1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বর্ষসেরা ফুটবলার

১২ জানুয়ারি ২০১৪

ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফিফা বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন সেই ২০০৮ সালে৷ তারপর থেকে শুধু লিওনেল মেসির জয়জয়কার৷ তবে সোমবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা হিসেবে রোনাল্ডোর নাম ঘোষণার সম্ভাবনাই বেশি৷

সোমবার রাতে জানা যাবে ফলাফলছবি: Getty Images

২০০৮ সালে ক্যারিয়ারে প্রথম এবং একটিবারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার সময় রোনাল্ডো ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে৷ কিন্তু তারপর ইংল্যান্ড থেকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়ে স্পেনে গেলেন রেয়াল মাদ্রিদের হয়ে খেলতে, সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল বার্সেলোনার হয়ে মেসির জ্বলে ওঠা৷ আর্জেন্টাইন তারকার সে এমনই এক দাপটের সময় যে পরের তিন বারের প্রত্যেকবারই বর্ষসেরা ফুটবলার তিনি৷ রোনাল্ডো যে রেয়ালে খুব অনুজ্জ্বল ছিলেন তা কিন্তু নয়, দলকে চূড়ান্ত সাফল্য এনে দেয়ার বেলায়ই শুধু মেসির ধারে কাছে যেতে পারেননি!

এরই মাঝে ফিফা বর্ষসেরা পুরস্কারের নাম বদলেছে৷ ২০১০ সাল থেকে পুরস্কারটি দেয়া হচ্ছে ‘বালঁ দর' বা ‘গোল্ডেন বল' নামে৷ সোমবার জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে ঘোষণা করা হবে ২০১৩ সালের সেরা ফুটবলারের নাম৷ এবার কিন্তু মেসির চেয়ে রোনাল্ডো এগিয়ে৷ এমনিতে বছর শেষে খোলা হয় খেরো খাতা৷ খতিয়ে দেখে আন্তর্জাতিক ফুটবল দলের কোচ, খেলোয়াড় এবং সাংবাদিকদের ভোটে নির্বাচিত হন সেরা খেলোয়াড়৷ এবার বিশ্বকাপ বাছাই পর্ব শেষ না হওয়া পর্যন্ত সবার পারফরম্যান্সকে বিবেচনায় আসবে৷ মূলত এ কারণেই মেসিকে খানিকটা ম্লান করতে পেরেছেন রোনাল্ডো৷

‘দেখে নাও আমিই সেরা!’ – এটাই কি বলতে চাইছেন রোনাল্ডো?ছবি: Jonathan NackstrandAFP/Getty Images

গত বছর স্প্যানিশ লিগে মেসি করেছেন ৪৬ গোল৷ বিপরীতে রোনাল্ডোর গোল সংখ্যা ৩৪৷ কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফে সুইডেনের বিপক্ষে অসাধারণ এক জয় এনে দেন রোনাল্ডো৷ ৪-২ গোল পার্থক্যে জেতা ম্যাচ দুটিতে পর্তুগালের হয়ে সবগুলো গোলই করেছিলেন তিনি৷ সেই ম্যাচের পর থেকে আর ফিরে তাকাননি৷ মাঠে প্রতিপক্ষ শিবিরে ত্রাস ছড়ান প্রায় নিয়মিতই৷ নয় গোল করায় চ্যাম্পিয়ন্স লিগের স্কোরারদের মধ্যে রোনাল্ডোই এখন সবার ওপরে৷ অন্যদিকে মেসি লড়ছেন ইনজুরির সঙ্গে৷ তাই এবারের গোল্ডেন বলের পুরস্কার রোনাল্ডোর হাতে না ওঠার তেমন কোনো কারণই দেখছেন না বিশেষজ্ঞরা৷

সংবাদমাধ্যমের বিশ্লেষণেও পর্তুগিজ ফরোয়ার্ডই এগিয়ে৷ ক্রীড়া দৈনিক মার্কা লিখেছে, ‘‘২০১৩ রোনাল্ডোর ক্যারিয়ারের সেরা বছর৷ এ কারণে গোল্ডেন বল ওরই প্রাপ্য৷'' কিন্তু রোনাল্ডোর মনে যেন এখনো কিছুটা সংশয়৷ কয়েক দিন আগে তিনি বলেছেন, এ বছর কি আমি গোল্ডেন বল জেতার উপযুক্ত? সম্ভবত, হ্যাঁ৷ গত বছর বা দু'বছর আগে যতটা উপযুক্ত ছিলাম, ততটাই উপযুক্ত আমি৷ আমি সব সময়ই জিততে ভালোবাসি৷ তবে এটাও জানি, জেতাটা পুরোপুরি আমার ওপর নির্ভর করে না৷''

গোল্ডেন বল জেতার দৌড়ে অবশ্য বায়ার্ন মিউনিখকে গত মৌসুমে বলতে গেলে সব সাফল্যই এনে দেয়া ফ্রাংক রিবেরিও আছেন৷ ফরাসি এই ফরোয়ার্ডের হাতে পুরস্কারটা উঠলে সেটাকে হয়ত চমক বলবেন অনেকেই৷

এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ