1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেসির পেনাল্টি মিস, আইসল্যান্ডের চমক

১৬ জুন ২০১৮

আর্জেন্টিনার প্রথম ম্যাচে প্রতিপক্ষ আইসল্যান্ড। স্বাভাবিকভাবেই জয় নিশ্চিতই ধরে নিয়েছিলেন ভক্তরা। কিন্তু মেসির পেনাল্টি মিসে কঠিন হলো সমীকরণ।

Russland, WM 2018:  Gruppe D: Argentinien - Island
ছবি: Reuters/C. Recine

রোনাল্ডো বনাম মেসি। ইউরোপের ক্লাব অথবা জাতীয় দল, এ লড়াই দীর্ঘদিনের। কিন্তু দুজনের কেউই হয়তো ভাবতে পারেননি বিশ্বকাপের প্রথম ম্যাচ এমন ব্যবধান গড়ে দিবে দুজনের মধ্যে!

দলের ফল একই- ড্র। কিন্তু রোনালদো যেখানে আগের দিনই হ্যাট্রিক করলেন, সেখানে মেসি কি না মিস করলেন পেনাল্টি!

১৯ মিনিটে অসাধারণ এক গোল করলেন সের্হিও আগুয়েরো। স্বাভাবিক উচ্ছ্বাসের বাইরে আর্জেন্টাইন শিবিরে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। এমনই তো হওয়ার কথা ছিল। দীর্ঘক্ষণ খেলা বাকি, আরো কয়েকবার আইসল্যান্ডের জালে বল জড়াবে, এ প্রস্তুতিও নিয়ে রেখেছেন মাঠে উপস্থিত দর্শক।

কিন্তু, এ স্বস্তি মাত্র ৪ মিনিটের। হয়তো ডিফেন্সে একটু বেশিই ঢিল দিয়ে দিয়েছিলো মেসির শিবির। আর সে সুযোগে খেলার ২৩ মিনিটেই গোল শোধ দিয়ে দিলেন আইসল্যান্ডের একমাত্র ফরোয়ার্ড আলফ্রেড ফিনবোগাসন।

৪১ মিনিট নিঃস্তব্ধ ছিলো স্টেডিয়াম। ৬৪ মিনিটে আবার গোলের সুযোগ এনে দেন আগুয়েরো। ডি বক্সের মধ্যে তাকে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা।

পেনাল্টি কিক নেবেন লিওনেল মেসি। উত্তেজনায় দাঁড়িয়ে পড়েছে পুরো স্টেডিয়াম। কিন্তু আইসল্যান্ডের দীর্ঘদেহী গোলকিপার হানেস হলডরসনকে ফাঁকি দিতে পারলেন না মেসি। বল গেলো সোজা গোলকিপারের হাতে।

বাকি সময়ে দুর্দান্ত কয়েকট আক্রমণ করলেও এর কোনটিরই সফল পরিণতি এনে দিতে পারেনি আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপের প্রথম চমক দেখিয়ে আসরের অন্যতম ফেবারিট আর্জেন্টিনাকে সন্তুষ্ট থাকতে হয় ১-১ গোলেই।

দিনের অপর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিশ্চিত করেছে ফ্রান্স। প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও অস্ট্রেলিয় ডিফেন্ডাররা আন্তোনিও গ্রিজম্যানকে ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স।

তবে এর মধ্য দিয়ে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহার হয়েছে ভিডিও অ্যাসিস্টেন রেফারি বা ভিএআর প্রযুক্তি। উরুগুয়ের রেফারি কুনহা আন্দ্রেস ভিডিওতে রিপ্লে দেখে তারপর নিশ্চিত হন পেনাল্টির বিষয়ে।

দিনের অপর দুই ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়েছে ডেনমার্ক, নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ