফোরণে হতাহত ব্যক্তিদের সম্মানে ও অর্থ সহায়তায় ৪ জুন ম্যানচেস্টারে ফের কনসার্টের আয়োজন করা হয়৷ প্রায় ৫০ হাজার সংগীত অনুরাগীর উপস্থিতিতে আরিয়ানা গ্রান্ডের কনসার্টটি জেগে ওঠার নতুন বার্তা দেয়৷
ছবি: picture alliance/AP Photo/O. Humphreys
হতাহতদের জন্য বিশেষ কনসার্ট
২২ মে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে মার্কিন পপ সংগীত তারকা আরিয়ানার কনসার্টে আত্মঘাতী হামলায় ২২ জন নিহত হয়৷ আহত হয় ৬৪ জন৷ হতাহতদের সম্মানে এবং সহায়তায় ওল্ড ট্রাফোর্ডে ‘ওয়ান লাভ ম্যানচেস্টার’ নামের এই কনসার্টে আরিয়ানার সঙ্গে যোগ দেন আরও কয়েকজন সংগীত তারকা৷
ছবি: picture alliance/AP Photo/O. Humphreys
শোককে শক্তিতে রূপান্তর
ম্যানচেস্টারে হামলার ১৩ দিন পর গত রবিবার আয়োজিত কনসার্টের মঞ্চে আরিয়ানা উঠে এলে শোক যেন শক্তিতে পরিণত হয়৷ সংগীত যেন শোকে শক্তির সঞ্চার করে৷
ছবি: Picture alliance/AP Photo/D. Hogan
আরিয়ানার বার্তা
উপস্থিত দর্শক-শ্রোতাদের উদ্দেশে আরিয়ানা বলেন, এখানে সমবেত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ৷ বলেন,‘‘আমি আপনাদের খুব ভালোবাসি৷ আমি মনে করি, আপনারা যে ভালোবাসা ও ঐক্য প্রদর্শন করছেন, তা ওষুধের মতো কাজ করছে৷ এই মুহূর্তে বিশ্বের জন্য এটা জরুরি৷’’
ছবি: picture-alliance/AP/Dave Hogan
অন্য তারকাদের সঙ্গে আরিয়ানার পরিবেশনা
২৩ বছর বয়সি এই তারকা মাইলি সাইরাসের সঙ্গে গান পরিবেশন করেন৷
ছবি: picture-alliance/AP/Dave Hogan
মঞ্চে জাস্টিন
সংগীত পরিবেশ করছেন জাস্টিন বিবার৷
ছবি: picture-alliance/AP Photo/Dave Hogan
ফ্যারেলের সঙ্গে মাইলি
মাইলি সাইরাস আর ফ্যারেল উইলিয়মস এর অসাধারণ পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা৷
ব্রিটিশ সংগীত শিল্পী রবি উইলিয়ামস হঠাৎ আসেন মঞ্চে৷ তাঁর ‘স্ট্রং’ গানটির কিছু কথা পরিবর্তন করে তা ম্যানচেস্টারে হতাহতদের স্মরণে গান৷ ‘ম্যানচেস্টার উই আর স্ট্রং....উই আর স্টিল সিংগিং আওয়ার সং’৷
ছবি: Getty Images/Dave Hogan for One Love Manchester
সবাই একতাবদ্ধ
শনিবার রাতে লন্ডন ব্রিজে হামলার পর অনেকেই ভেবেছিলেন নিরাপত্তা ইস্যুতে কনসার্ট বাতিল করা হতে পারে৷ কিন্তু তারপরও এই সফল আয়োজনের জন্য ধন্যবাদ পাওয়া উচিত নিরাপত্তা কর্মকর্তাদের৷ আর তাই তাদের সঙ্গে এই ছবি৷
ছবি: Reuters/P. Noble
এক সঙ্গে এত তারকা শিল্পী
ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে এত তারার মেলা আগে বসেনি৷ তাই তো ক্রিকেট গ্রাউন্ডের বাইরেও দর্শকদের লম্বা লাইন৷
ছবি: Getty Images/AFP/A. Devlin
কঠোর নিরাপত্তা
ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে কনসার্ট উপলক্ষে নেয়া হয়েছিল কঠোর নিরাপত্তা৷
ছবি: Reuters/P. Noble
সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা
কনসার্টের অন্যতম বার্তা ছিল সন্ত্রাস প্রতিরোধ এবং এর বিরুদ্ধে একতাবদ্ধ হওয়া৷ বিশ্বব্যাপী টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে কোটি কোটি মানুষ সরাসরি দেখেছেন এই কনসার্ট৷
ছবি: picture-alliance/AP/Dave Hogan
একই দর্শকের উপস্থিতি
২২ মে অনুষ্ঠিত কনসার্টে যোগ দেওয়া দর্শকদের অনেকে রোববার, অর্থাৎ গতকাল রাতের কনসার্টেও উপস্থিত ছিলেন৷ আরিয়ানা যখন ‘ওয়ান লাস্ট টাইম’ গানটি গাইছিলেন, তখন অনেককেই কাঁদতে দেখা গেছে৷
ছবি: Picture-Alliance/dpa/J. Goodman/London News Pictures via ZUMA