1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদায় ‘গজল সম্রাট'

১৪ জুন ২০১২

‘গজল সম্রাট' খ্যাত ভারতীয় বংশোদ্ভূত কিংবদন্তী পাকিস্তানি গায়ক মেহদি হাসান আর নেই৷ তাঁর মৃত্যুতে ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সংগীত প্রিয় মানুষ গভীরভাবে শোকাহত৷ শুক্রবার তাঁকে দাফন করা হবে৷

ছবি: dapd

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার মারা গেলেন জনপ্রিয় গজল শিল্পী মেহদি হাসান৷ মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর৷ তবে অসুস্থতার কারণে গত ১০ বছর ধরে তিনি আর গান গাইতে পারেননি৷

১৯২৭ সালে তৎকালীন ভারতে জন্ম গ্রহণ করেন এই মহান শিল্পী৷ পরে ১৯৪৭ সালে ভারত বিভক্ত হলে সপরিবারে মুসলিম অধ্যুষিত পাকিস্তানে পাড়ি জমান মেহদি হাসান৷ তবে কর্মজীবনের প্রথমদিকে সাইকেল দোকানে এবং গাড়ি মেরামতের কাজ করতে হয়েছে এই প্রতিভাবান শিল্পীকে৷ পরে তাঁর গানের প্রতিভা বিকশিত হলে তিনি সেসব কাজ ছেড়ে একনিষ্ঠভাবে সুরের ভূবনে মনোনিবেশ করেন৷ পাকিস্তানের ঘরে ঘরে, বাজারে ও যানবাহনে প্রায়ই শোনা যায় মেহদি হাসানের গজল৷ এছাড়া পাকিস্তানের তিন শতাধিক চলচ্চিত্রে স্থান পেয়েছে তাঁর সুর ও গান৷

এমন বড় মাপের সুরস্রষ্টার মৃত্যুতে শোকাহত ভারত, পাকিস্তান ও বাংলাদেশের সংগীত জগত৷ ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী লতা মঙ্গেশকর মেহদি হাসান'কে বলতেন ‘স্রষ্টার কণ্ঠ'৷ তাঁর মৃত্যুতে মঙ্গেশকর বলেন, ‘‘তাঁর মতো শিল্পী হাজার বছরে একজনই জন্মায়৷ তাঁর প্রয়াণে সংগীত জগত এক মহান ও কিংবদন্তী শিল্পীকে হারালো৷''

মেহদি হাসানের কাছে গান শিখেছিলেন জনপ্রিয় শিল্পী তালাত আজিজ৷ তিনি বলেন, ‘‘আর কখনও দ্বিতীয় মেহদি হাসান আসবে না৷ আমি তাঁর শিষ্য ছিলাম৷ আমি তাঁর সাথে অনেক সময় কাটিয়েছি৷ আমার কাছে তিনি একজন তারকা৷ তিনি গজল জগতের এক মূল্যবান সম্পদ ছিলেন৷''

বাংলাদেশের জনপ্রিয় শিল্পী শাহনাজ রহমতউল্লাহ মেহদি হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘‘মেহদি হাসান শিল্পী হিসেবে যেমন ছিলেন রুচিশীল, মানুষ হিসেবেও তাই৷ তাঁর কথা বলা ও ব্যবহার এতটাই মার্জিত ছিল যে, তাঁর ব্যক্তিত্বের প্রভাব যে কাউকে ছাড়িয়ে যেত৷ গজলের দরবারের শাহেনশাহ ছিলেন তিনি৷ তবে তিনি গজলকে শাসন করেননি, ছড়িয়ে দিয়েছেন৷''

এএইচ / ডিজি (এপি, পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ