1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেসি নামছেন কলকাতার মাঠে

১ সেপ্টেম্বর ২০১১

স্বপ্ন হলেও সত্যি৷ টেলিভিশনের পর্দায় নয়, সল্টলেক স্টেডিয়ামের কৃত্রিম ঘাসে৷ চলতি মরশুমের মাঝখানে ফ্রেন্ডলি, কাজেই আর্জেন্টিনা কি ভেনেজুয়েলা, কেউই জানপ্রাণ দিয়ে খেলবে না বলেই ফুটবল বিশারদদের ধারণা৷

epa02870309 FC Barcelona's new signing Cesc Fabregas (R) celebrates with Lionel Messi after Messi scored the third goal against Real Madrid during the Super Cup second leg match between Barcelona and Real Madrid at the Nou Camp stadium in Barcelona, Spain, 17 August 2011. EPA/ALBERTO ESTEVEZ +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture alliance/dpa

মেসি'কে দেখার জন্য কলকাতা পাগল৷ যে কলকাতা তার নতুন প্রেম ক্রিকেট সত্ত্বেও পুরনো প্রেম ফুটবলকে কোনোদিনই ভুলতে পারেনি৷ ‘আজকাল' পত্রিকার ক্রীড়া সাংবাদিক কাশীনাথ ভট্টাচার্য্য মেসির দমদমে পদার্পণের সময়েই তাকে দেখেছেন, পরে হোটেলের সামনেও৷ আর্জেন্টিনার কোচ সাবেইয়া'র সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন কাশীনাথ৷ শুক্রবারের খেলা শেষ হলেই তাকে আবার ঢাকা যেতে হবে নাইজিরিয়ার বিরুদ্ধে মেসি অ্যান্ড কো'র খেলা দেখার জন্যে৷

কাশীনাথ মেসি'কে বিশ্বের চিরকালের সেরা বিশজন প্লেয়ারের মধ্যে ফেলেন৷ অপরদিকে ভারতীয় ফুটবলের বর্তমান কিংবা ভবিষ্যৎ সম্পর্কে তাঁর কোনো আকাশকুসুম কল্পনা নেই৷ মেসি'র জোয়ার আসার এবং যাবার পরেও ভারতীয় ফুটবল তার চড়াতেই পড়ে থাকবে, বলে এই ফুটবলপ্রেমী ক্রীড়া সাংবাদিকের ধারণা৷

সাক্ষাৎকার: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ