1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মোদীকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত'

৫ জুন ২০১৫

বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দু'দেশেই এ নিয়ে আলোচনা চলছে৷ সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম টুইটারে এ সফরের খবর আর তা নিয়ে মন্তব্যের ছড়াছড়ি৷

Staatsbesuch Indiens premierminister Modi besucht China
ছবি: Imago/Xinhua

শনিবার বাংলাদেশে যাচ্ছেন নরেন্দ্র মোদী৷ সফরের জন্য মোদী নিজেও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন৷ ভারতের প্রধানমন্ত্রী বরাবরই টুইটারে সক্রিয়৷ আসন্ন সফরটি নিয়েও টুইট করেছেন তিনি৷ সেখানে নিজের প্রথম বাংলাদেশ সফর সম্পর্কে মোদী লিখেছেন, ‘‘আমার এই বাংলাদেশ সফর দু'দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করবে এবং দু'দেশের নাগরিকদের জন্যই যে তা লাভজনক হবে সে বিষয়ে আমি আত্মবিশ্বাসী৷''

নরেন্দ্র মোদীর সফরসঙ্গী হয়ে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও যাচ্ছেন বাংলাদেশে৷ এ সফর নিয়ে তিনিও বেশ আশাবাদী৷ টুইটারে মমতা লিখেছেন, ‘‘আরও দৃঢ় হোক আমাদের দুই দেশের মানুষের সৌভ্রাতৃত্বের বন্ধন৷''

গত কয়েকদিন ধরে দু'দেশেই গুরুত্ব পাচ্ছে বিজেপি নেতা নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বাংলাদেশ সফরে যাবার খবর৷ ঢাকায় মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন৷ এ খবর আছে টুইটারেও৷

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে যে মোদীর বৈঠক হবে না – এ বিষয়টির দিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন একজন৷

তবে শেষ মুহূর্তের খবর, খালেদা জিয়ার সঙ্গে রবি বার মোদীর বৈঠক হতে পারে৷

বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রীর খুব গুরুত্বপূর্ণ এ বৈঠকের আগে আরেকটি সুখবরও পেয়েছে দু'দেশের মানুষ৷ ইতিমধ্যে চালু হয়ে গেছে ঢাকা-আগরতলা বাস সার্ভিস৷ এ খবর কেউ কেউ সানন্দে টুইট করেছেন৷মমতা ব্যানার্জি নিজেও খবরটি সবাইকে জানাতে ভোলেননি

নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর সপ্তাহ দুয়েক ধরেই স্থান পাচ্ছে সংবাদ শিরোনামে৷ টুইটারেও নিয়মিত আসছে সফর সংক্রান্ত নানা খবর৷ সফরে বাংলাদেশ কী পেতে পারে আর কী কী না পাওয়ার আশঙ্কা বেশি এ সব খবরও আছে টুইটারে৷ একজন শেয়ার করেছেন, ‘ডেইলি স্টার'-এ প্রকাশিত ‘মোদীর বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি স্বাক্ষর হচ্ছে না' শিরোনামের খবরটি৷

তারপরও দু'দেশের মানুষ খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের দিকে৷ মোদীকে স্বাগত জানানোর জন্য ঢাকা শহর প্রস্তুত৷ টুইটারে সে খবরও ছবিসহ জানিয়েছেন একজন৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ