1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেসি আবার বিশ্বের বর্ষসেরা ফুটবল খেলোয়াড়

১০ জানুয়ারি ২০১২

মাত্র ২৪ বছর বয়সেই সেরা ফুটবলার খেতাব পান আর্জেন্টিনার লিওনেল মেসি৷ আরেকবার সবাইকে জানিয়ে দিলেন তিনি এখনো সেরা৷ পরপর তিনবার ছিনিয়ে নিলেন তিনি বর্ষসেরার এই খেতাব৷

FIFA Men's World Player of the Year 2011 nominee Lionel Messi of Argentine smiles as he addresses a news conference before the FIFA Ballon d'Or Gala in Zurich January 9, 2012. REUTERS/Arnd Wiegmann (SWITZERLAND - Tags: SPORT SOCCER HEADSHOT)
লিওনেল মেসিছবি: Reuters

ফিফার ২০১১ সালের পুরস্কার ‘বালোঁ দ'অর' - গোল্ডেন বল হাতে নিলেন লিওনেল মেসি৷ তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাভি অ্যারনান্দেজ এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ একটানা তিন বছর বিশ্বের সেরা ফুটবলার হিসেবে নিজেকে সফলভাবে তুলে ধরলেন মেসি৷

পুরস্কার হাতে পাওয়ার পর মেসি আনন্দের সঙ্গে জানান,‘‘এই পুরস্কার পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দদায়ক৷'' তিনি পুরস্কার গ্রহণ করেন আরেক গোল্ডেন বল পাওয়া ফুটবলার ব্রাজিলের রোনাল্ডোর হাত থেকে৷ বলা প্রয়োজন রোনাল্ডো এই পুরস্কার পেয়েছিলেন তিন বার৷ মেসি আরো বলেন,‘‘পরপর তিন বার এই পুরস্কার আমি পেলাম৷ এটা আমার জন্য অত্যন্ত সম্মানজনক৷''

জিনেদিন জিদানও এই পুরস্কার পেয়েছিলেন তিনবারছবি: AP

মেসির অসাধারণ খেলার জন্য গতবছর বার্সেলোনা পাঁচটি ট্রফি জিতেছে৷ তার মধ্যে চ্যাম্পিয়ন্স লীগ, স্প্যানিশ লীগ এবং ক্লাব ওয়ার্ল্ড কাপ উল্লেখযোগ্য৷ মেসি-ই হচ্ছেন একমাত্র খেলোয়াড় যিনি পরপর তিন বছর একটানা গোল্ডেন বল পুরস্কার পেলেন৷ ২১ বছরে এই প্রথম৷ ফ্রান্সের জিনেদিন জিদানও এই পুরস্কার পেয়েছিলেন এবং তিনবার৷

২৩ জন খেলোয়াড়ের নাম শর্ট লিস্টে আনা হয়৷ এরপর জাতীয় দলের কোচ সহ দলের ক্যাপ্টেন এবং আমন্ত্রিত সাংবাদিকদের ভোট দিতে বলা হয়৷ মেসি সবচেয়ে বেশি ভোট পান৷ ৪৭.৮৮ শতাংশ ভোট তার পক্ষে যায়৷ দ্বিতীয় অবস্থানে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ তিনি পেয়েছেন ২১.৬ শতাংশ ভোট৷ জাভি অ্যারনান্দেজ পান ৯.২৩ শতাংশ ভোট৷

তবে মেসি এই পুরস্কারের আনন্দ ভাগ করে নিতে চান অ্যারনান্দেজের সঙ্গে৷ তিনি বলেন,‘‘এই পুরস্কার আমি অ্যারনান্দেজের সঙ্গে ভাগ করতে চাই৷ অ্যারনান্দেজেরও এই পুরস্কার প্রাপ্য৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ