1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দামি জার্মান খেলোয়াড়

৪ সেপ্টেম্বর ২০১৩

দামি বলতে টাকার অঙ্কে: আর্সেনাল রেয়াল মাদ্রিদের কাছ থেকে ও্যজিলকে কিনল পাঁচ কোটি ইউরো মূল্যে৷ ওদিকে গ্যারেথ বেলের জন্য আর্সেনাল পেল দশ কোটি ইউরো৷ বেল খুশি, ও্যজিল খুশি৷ যেন ফুটবলের রূপকথা৷

GettyImages 143320446 HAMBURG, GERMANY - NOVEMBER 14: Mesut Oezil of Germany poses during a national team photocall on November 14, 2011 in Hamburg, Germany. (Photo by Oliver Hurst - Pool/Bongarts/Getty Images)
ছবি: Bongarts/Getty Images

মাদ্রিদ ইতিমধ্যেই ‘প্রিন্স অফ ওয়েল্স' গ্যারেথ বেলকে ফ্যানদের সামনে পরিবেশন করে ফেলেছে৷ বেল-ও যতটা পারেন ভাঙা ভাঙা স্প্যানিশে ‘স্বপ্ন সফল হলো' ইত্যাদি বলে ফেলেছেন৷ ডেভিড বেকহ্যামের জার্সি বেচেই সেকালে ট্রান্সফারের খরচা প্রায় তুলে নিয়েছিল মাদ্রিদ৷ এবার বেলের জার্সি কেমন বিকোয় দেখা যাক৷

বেলের ট্রান্সফারের মতো ও্যজিলের ট্রান্সফারও শেষ দিনে – সোমবার৷ এরপর এ মরশুমের ট্রান্সফার উইনডো বন্ধ৷ কাজেই বেল-ও্যজিলের বহুমূল্য – বলতে কি, রেকর্ড ট্রান্সফার তো খবর হবেই, তায় নাটকীয়তায় যে কোনো সিটকমকে ছাড়িয়ে যায়৷ ফুটবল নামক যে আধুনিক ব্যবসায়টি আছে, তা-তে জার্সি বেচতে হলে চিত্রনাট্য এরকমই নিখুঁত হওয়া চাই৷

ও্যজিলকে বেচো না'

বেলের ট্রান্সফার দশ কোটি, ও্যজিলের পাঁচ কোটি৷ মনে রাখা সহজ, যেন কৌন বনেগা ক্রোড়পতি৷ বেলের ট্রান্সফারের ধাক্কায় রেয়াল থেকে ও্যজিলের বিদায়ে ফ্যানদের চোখে কোনো অশ্রুধারা বয়নি বলেই ধরে নেওয়া যায় – যদিও বেলকে ফ্যানদের সামনে উপস্থাপন করার সময়েও কয়েক হাজার ফ্যান ‘ও্যজিলকে বেচো না' শালু তুলে ধরেছিল৷

গ্যারেথ বেল যার মূল্য দশ কোটি ইউরোছবি: Reuters

ওদিকে আর্সেনালের ফ্যানরাও খুশি, কেননা গানারদের কোষে বেশ কিছু মিলিয়ন জমেছিল; সেগুলোর সদ্ব্যবহার করে কোনো নামি-দামি প্লেয়ার কেনা হোক, এটাই ছিল আর্সেনালের ফ্যানদের দাবি কিংবা প্রত্যাশা৷ কোচ আর্সেন ওয়েঙ্গার সে প্রত্যাশা পূরণ করলেন খোদ রেয়াল থেকে প্লে-মেকার ও্যজিলকে এনে৷ জার্মান জাতীয় দলে ও্যজিলের দু'জন সতীর্থ, পের মের্টেসাকার এবং লুকাস পোডোলস্কি ইতিমধ্যেই গানারদের হয়ে খেলছেন৷ কাজেই ও্যজিলের কাছেও লন্ডন এক ধরনের হোম অ্যাওয়ে ফ্রম হোম হয়ে উঠবে বলেই ধরে নেওয়া যায়৷

শেষমেষ খেলতে হবে সকলকেই

ও্যজিলের বাবা মুস্তাফা ও্যজিলের সূত্রে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, মেসুত ও্যজিল নাকি গানারদের কাছ থেকে পাঁচ বছরের কনট্র্যাক্ট পাচ্ছেন৷ ও্যজিল নিজে তাঁর ঝটিতি ট্রান্সফারের ব্যাপারটা চমৎকার ম্যানেজ করেছেন৷ কয়েকদিন আগেও তাঁকে বলতে শোনা গেছে, বেল আসুক আর যে-ই আসুক, ও-তে তিনি ভয় পান না; তাঁর নাকি রেয়াল মাদ্রিদ ছাড়ার কোনো পরিকল্পনা নেই৷

কিন্তু ও্যজিলের মতো একজন ২৪ বছর বয়সি প্লেয়ারকে – তা সে যত বড় স্টারই হোক না কেন – নরম করার পন্থা রেয়ালের স্ট্র্যাটেজিস্টরা জানেন৷ গত রবিবারেও অ্যাথলেটিক বিলবাও-এর বিরুদ্ধে ৯০ মিনিটের ম্যাচে রেয়ালের নতুন কোচ কার্লো অ্যানসেলত্তি ও্যজিলকে সারাটা সময় বেঞ্চে বসিয়ে রেখেছেন৷ রেয়াল জেতে ৩-১ গোলে৷ তারপর স্টেডিয়ামেই ফ্যানদের সামনে রাজকীয় কায়দায় প্রিন্স অফ ওয়েল্স গ্যারেথ বেলকে পরিবেশন করা হয়৷ এ সবের পর যখন আর্সেন ওয়েঙ্গার ও্যজিলের সঙ্গে নিজে আলাপ করে তাঁকে আর্সেনালে আসার সাদর আমন্ত্রণ জানান, তখন ও্যজিলের না বলার মতো অবস্থা ছিল না বলে ধরে নেওয়া যেতে পারে৷

ও্যজিল সানন্দে হ্যাঁ বলেছেন৷ গানারারা খুশি৷ সবচেয়ে খুশি জার্মান জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভ: ও্যজিল মাদ্রিদেই থাকুন আর লন্ডনেই যান, ল্যোভের প্রয়োজন এমন একজন ও্যজিল, যাঁর মাথায় অন্যান্য নানা চিন্তা ঘুরছে না৷ বিশ্বকাপের কোয়ালি-র ‘গরম পর্যায়' শুরু হতে চলেছে৷ এবার ও্যজিলের ‘মাথা যখন পরিষ্কার', তখন ল্যোভ দেখছেন, ব্রাজিলে নামার জন্য ল্যান্ডিং রান শুরু হয়েছে৷

এসি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ