স্প্যানিশ লিগে সেল্টা ভিগোর বিরুদ্ধে করা লিওনেল মেসির পেনাল্টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে৷ কেউ বলছেন এভাবে বিপক্ষ দলকে অসম্মান করা হয়েছে, আর কেউ মনে করছেন পেনাল্টিটি হয়ত আইনসম্মত হয়নি৷
বিজ্ঞাপন
শনিবার লা লিগায় নিজের ৩০০তম গোল করতে পারতেন মেসি৷ কিন্তু তা না করে বলটি আলতো করে বাড়িয়ে দিয়েছিলেন৷ আর সুয়ারেজ এসে সেটিকে গোলে পরিণত করে হ্যাটট্রিক পূর্ণ করেন৷
এরপর থেকে চলছে আলোচনা৷ কারও মতে এটি ফুটবলের আশ্চর্য বিষয়গুলোর একটি৷ আর কেউ মনে করছেন, এভাবে পেনাল্টি নিয়ে বিপক্ষ দলকে অসম্মানিত করা হয়েছে৷
তবে বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা বলেন, ‘‘আমার মনে হয় এটি অসম্মানজনক কিছু ছিল৷ বলা যেতে পারে এটি কিছুটা অস্বাভাবিক৷ কিন্তু এভাবে পেনাল্টি নেয়া যেতে পারে৷''
যে দলকে অসম্মান করা হয়েছে বলে কেউ কেউ মন্তব্য করছেন সেই সেল্টার ডিফেন্ডার গুস্তাভো কাবরাল বলেন, ‘‘তারা (বার্সা) গোল করেছে বলে আমার খারাপ লেগেছে৷ যেভাবে করেছে সে কারণে নয়৷'' সেল্টার কোচ এদুয়ার্দো বেরিৎসো-ও মনে করছেন যে, এভাবে পেনাল্টি নিয়ে তাদের অসম্মান করা হয়েছে৷ তিনি বলেন, ‘‘এটি পেনাল্টি নেয়া একটি ভিন্ন উপায়৷ এর চেয়ে বেশি কিছু নয়৷''
এদিকে, বার্সার কোচ লুইস এনরিকে বলেন, ‘‘কিছু মানুষের হয়ত এটি পছন্দ হবে না৷ কিন্তু এটি বৈধ খেলা ছিল৷''
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের কথা
বেতন আর বিজ্ঞাপন থেকে আয় মিলিয়ে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন দেখেছে সেখানেও সবার ওপরে লিওনেল মেসি৷ চলুন জেনে নেয়া যাক, কোন ফুটবলার কত বেশি দামি৷
ছবি: picture-alliance/dpa/A. Warzawa
লিওনেল মেসি
দেশ: আর্জেন্টিনা, ক্লাব: বার্সেলোনা, বছরে মোট আয়: ৬৫ মিলিয়ন ইউরো
তবে রেয়াল মাদ্রিদের দৈনিক কার্যক্রম নিয়ে খবর প্রকাশ করা ক্রীড়া বিষয়ক স্প্যানিশ সংবাদপত্র মার্কা মেসির পেনাল্টি নিয়ে অনলাইনে একটি জরিপ করেছে৷ এতে ৫৩ শতাংশ মানুষ মনে করেন, পেনাল্টিটিতে ‘বিপক্ষ দলের বিরুদ্ধে সম্মানের অভাব ছিল৷'
মার্কা রেডিও তাদের প্রতিবেদনে বলেছে, ‘‘বার্সার খেলোয়াড়দের এই পেনাল্টিতে সম্মান দেখানোর বিষয়টি ছিল না৷ সেল্টার খেলোয়াড়দের ক্ষোভ প্রকাশ করাটা বোধগম্য৷'' বার্তা সংস্থা ডিপিএ বলছে, পেনাল্টি নিয়ে সেল্টার কয়েকজন ফুটবলারকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে৷
যে ফুটবল ক্লাবগুলো সবচেয়ে বেশি আয় করেছে
ব্রিটেনের আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ‘ডেলোয়েট’ প্রতিবছর ফুটবল ক্লাবগুলোর বাৎসরিক আয় নিয়ে একটি তালিকা তৈরি করে৷ ২১ জানুয়ারি, ২০১৬ (বৃহস্পতিবার) ২০১৪-১৫ ফুটবল মরসুমের তালিকা প্রকাশ করা হয়েছে৷
ছবি: Reuters/M. Dalder
রেয়াল মাদ্রিদ
গত মরসুমে (২০১৪-১৫) কোনো ট্রফি জিততে না পারলেও আয়ের কোনো কমতি ছিল না স্প্যানিশ এই ক্লাবটির৷ ফলে ডেলোয়েট-এর তালিকায় টানা ১১ বারের মতো শীর্ষ আছে রেয়াল৷ উল্লেখিত বছরে তাদের আয় ছিল ৫৭৭ মিলিয়ন ইউরো৷ ছবিতে রেয়ালের স্টেডিয়াম দেখতে পাচ্ছেন৷
ছবি: picture-alliance/dpa
বার্সেলোনা
আলোচিত মরসুমে মোট পাঁচটি শিরোপা জিতেছে মেসির দল৷ তার প্রভাব পড়েছে ক্লাবের আয়ে৷ ফলে আগের মরসুমে তালিকায় চারে থাকা বার্সেলোনার স্থান এবার দু’নম্বরে৷ আয় হয়েছে ৫৬০.৮ মিলিয়ন ইউরো৷ ২০২১ সালের মধ্যে বিশ্বের প্রথম ক্লাব হিসেবে এক মরসুমে এক বিলিয়ন ইউরো আয়ের রেকর্ড করার পরিকল্পনা রয়েছে ক্লাবটির৷
ছবি: Reuters/M. Dalder
ম্যানচেস্টার ইউনাইটেড
মাঠের পারফরম্যান্স বার্সেলোনার আয়ে ইতিবাচক প্রভাব ফেললেও সেটা নেতিবাচক হয়নি ইংলিশ ক্লাবটির জন্য৷ আগের মতো ফুটবল সাফল্য ততটা না পেলেও সফল আর্থিক ব্যবস্থাপনার জন্য আয়ের পরিমাণ ঠিকই ছিল৷ ফলে তালিকায় তাদের অবস্থান বায়ার্ন মিউনিখ, পিএসজির চেয়েও উপরে, তিন নম্বরে৷ একক্ষেত্রে অবশ্য তাদের অবনতি হয়েছে৷ আগে অবস্থান ছিল দুইয়ে, এখন নেমে গেছে তিনে৷ ২০১৪-১৫ মরসুমে রুনির ক্লাবের আয় ছিল ৫১৯.৫ মিলিয়ন ইউরো৷
পিএসজি
ইউরোপের শীর্ষ পর্যায়ের শিরোপা জেতা এখনও সম্ভব না হলেও ধনী ক্লাবের তালিকায় ফ্রান্সের এই ক্লাবটির নাম রয়েছে৷ বলতে কি, আগেরবারের চেয়ে তাদের আয় ও অবস্থান দুটোরই উন্নতি হয়েছে৷ ৪৮০.৮ মিলিয়ন ইউরো নিয়ে তারা আছে চার নম্বরে৷
ছবি: picture-alliance/dpa/C. Karaba
বায়ার্ন মিউনিখ
পেপ গুয়ার্দিওয়ালার নেতৃত্বে ২০১৪-১৫ মরসুমে শুধু ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জেতা বাকি ছিল জার্মান এই শীর্ষ ক্লাবটির৷ তবুও আগেরবারের চেয়ে তাদের আয় কমে গেছে৷ ফলে ২০০৬-০৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে চলে গেছে বায়ার্ন৷ ৪৭৪ মিলিয়ন ইউরো আয় নিয়ে তাদের অবস্থান পাঁচ নম্বরে৷
ছবি: picture-alliance/dpa
ইংলিশ প্রিমিয়ারের কর্তৃত্ব
ডেলোয়েট-এর তালিকায় সেরা ২০ এর মধ্যে নয়টি ক্লাবই এই লিগে খেলে থাকে৷ ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াও তালিকায় ম্যান সিটি (৬), আর্সেনাল (৭), চেলসি (৮), লিভারপুল (৯), টটেনমহ্যাম (১২), নিউক্যাসেল (১৭), এভারটন (১৮) ও ওয়েস্ট হ্যাম (২০) এর নাম রয়েছে৷
ছবি: picture-alliance/dpa/EPA/F. Arrizabalaga
অন্যান্য লিগের ক্লাবগুলোর অবস্থান
ইটালির সিরি এ-র চারটি এবং বুন্ডেসলিগা ও লা লিগার তিনটি করে দল আছে সেরা ২০-এ৷ ফ্রান্সের আছে শুধু পিএসজি৷ বুন্ডেসলিগার বায়ার্ন ছাড়া আছে ডর্টমুন্ড (১১) ও শালকে (১৩); সিরি এ-র আছে জুভেন্টাস (১০), এসি মিলান (১৪), রোমা (১৬) ও ইন্টার মিলান (১৯)৷ আর লা লিগার রেয়াল, বার্সা ছাড়া আছে অ্যাটলেটিকো মাদ্রিদ (১৫)৷
ছবি: Reuters/M. Dalder
7 ছবি1 | 7
আইন যা বলছে...
বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে বলেছে, পেনাল্টির সময় দলের কাউকে বল পাস দেয়াটা অবৈধ নয়, কিন্তু রিপ্লেতে দেখা গেছে, মেসি বল ছোঁয়ার আগেই সুয়ারেজ ডি-বক্সের ভেতর ঢুকে পড়েছিলেন, যেটা আইনসম্মত নয়৷ সেল্টার একজন খেলোয়াড়কেও আগেই ডি-বক্সে ঢুকে পড়তে দেখা গেছে৷ সেক্ষেত্রে রেফারি মেসিকে আবারও পেনাল্টি নিতে বলতে পারতেন৷
মেসির আরেক আশ্চর্য গোল!
পেনাল্টি নিয়ে আলোচনা শেষ না হতেই আরেক গোল নিয়ে আলোচনায় মেসি৷ তবে গোলটি মেসি করেছেন বার্সার প্রশিক্ষণের সময়৷ গোলপোস্ট থেকে কিছু দূরে ও পেছনে থেকে বল মেরে গোল করেন মেসি৷