1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লামের আশা

১৪ জুলাই ২০১৩

তারকা হিসেবে তাঁরা নিশ্চয়ই বড়, কিন্তু দলের অর্জন দেখলে এ মৌসুমে অনেকের চেয়েই পিছিয়ে মেসি, রোনাল্ডো৷ সবচেয়ে এগিয়ে বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা৷ তাই ফিলিম লাম আশা করছেন এবার তাঁর কোনো সতীর্থই হবেন ফিফা বর্ষসেরা ফুটবলার৷

Bayern Munich's Philipp Lahm lifts up the trophy as his team celebrates after their German first division Bundesliga soccer match against Augsburg in Munich, May 11, 2013. Bayern held their 23rd German league title on Saturday after a comfortable 3-0 over Augsburg as they prepare for the all-German Champions League final against Borussia Dortmund in two weeks REUTERS/Michael Dalder (GERMANY - Tags: SPORT SOCCER) DFL RULES TO LIMIT THE ONLINE USAGE DURING MATCH TIME TO 15 PICTURES PER GAME. IMAGE SEQUENCES TO SIMULATE VIDEO IS NOT ALLOWED AT ANY TIME. FOR FURTHER QUERIES PLEASE CONTACT DFL DIRECTLY AT + 49 69 650050.
ছবি: Reuters

এ বছর জার্মান বুন্ডেসলিগা, জার্মান কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ, অর্থাৎ তিন তিনটি ট্রফি জিতেছে বায়ার্ন মিউনিখ৷ এভাবে ‘ট্রেবল' জয়ের সুবাদে তারকায় ঠাসা স্পেনের দুই ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদকে অনেক পেছনে ফেলেছে বাভারিয়ার এই ক্লাব৷ মৌসুম জুড়ে ধারাবাহিক পারফরম্যান্স, মোট গোল, হ্যাটট্রিক – এসবে বার্সার মেসি আর রিয়ালের রোনাল্ডো হয়ত এগিয়ে থাকবেন, কিন্তু ট্রফি জয়ে বায়ার্ন খেলোয়াড়দের ধারেকাছেও নেই তাঁরা৷ তাই জার্মানি ও বায়ার্ন অধিনায়ক ফিলিপ লাম মনে করেন,এ বছর ফিফা বর্ষসেরা বাস্তিয়ান শোয়াইনস্টাইগার, টমাস ম্যুলার, ফ্রাঙ্ক রিবেরি আর আরিয়ান রবেনের মধ্যে একজন হলেই সবচেয়ে ভালো হয়৷

বায়ার্নের এই চার ফুটবলার রয়েছেন ইউরোপের বর্ষসেরা ফুটবলার পু্রস্কারের জন্য তৈরি করা ১০ জনের সংক্ষিপ্ত তালিকায়৷ সুতরাং ইউরোপ সেরা হওয়ার সম্ভাবনা তাঁদের আছে৷ বায়ার্নের এই চার খেলোয়াড়ের মধ্যে শোয়াইনস্টাইগার আর ম্যুলারই শুধু জার্মান৷ রিবেরি ফ্রান্সের আর রবেন নেদারল্যান্ডসের৷ জার্মান কোনো খেলোয়াড়, যিনি সর্বেশেষ ফিফা বর্ষসেরা হয়েছিলেন, তিনি হচ্ছেন লোটার মাটেউস, ১৯৯১ সালে৷ ২২ বছর পর অন্য কেউ এমন সাফল্য পাবেন কিনা জানতে অপেক্ষায় থাকতে হবে৷

এসিবি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ