1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সমালোচকরা যা-ই বলুক তুমিই শ্রেষ্ঠ'

২৪ এপ্রিল ২০১৭

এল ক্লাসিকোতে মেসি'র চোখ-ধাঁধানো নৈপুণ্যে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা৷ লিওনেল মেসি একই সঙ্গে বার্সেলোনার জার্সিতে স্পর্শ করেছেন ৫০০তম গোলের অনন্য মাইলফলক৷ মেসি ভক্তদের বন্দনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷

Real Madrid vs. Barcelona Lionel Messi
ছবি: Reuters/S. Livepic

রোববার রাতে রোমাঞ্চকর এল ক্লাসিকো ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা৷ লা লিগা'র শেষ দিকে এসে দুই দলের পয়েন্টই এখন ৭৫৷ তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে উঠলো এক ম্যাচ বেশি খেলা কাতালান ক্লাবটি৷ ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলেছেন মেসি৷ বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে প্রায় এক দশক ধরে মেসির প্রতিদ্বন্দ্বী রোনালদো ছিলেন নিষ্প্রভ৷ এরই সঙ্গে লা লিগায় হওয়া ক্লাসিকোতে সর্বোচ্চ ১৫টি গোল করে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানোকে ছাড়িয়ে রেকর্ডটা একার করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক৷

এবারের লা লিগায় মেসির ৩১তম গোলটি বার্সেলোনার জার্সিতে সব মিলিয়ে ৫০০তম৷ অবিস্মরণীয় এই গোলের পর গর্বের জার্সি খুলে রেফারির হলুদ কার্ডে ভ্রুক্ষেপ না দেখিয়ে স্তব্ধ গ্যালারির দিকে তুলে ধরেন পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলার৷ ম্যাচের শেষ মুহূর্তের গোলের ভিডিওটি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷

আহমেদ শিপন লিখেছেন, ‘‘বার্সেলোনার বর্তমান অফ ফর্ম, নেইমারবিহীন বার্সা অনেকটাই দুর্বল, আবার খেলাটাও রিয়ালের ঘরের মাঠ বার্নাব্যুতে৷ সবকিছু মিলিয়ে বার্সেলোনা সাপোর্টারেরা একটি অন্ধকার ঘরে ঘুরপাক খাচ্ছিল৷ যেন তারা ঘর থেকে বের হওয়ার দরজাটা খুঁজে পাচ্ছিল না৷ তবুও তারা সেই অন্ধকার ঘরে বসেই আশার প্রদীপ জ্বালিয়েছিল৷ সেই আশার প্রদীপটাই শেষ পর্যন্ত পুরো ঘরকে আলোকিত করে দিল৷ মেসির ক্ষেত্রে ব্যাপারটা হলো তিনি যুদ্ধে নামলেন, শত্রুদের পরাজিত করে মুকুটখানা তার মাথায় তুলে নিলেন৷''

আনোয়ার পাঠান লিখেছেন, ‘‘বার্সার হয়ে ৫০০ তম গোলটি করেই ফেললেন লিওনেল মেসি! তাও আবার তার প্রিয় প্রতিপক্ষ রিয়ালের জালে বল ঢুকিয়ে এবং তাদের হোমগ্রাউন্ডেই৷''

রাকেশ বড়ুয়া লিখেছেন, ‘‘হাজার রাত জাগতে পারি তোমার খেলা দেখার জন্য৷ গুরুদেব তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না৷''

জয় প্যাটেল লিখেছেন, যখন আপনি ভাবছেন ম্যাচ শেষ হয়ে গেছে, ঠিক সেই সময় ঈশ্বর এসে যেন আপনাকে উদ্ধার করল৷''

ফেসবুকেও মেসি ভক্তরা ভিডিও ও ছবি শেয়ার করেছেন প্রিয় ফুটবলারের৷ সজল ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘মেসি, এত বাধা পেড়িয়ে তুমিই পারো একমাত্র দলকে জেতাতে৷ এক মিনিট নীরবতা তাদের জন্য যারা বলেছিল, বার্সা আজ চারটা খাবে৷ বিশ্বের সেরা খেলোয়াড় যখন গোল করে তখন অন্য ম্যাচের সুপারস্টাররা শুধু দেখে যায়৷ মেসি তুমি সর্বকালের সেরাদের সেরা৷''

মোহাম্মদ নাজিম ফেসবুকে লিখেছেন, ‘‘মেসি দ্য বস! হিংস্র বাঘকে যখন আক্রমণ করা হয় তখন তার শক্তি ও জেদ কয়েকগুণ বেড়ে যায়, হয়ে ওঠে অপ্রতিরোধ্য৷ মেসিকে আহত করে নিজেদের লক্ষ্যে উপনীত হওয়ার জন্য ইচ্ছা করেই মেসিকে মার্সেলোর কনুই দিয়ে খুব জোরে আঘাত করে মুখ রক্তাক্ত করার পরও মেসি মাঠ ছাড়েননি৷  মুখে ব্যান্ডেজ পরেই খেলা চালিয়ে যান৷ ''

দেবজিত সিনহা টুইটারে লিখেছেন, ‘‘আমার ঠাকুরদা পেলে'র কথা শুনিয়েছিলেন আমাকে, বাবা বলতেন ম্যারাডোনার কথা আর আমি আমার ছেলেকে শোনাবো মেসি'র কথা৷''

আশিকুর রহমান রিয়াদ লিখেছেন, ‘‘সমালোচকরা যা-ই বলুক, তুমিই সময়ের শ্রেষ্ঠ খেলোয়াড়৷ হ্যাঁ, তুমিই লিওনেল মেসি৷''

শিকদার সায়মন লিখেছেন, ‘‘মেসি ফুটবল না খেললে ফুটবল খেলাটাই অপূর্ণ থেকে যেত৷ ‘লিওনেল মেসি' তুমি অসাধারণ৷ সত্যিকারের চ্যাম্পিয়ন৷''

মোহাম্মদ সাঈফ লিখেছেন, ‘‘এল ক্লাসিকো ম্যাচে মেসি আলো ছড়ালেও এদিন নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো৷ মেসির জাদুকরী খেলার কাছে অনেকটা অসহায়ত্ব ফুটে উঠেছে রোনালদোর চেহারায়৷''

অসভালদো কাসানোভা টুইটারে লিখেছেন, ‘সে মরে আবার বেঁচে ওঠে, বরাবরের মতোই..'

রফিকউল্লাহ রোমেল ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘মাঝে মাঝে প্ল্যাটফর্ম আর ব্যাকগ্রাউন্ড অপ্রয়োজনীয় হয়ে যায়৷ ম্যাজিক, প্রফেসি, লিডারশিপ, ফাইটিং স্পিরিট আর সবার উপরে নেভার সে ডাই এটিটিউড-সবই ......ছিলো মেসি'র মধ্যে৷ নাই বা জিতুক আর্জেন্টিনা কোনোদিন বিশ্বকাপ, ব্যালন ডি অর এ ক্রিশ্চিয়ানো যতই এগিয়ে থাক৷ আমরা বলতে পারবো, এই মেসির যুগে আমরা ফুটবল খেলা দেখতাম৷ ''

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ