1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেসি-ম্যাজিক

Debarati Guha৮ মার্চ ২০১২

লিওনেল মেসি’র কোনো ম্যাচ’কে সেরা বলার জো নেই৷ কারণ তার পরের ম্যাচেই হয়তো নিজেকে ছাপিয়ে যাবেন তিনি৷ বুধবার রাতে ৫টি গোল করার রেকর্ড ভেঙে সেটাই আবার প্রমাণ করলেন এই ফুটবল জাদুকর৷

ছবি: Reuters

চ্যাম্পিয়নস লিগ'এর ম্যাচ৷ স্পেনের বার্সেলোনা বনাম জার্মানির লেভারকুজেন৷ ফলাফল ৭-১৷ এর মধ্যে ৫টি গোলই করেছেন মেসি৷ নিজের রেকর্ডই নিজে ভেঙে দিয়েছেন৷ আর্সেনাল'এর বিরুদ্ধে ম্যাচে ৪টি গোল করেছিলেন তিনি৷ এবার চ্যাম্পিয়নস লিগের ৭টি ম্যাচেই ১২টি গোল করে ফেললেন তিনি৷

শুধু মেসি নয়, গোটা বার্সা টিম'এর খেলা দেখে মুগ্ধ গোটা মাঠ ও মাঠের বাইরের কোটি কোটি দর্শক৷ মুগ্ধ প্রতিপক্ষও৷ লেভারকুজেন দলের বাঙালি বংশোদ্ভূত কোচ রবিন দত্ত বলেছেন, বার্সেলোনাকে দেখে মনে হয় দলটি যেন অন্য কোনো গ্যালাক্সি বা ছায়াপথ থেকে এসেছে৷

লেভারকুজেন বনাম বার্সেলোনার খেলায় মেসিছবি: dapd

বার্সেলোনার কোচ পেপ গুয়ার্দিয়োলা মেসি'র প্রশংসায় উচ্ছ্বাস ধরে রাখতে পারছেন না৷ তিনি মেসি'কেই ফুটবলের সেরা প্রতিভা হিসেবে মনে করেন৷ বলেছেন, টিমে মেসি'কে পাওয়া তাঁর সৌভাগ্য৷ ‘‘আমার কাজ হলো সঠিক পরিবেশ ও কাঠামো তৈরি করা, যাতে মেসি তার সেরা খেলা খেলতে পারে,'' বলেন তিনি৷ মেসি'র ক্ষমতা সম্পর্কে গুয়ার্দিয়োলা'র প্রত্যাশা অবশ্য কম নয়৷ তিনি বলেন, ‘‘এবারে ৫টা গোল করেছে, পরের বার হয়তো ৬টা গোল করে বসবে৷ মেসির কাছে এগুলি সংখ্যা মাত্র৷ ওর যা ব্যক্তিত্ব, তার ভিত্তিতে বলা যায় সে আরও গোল করে নিজেকেই ছাপিয়ে যাবে৷''

বুধবারের খেলার প্রথমার্ধে গোল খাওয়া সত্ত্বেও লেভারকুজেন মোটামুটি প্রতিরোধের চেষ্টা চালিয়েছে বটে, কিন্তু দ্বিতীয়ার্ধে রবিন দত্তর ছেলেরা একেবারে দিশেহারা হয়ে পড়ে৷ আদৌ বলের নাগাল পাওয়াই তাদের পক্ষে কঠিন হয়ে উঠেছিল৷ বার্সার যা ফর্ম, যে তাদের সামনে দাঁড়ানো কঠিন বললেও কম বলা হয়৷ তাই লেভারকুজেন'কে কেউ সেরকম দোষারোপও করতে পারছে না৷ রবিন দত্তের চাকরির মেয়াদ নিয়ে যে আলোচনা চলছে, তাও হয়তো আপাতত ধামাচাপা পড়ে যাবে৷

মেসি-ম্যাজিক ছড়িয়ে পড়ছে সোশাল মিডিয়া সাইটগুলিতেও৷ ওয়েন রুনি তাঁর টুইটার বার্তায় মেসি'কে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে তুলে ধরেছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ