এল ক্লাসিকোতে মেসি'র চোখ-ধাঁধানো নৈপুণ্যে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা৷ লিওনেল মেসি একই সঙ্গে বার্সেলোনার জার্সিতে স্পর্শ করেছেন ৫০০তম গোলের অনন্য মাইলফলক৷ মেসি ভক্তদের বন্দনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷
বিজ্ঞাপন
রোববার রাতে রোমাঞ্চকর এল ক্লাসিকো ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা৷ লা লিগা'র শেষ দিকে এসে দুই দলের পয়েন্টই এখন ৭৫৷ তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে উঠলো এক ম্যাচ বেশি খেলা কাতালান ক্লাবটি৷ ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলেছেন মেসি৷ বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে প্রায় এক দশক ধরে মেসির প্রতিদ্বন্দ্বী রোনালদো ছিলেন নিষ্প্রভ৷ এরই সঙ্গে লা লিগায় হওয়া ক্লাসিকোতে সর্বোচ্চ ১৫টি গোল করে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানোকে ছাড়িয়ে রেকর্ডটা একার করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক৷
এবারের লা লিগায় মেসির ৩১তম গোলটি বার্সেলোনার জার্সিতে সব মিলিয়ে ৫০০তম৷ অবিস্মরণীয় এই গোলের পর গর্বের জার্সি খুলে রেফারির হলুদ কার্ডে ভ্রুক্ষেপ না দেখিয়ে স্তব্ধ গ্যালারির দিকে তুলে ধরেন পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলার৷ ম্যাচের শেষ মুহূর্তের গোলের ভিডিওটি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷
আহমেদ শিপন লিখেছেন, ‘‘বার্সেলোনার বর্তমান অফ ফর্ম, নেইমারবিহীন বার্সা অনেকটাই দুর্বল, আবার খেলাটাও রিয়ালের ঘরের মাঠ বার্নাব্যুতে৷ সবকিছু মিলিয়ে বার্সেলোনা সাপোর্টারেরা একটি অন্ধকার ঘরে ঘুরপাক খাচ্ছিল৷ যেন তারা ঘর থেকে বের হওয়ার দরজাটা খুঁজে পাচ্ছিল না৷ তবুও তারা সেই অন্ধকার ঘরে বসেই আশার প্রদীপ জ্বালিয়েছিল৷ সেই আশার প্রদীপটাই শেষ পর্যন্ত পুরো ঘরকে আলোকিত করে দিল৷ মেসির ক্ষেত্রে ব্যাপারটা হলো তিনি যুদ্ধে নামলেন, শত্রুদের পরাজিত করে মুকুটখানা তার মাথায় তুলে নিলেন৷''
শীর্ষ আয়ের ১০ খেলোয়াড়
উচ্চ বেতন, স্পন্সরশিপ আর পরিধেয় বিক্রি – এই করেই অনেক টাকা আয় করেন ক্রীড়াবিদরা৷ ফোর্বস ম্যাগাজিন সম্প্রতি অর্থ আয়ের দিকে দিয়ে শীর্ষ খেলোয়াড়দের একটি তালিকা প্রকাশ করেছে৷ এতে আপনার প্রিয় তারকা স্থান পেয়েছে কিনা দেখে নিন৷
ছবি: Getty Images/Afp/John Gurzinski
অপরাজিত মেওয়েদার
মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার জুনিয়রকে এখনও কেউ হারাতে পারেনি৷ তাইতো ৪৭ বার লড়াইয়ে মুখোমুখি হয়ে প্রতিবারই জয় নিয়ে ফিরেছেন মেওয়েদার৷ তিনি যে গত বছর ১০৫ মিলিয়ন ডলার আয় করবেন তাতে আর অবাক হওয়ার কি আছে! ফোর্বসের তালিকায় স্বভাবতই তাঁর নাম সবার ওপরে৷
ছবি: Getty Images/Afp/John Gurzinski
যেমন খেলা তেমন ফ্যাশন
খেলার মাঠে যেমন তিনি জাদু দেখিয়ে থাকেন, মাঠের বাইরেও যেন তিনি ফ্যাশনের রাজা৷ তাইতো নিজের নামেই রয়েছে একটি ফ্যাশন ব্র্যান্ড৷ সবমিলিয়ে আয়টাও তাই অনেক – প্রায় ৮০ মিলিয়ন ডলার৷ ফলে সবচেয়ে বেশি অর্থ আয় করা ফুটবলারও তিনি৷
ছবি: picture-alliance/dpa
শুধু বলই নয় নিজের বাস্কেটে পুরেছেন অর্থও
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন, এনবিএ-র চারবারের ‘সবচেয়ে মূল্যবান খেলোয়াড়’ ২৯ বছর বয়সি লেবরন জেমস৷ গত বছর তাঁর আয় ছিল ৭২.৩ মিলিয়ন ডলার৷
ছবি: Getty Images
লিওনেল মেসি
চারবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি৷ মাঠে কে সেরা মেসি না রোনাল্ডো – এই প্রশ্ন করা গেলেও ফ্যাশন জগতে সেটা করা যাবে না৷ কারণ সেখানে রোনাল্ডোর কাছে মেসি যেন একেবারেই শিশু৷ এ কারণেই বোধ হয় বাৎসরিক আয়টা রোনাল্ডোরই বেশি৷ সিআর সেভেনের যেখানে ৮০ মিলিয়ন, মেসির সেখানে ৬৪.৭ মিলিয়ন ডলার৷
ছবি: Getty Images
বিজ্ঞাপনে মেসির সঙ্গী ব্রায়ান্ট
যুক্তরাষ্ট্রের বাস্কেটবল আইকন কোবে ব্রায়ান্টকে অনেকেই হয়ত চিনে থাকবেন একটি বিজ্ঞাপনে মেসির সঙ্গী হিসেবে৷ পাঁচবারের এনবিএ চ্যাম্পিয়নের বয়সটা ৩৬ হলেও এখনও আয় করে যাচ্ছেন দেদারসে৷ গতবছর তাঁর আয় হয়েছিল ৬১.৫ মিলিয়ন ডলার৷
ছবি: dapd
বিলিওনিয়ার গলফার
হয়ত তিনি ক্যারিয়ারের সেরা সময়ে নেই তবুও গলফারদের মধ্যে এখনও সবচেয়ে বেশি আয় করছেন টাইগার উডস৷ কারণ তিনি টাইগার উডস! খেলার চেয়ে স্পন্সরশিপ থেকেই এখনও অনেক অর্থ পাচ্ছেন তিনি৷ উডসই প্রথম ক্রীড়াবিদ যিনি ক্যারিয়ারে ১ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছেন৷
ছবি: Reuters
উডসের মতোই অবস্থা ফেদেরারের
একসময় ছিলেন টেনিসের রাজা৷ কিন্তু জোকোভিচ আর নাদালের কাছে শীর্ষস্থান হারালেও আয় টেনিস খেলোয়াড়দের মধ্যে এখনও সেরা রজার ফেদেরার৷ গেল বছরে তাঁর আয় ছিল ৫৬.২ মিলিয়ন ডলার৷
ছবি: picture-alliance/dpa/Salvatore Di Nolfi
ফিল মিকেলসন
টাইগার উডসের জগতের মানুষ মিকেলসন ক্যারিয়ারে ৫০টিরও বেশি প্রতিযোগিতায় সেরা হয়েছে৷ ৪৪ বছর বয়সি মিকেলসনের আয় ছিল ৫৩.২ মিলিয়ন ডলার৷
ছবি: Reuters
ইনজুরিও দমিয়ে রাখতে পারেনি নাদালকে
রাফায়েল নাদালের হিংস্রতা হয়ত তাঁর প্রতিদ্বন্দ্বীদের পছন্দ নয়৷ কিন্তু তাতে কী! এই হিংস্র মনোভাবের কারণেই নাদালকে পছন্দ করেন তাঁর অনেক ভক্ত৷ স্প্যানিশ এই টেনিস খেলোয়াড়ের গতবারের আয় ছিল ৪৪.৪ মিলিয়ন ডলার৷
ছবি: picture-alliance/dpa
অ্যামেরিকান ফুটবলের প্রতিনিধি
শীর্ষ আয়ের খেলোয়াড়ের তালিকায় অ্যামেরিকান ফুটবলার মাট রায়ানই একমাত্র প্রতিনিধি৷ গতবছরই তিনি একটি নতুন চুক্তি সই করেন৷ ফলে তাঁর আয় দাঁড়ায় ৪৩.৮ মিলিয়ন ডলারে৷
ছবি: Imago
শীর্ষ নারী শারাপোভা
ফোর্বসের তালিকাটা ১০০ জনের৷ এর মধ্যে প্রথম ৩৩ জনই পুরুষ৷ নারী নামের দেখা পাওয়া যাবে ৩৪-এ গিয়ে৷ তিনি মারিয়া শারাপোভা৷ খেলা, স্পন্সর আর ক্যান্ডি কোম্পানি ‘সুগারপোভা’ – সব মিলিয়ে ভালই আয় করছেন তিনি৷
ছবি: picture-alliance/dpa
11 ছবি1 | 11
আনোয়ার পাঠান লিখেছেন, ‘‘বার্সার হয়ে ৫০০ তম গোলটি করেই ফেললেন লিওনেল মেসি! তাও আবার তার প্রিয় প্রতিপক্ষ রিয়ালের জালে বল ঢুকিয়ে এবং তাদের হোমগ্রাউন্ডেই৷''
জয় প্যাটেল লিখেছেন, যখন আপনি ভাবছেন ম্যাচ শেষ হয়ে গেছে, ঠিক সেই সময় ঈশ্বর এসে যেন আপনাকে উদ্ধার করল৷''
ফেসবুকেও মেসি ভক্তরা ভিডিও ও ছবি শেয়ার করেছেন প্রিয় ফুটবলারের৷ সজল ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘মেসি, এত বাধা পেড়িয়ে তুমিই পারো একমাত্র দলকে জেতাতে৷ এক মিনিট নীরবতা তাদের জন্য যারা বলেছিল, বার্সা আজ চারটা খাবে৷ বিশ্বের সেরা খেলোয়াড় যখন গোল করে তখন অন্য ম্যাচের সুপারস্টাররা শুধু দেখে যায়৷ মেসি তুমি সর্বকালের সেরাদের সেরা৷''
মোহাম্মদ নাজিম ফেসবুকে লিখেছেন, ‘‘মেসি দ্য বস! হিংস্র বাঘকে যখন আক্রমণ করা হয় তখন তার শক্তি ও জেদ কয়েকগুণ বেড়ে যায়, হয়ে ওঠে অপ্রতিরোধ্য৷ মেসিকে আহত করে নিজেদের লক্ষ্যে উপনীত হওয়ার জন্য ইচ্ছা করেই মেসিকে মার্সেলোর কনুই দিয়ে খুব জোরে আঘাত করে মুখ রক্তাক্ত করার পরও মেসি মাঠ ছাড়েননি৷ মুখে ব্যান্ডেজ পরেই খেলা চালিয়ে যান৷ ''
দেবজিত সিনহা টুইটারে লিখেছেন, ‘‘আমার ঠাকুরদা পেলে'র কথা শুনিয়েছিলেন আমাকে, বাবা বলতেন ম্যারাডোনার কথা আর আমি আমার ছেলেকে শোনাবো মেসি'র কথা৷''
আশিকুর রহমান রিয়াদ লিখেছেন, ‘‘সমালোচকরা যা-ই বলুক, তুমিই সময়ের শ্রেষ্ঠ খেলোয়াড়৷ হ্যাঁ, তুমিই লিওনেল মেসি৷''
শিকদার সায়মন লিখেছেন, ‘‘মেসি ফুটবল না খেললে ফুটবল খেলাটাই অপূর্ণ থেকে যেত৷ ‘লিওনেল মেসি' তুমি অসাধারণ৷ সত্যিকারের চ্যাম্পিয়ন৷''
মোহাম্মদ সাঈফ লিখেছেন, ‘‘এল ক্লাসিকো ম্যাচে মেসি আলো ছড়ালেও এদিন নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো৷ মেসির জাদুকরী খেলার কাছে অনেকটা অসহায়ত্ব ফুটে উঠেছে রোনালদোর চেহারায়৷''
রফিকউল্লাহ রোমেল ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘মাঝে মাঝে প্ল্যাটফর্ম আর ব্যাকগ্রাউন্ড অপ্রয়োজনীয় হয়ে যায়৷ ম্যাজিক, প্রফেসি, লিডারশিপ, ফাইটিং স্পিরিট আর সবার উপরে নেভার সে ডাই এটিটিউড-সবই ......ছিলো মেসি'র মধ্যে৷ নাই বা জিতুক আর্জেন্টিনা কোনোদিন বিশ্বকাপ, ব্যালন ডি অর এ ক্রিশ্চিয়ানো যতই এগিয়ে থাক৷ আমরা বলতে পারবো, এই মেসির যুগে আমরা ফুটবল খেলা দেখতাম৷ ''
ফুটবল তারকাদের সুন্দরী বান্ধবীদের ছবি
স্মার্ট, সুন্দরী, যৌন আবেদনময়ী – বিশ্বখ্যাত তারকাদের বান্ধবীদের সঙ্গে সবগুলো বিশেষণই যে মানানসই! তাই চলুন, মাঠ কাঁপানো ফুটবলারদের ঘর কাঁপানো সুন্দরী সঙ্গিনীদের একনজর দেখে নেওয়া যাক৷
ছবি: picture-alliance/dpa
নগ্ন রোনাল্ডো
বিখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য কয়েকবছর আগে নগ্ন হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ তৎকালীন বান্ধবী ইরিনা শেইখের সঙ্গে তোলা সে ছবি প্রকাশও হয়েছে৷ রুশ মডেল শেইখের সঙ্গে রোনোল্ডোর সম্পর্কের শুরু হয় ২০১০ সালে৷ তবে, কয়েকবছরের মধ্যেই শেষ হয়ে যায় সেই সম্পর্ক৷
ছবি: picture-alliance/dpa
নেইমারের নতুন প্রেম
সুপার মডেলদের প্রতি ফুটবলারদের টান বোধহয় একটু বেশিই থাকে৷ ব্রাজিলের নেইমারের কথাই ধরুন৷ রোনাল্ডো এবং মেসির মতো তিনিও এক মডেলের সঙ্গেই থাকেন৷ সাও পাওলোতে জন্ম নেয়া গাব্রিয়েলা লেন্সির সঙ্গে নেইমারের সম্পর্ক অবশ্য খুব বেশি দিনের নয়৷
ছবি: picture-alliance/dpa
উদার বালোতেল্লি
গত ইউরো কাপে জার্মানিকে লজ্জায় ফেলা মারিও বালোতেল্লি মেয়েদের ব্যাপারে একটু বেশিই উদার৷ ইতোমধ্যে বেশ কয়েকবার বান্ধবী বদল করেছেন ২৩ বছর বয়সি এই তারকা৷ সর্বশেষ ২০১৩ সালে ফ্যান্নি নেগুয়েশার সঙ্গে সম্পর্ক গড়েন তিনি৷ এই সম্পর্কে দীর্ঘস্থায়ী হবে বলে আশা করছেন অনেকে৷ তবে বালোতেল্লির উপর ভরসা করা একটু কঠিনই!
ছবি: imago/Milestone Media
শোয়াইনস্টাইগারের বান্ধবী
জার্মান ফুটবলার বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের বান্ধবী হিসেবেই বেশি পরিচিত সারা ব্রান্ডনার৷ তবে পেশাগতভাবে তিনি মডেল৷ ২০০৭ সাল থেকে একসঙ্গেই আছেন এই জুটি৷
ছবি: Getty Images
সাংবাদিক বান্ধবী
স্পেনের ফুটবল তারকা ইকার ক্যাসিয়াসের বান্ধবী সারা কার্বোনেরো পেশায় সাংবাদিক৷ ছেলেবন্ধুটি যখন মাঠে খেলায় ব্যস্ত থাকেন, তিনি তখন মাঠে থাকেন খেলা ‘কভার’ করতে৷ মাঝে মাঝে গোলপোস্টের কাছে গিয়ে কাসিয়াসকে ‘একটু বিরক্তও’ করেন তিনি৷
ছবি: imago/alterphotos
সংগীতশিল্পীর ছেলেবন্ধু
সংগীত তারকা হিসেবে বেশ পরিচিত ম্যান্ডি কাপ্রিস্টো৷ ২৪ বছর বয়সি এই জার্মান গায়িকার সঙ্গে মেসুত ও্যজিলের সম্পর্কের শুরু হয় ২০১৩ সালে৷
ছবি: imago/Future Image
মেসির সাফল্যের নেপথ্যে
ফুটবল মাঠে লিওনেল মেসির সফলতার পেছনে যে নারীর বিশেষ অবদান রয়েছে, তিনি হলেন আন্তোনেলা রোকুৎসো৷ মেসির সন্তানের মা তিনি৷ গত তিন বছর ধরে একসঙ্গে আছেন এই জুটি৷ রোকুৎসো পেশায় একজন মডেল৷
ছবি: imago/GEPA pictures
মডেল নার্গি
ইটালির ফুটবলার আলেকসান্দ্রো মাট্রির বান্ধবী ফেডেরিকা নার্গি৷ ১৯৯০ সালে জন্ম নেয়া এই নারীও পেশায় মডেল৷
ছবি: imago/Milestone Media
শাকিরার বন্ধু
কলম্বিয়ান সংগীত শিল্পী শাকিরা অবশ্য নিজের পরিচয়েই গোটা বিশ্বে পরিচিত৷ একের পর এক সুপার হিট গান দেওয়া এই শিল্পীর সঙ্গে ফুটবলার জেরার্ড পিকের সম্পর্ক চলছে সেই ২০১০ সালে থেকে৷ এই জুটির একমাত্র সন্তানের নাম মিলান পিকে মেবারক৷
ছবি: imago/PicturePerfect
গ্যার্কের সঙ্গে খেদিরা
জার্মান টেলিভিশন সঞ্চালিকা এবং ফ্যাশন মডেল লেনা গ্যার্কের সঙ্গে সামি খেদিরার সম্পর্কের শুরু হয় ২০১১ সালে৷ আগে বার্লিন এবং নিউ ইয়র্ক শহরে বসবাস করলেও এখন খেদিরাকেই বেশি সময় দেন গ্যার্কে, থাকেন তাই মাদ্রিদে৷