আর্জেন্টিনার প্রথম ম্যাচে প্রতিপক্ষ আইসল্যান্ড। স্বাভাবিকভাবেই জয় নিশ্চিতই ধরে নিয়েছিলেন ভক্তরা। কিন্তু মেসির পেনাল্টি মিসে কঠিন হলো সমীকরণ।
বিজ্ঞাপন
রোনাল্ডো বনাম মেসি। ইউরোপের ক্লাব অথবা জাতীয় দল, এ লড়াই দীর্ঘদিনের। কিন্তু দুজনের কেউই হয়তো ভাবতে পারেননি বিশ্বকাপের প্রথম ম্যাচ এমন ব্যবধান গড়ে দিবে দুজনের মধ্যে!
দলের ফল একই- ড্র। কিন্তু রোনালদো যেখানে আগের দিনই হ্যাট্রিক করলেন, সেখানে মেসি কি না মিস করলেন পেনাল্টি!
১৯ মিনিটে অসাধারণ এক গোল করলেন সের্হিও আগুয়েরো। স্বাভাবিক উচ্ছ্বাসের বাইরে আর্জেন্টাইন শিবিরে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। এমনই তো হওয়ার কথা ছিল। দীর্ঘক্ষণ খেলা বাকি, আরো কয়েকবার আইসল্যান্ডের জালে বল জড়াবে, এ প্রস্তুতিও নিয়ে রেখেছেন মাঠে উপস্থিত দর্শক।
কিন্তু, এ স্বস্তি মাত্র ৪ মিনিটের। হয়তো ডিফেন্সে একটু বেশিই ঢিল দিয়ে দিয়েছিলো মেসির শিবির। আর সে সুযোগে খেলার ২৩ মিনিটেই গোল শোধ দিয়ে দিলেন আইসল্যান্ডের একমাত্র ফরোয়ার্ড আলফ্রেড ফিনবোগাসন।
শিল্পীদের চোখে মেসি, রোনাল্ডোরা
বিশ্বকাপের সময় খেলোয়াড়দের স্টিকার সংগ্রহ করা অনেকের প্রিয় শখ৷ সুইজারল্যান্ডের ‘চুটি হেফটলি’ স্টিকার অ্যালবাম শিল্পীদের আঁকা ছবি দিয়ে স্টিকার বানিয়ে থাকে৷ এবারের স্টিকারগুলো কেমন হয়েছে, তা জানা যাবে এই ছবিগুলো দেখে৷
ছবি: Imago/VI Images & Tschuttiheft.li
টোমাস ম্যুলার
জার্মান এই ফুটবলারের অন্যতম প্রিয় কাজ মাথা চুলকানো৷ বিশেষ করে সাক্ষাৎকারের সময় এটি করে থাকেন তিনি৷ তাই জার্মানির কোলন শহরের আঁকিয়ে রনি হাইমান ছবির জন্য ম্যুলারের এই অভ্যাসটিকেই বেছে নিয়েছেন৷
ছবি: Imago/Nordphoto & Tschuttiheft.li
মোহামেদ সালাহ
মিশরের সালাহ বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম ‘ক্রেজ’৷ লিভারপুলের হয়ে তিনি এই মরসুমে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন৷ রাশিয়ার আঁকিয়ে ওলগা লিসেনকোভা সাধারণত নাদুশনুদুশ ছবি আঁকতে পছন্দ করেন৷ কিন্তু এমন ছবির জন্য তিনি সালাহকেই কেন বেছে নিলেন, তা অবশ্য বোঝার উপায় নেই৷
ছবি: Imago/East News & Tschuttiheft.li
ক্রিস্টিয়ানো রোনাল্ডো
২০১৬ সালে পর্তুগিজ এই তারকার জন্মভূমিতে স্থাপন করা ব্রোঞ্জের একটি মূর্তি ভেঙে ফেলেছিল কিছু মেসি সমর্থক৷ সেই ক্ষতি পুষিয়ে দিতে ইটালির শিল্পী জোসে সালা রোনাল্ডোর এই সুন্দর ছবিটি এঁকেছেন৷ ছবি দেখে মনে হতেই পারে শিল্পী হয়ত পর্তুগালের সমর্থক৷
ছবি: Imago/VI Images & Tschuttiheft.li
হ্যারি কেন
ইংলিশ এই ফুটবলারের ছবি দেখে ধারণা করা যায় যে, ছবিটি এঁকেছেন এমন একজন, যিনি অ্যানিমেটেড ফিল্ম নিয়ে কাজ করেন৷ হ্যাঁ, সত্যিই তাই৷ সুইজারল্যান্ডের নাইল স্টুবিংস অ্যানিমেটেড ছবি, মিউজিক ভিডিও এবং টিভির জন্য বিজ্ঞাপন নির্মাণ করেন৷
ছবি: Imago/MB Media Solutions & Tschuttiheft.li
লিওনেল মেসি
এ কেমন ছবি মেসির! ব্রিটিশ শিল্পী অ্যান্ডি টাকার মেসিকে এমনভাবে কেন আঁকলেন! আসলে তিনি ছবির জন্য খেলোয়াড়দের চেহারার বিশেষ বৈশিষ্ট্যের দিকে একটু বেশি নজর দেন৷ তাই তো মেসির দাড়ি, হেয়ারস্টাইল আর কানকে ছবিতে বেশি প্রাধান্য দিয়েছেন৷
ছবি: Imago/VI Images & Tschuttiheft.li
কেভিন ডি ব্রুইনে
বেলজিয়াম আর ম্যানচেস্টার সিটির এই ফুটবলারের পায়ের জোর বোঝাতে শিল্পী কনস্টান্টিন সুনারব্যার্গ এমন ছবি এঁকেছেন৷
ছবি: Imago/Panoramic International & Tschuttiheft.li
পাউল পগবা
সুইজারল্যান্ডের পাট্রিক গ্রাফ কমিক স্টাইলে পগবাকে এঁকেছেন৷ আর ফ্রান্সের জাতীয় ফুটবল দলের নামের (লে ব্ল্যু) সঙ্গে যেহেতু নীল শব্দটি জড়িত আছে তাই পগবার চেহারা নীল করে দেয়া হয়েছে৷ এছাড়া কমিকের মতোই পগবার মুখে সতীর্থদের উদ্দেশ্যে দেয়া কোনো বার্তা ফুটে উঠেছে৷
ছবি: Imago/Aflosport & Tschuttiheft.li
7 ছবি1 | 7
৪১ মিনিট নিঃস্তব্ধ ছিলো স্টেডিয়াম। ৬৪ মিনিটে আবার গোলের সুযোগ এনে দেন আগুয়েরো। ডি বক্সের মধ্যে তাকে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা।
পেনাল্টি কিক নেবেন লিওনেল মেসি। উত্তেজনায় দাঁড়িয়ে পড়েছে পুরো স্টেডিয়াম। কিন্তু আইসল্যান্ডের দীর্ঘদেহী গোলকিপার হানেস হলডরসনকে ফাঁকি দিতে পারলেন না মেসি। বল গেলো সোজা গোলকিপারের হাতে।
বাকি সময়ে দুর্দান্ত কয়েকট আক্রমণ করলেও এর কোনটিরই সফল পরিণতি এনে দিতে পারেনি আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপের প্রথম চমক দেখিয়ে আসরের অন্যতম ফেবারিট আর্জেন্টিনাকে সন্তুষ্ট থাকতে হয় ১-১ গোলেই।
দিনের অপর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিশ্চিত করেছে ফ্রান্স। প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও অস্ট্রেলিয় ডিফেন্ডাররা আন্তোনিও গ্রিজম্যানকে ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স।
তবে এর মধ্য দিয়ে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহার হয়েছে ভিডিও অ্যাসিস্টেন রেফারি বা ভিএআর প্রযুক্তি। উরুগুয়ের রেফারি কুনহা আন্দ্রেস ভিডিওতে রিপ্লে দেখে তারপর নিশ্চিত হন পেনাল্টির বিষয়ে।
দিনের অপর দুই ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়েছে ডেনমার্ক, নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া৷