1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেসির খেলায় বিরতি নেই

৩ নভেম্বর ২০১২

বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি বাবা হয়েছেন৷ শুক্রবার তিনি নিজেই দিয়েছেন খবরটা৷ তবে বাবা হওয়ার আনন্দে খেলায় সাময়িক বিরতি টানতেও রাজি নন তিনি৷

Barcelona's foward Lionel Messi and his girlfriend Antonella Roccuzzo arrive for the wedding ceremony of Spain's midfielder Andres Iniesta in Altafulla, near Tarragona on July 8, 2012. AFP PHOTO/ JOSEP LAGO (Photo credit should read JOSEP LAGO/AFP/GettyImages)
ছবি: AFP/Getty Images

‘‘আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ৷ আমার সন্তান জন্ম নিয়েছে এবং এই উপহারের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ! সহায়তার জন্য আমার পরিবারকে ধন্যবাদ৷ সবাইকে আলিঙ্গন৷'' - ফেসবুকে ঠিক এভাবেই সন্তানের আগমন বার্তা জানিয়েছেন লিওনেল মেসি৷

আর্জেন্টিনার এই তারকার আনুষ্ঠানিক ফেসবুক পাতায় ভক্তের সংখ্যা তিন কোটি আশি লাখ৷ শুক্রবার মেসির বার্তা তাই সারা বিশ্বে পৌঁছে গেছে মুহূর্তেই৷ আর ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানাতে মোটেই কার্পণ্য করেননি৷ মেসির এই বার্তার নিচে শনিবার দুপুর অবধি মন্তব্য ছিল পঞ্চাশ হাজারের বেশি, আর লাইক চার লাখ ছাড়িয়েছে অনেক আগেই৷

যাক সেকথা, খেলার মাঠের সফলতম তারকা ব্যক্তি জীবনে সফল হবেন না, তা কি হয়৷ তবে খানিকটা রাখঢাকতো ছিলই৷ বান্ধবী এন্টোনিলা রোকুজো সম্পর্কে গণমাধ্যমে কথাবার্তা কমই বলেছেন মেসি৷ তবে এই জুটির ছবি বহু আগেই প্রকাশ করেছে গণমাধ্যম৷

শুক্রবার পুত্র সন্তানের পিতা হয়েছেন ২৫ বছর বয়সি মেসি৷ স্পেনের গণমাধ্যম শিশুটির নামও প্রকাশ করে দিয়েছে৷ জার্মান বার্তাসংস্থা ডিপিএ গণমাধ্যমের বরাতে জানিয়েছে, শিশুটির নাম রাখা হবে থিয়েগো৷ বার্সেলোনার একটি হাসপাতালে শিশুটির জন্ম হয়৷ এসময় সেখানে উপস্থিত ছিলেন মেসি এবং তাঁর পরিবারের সদস্যরা৷

মেসি অবশ্য সন্তানের আগমনে দিনকয়েকের জন্য মাঠ ছাড়তে রাজি নন৷ শুক্রবার সকালে শুধু বার্সার সঙ্গে প্রশিক্ষণে অংশ নেননি তিনি৷ তাঁর ক্লাব জানিয়েছে, ব্যক্তিগত কারণ দেখানোয় মেসি সকালের প্রশিক্ষণে অংশ না নেওয়ার অনুমতি পান৷ তবে শনিবার ছেল্টা ডে ভিগোর বিরুদ্ধে খেলার মাঠে দেখা যেতে পারে তাঁকে৷

থিয়েগো মানে মেসির সন্তান কি ভবিষ্যতে ফুটবলার হবেন? এই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে৷ মেসির জবাব হচ্ছে, তিনি তাঁর সন্তানকে ফুটবলার হতে চাপ দেবেন না৷ বরং সে যা চায় তাই হবে৷ আর এতে আপত্তি থাকবে না কারোই৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম (এএফপি, ডিপিএ)

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ