1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোবাইল থেকে মোবাইলে বিনা খরচায় কল

১৩ সেপ্টেম্বর ২০১০

ইন্টারনেটে চ্যাটিং এখন আর নতুন কোন বিষয় নয়৷ পিসি-টু-পিসি কলও অনেকের কাছে পানিভাত৷ গুগল, ইয়াহু, হটমেইল -- সবারই আছে এই সেবা৷ তাহলে আর নতুন কী থাকলো! নাকি কথাবলার ইন্টারনেট প্রযুক্তি সীমাবদ্ধ হয়ে যাচ্ছে দিনেদিনে?

skype, মোবাইল, কল, স্কাইপ

ব্যাপারটা মোটেই সেরকম নয়৷ বরং ইন্টারনেট কলকে এখন জুড়ে দেয়া হচ্ছে মোবাইলে৷ মানে, মোবাইল থেকে মোবাইলে কথা বলা যাবে ইন্টারনেট ম্যাসেঞ্জার ব্যবহার করে৷ সেক্ষেত্রে এই কল হবে বিনা খরচায়৷ তবে মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকতে হবে৷

লুক্সেমবুর্গ থেকে শুরু

ইউরোপের ছোট্ট একটি দেশ লুক্সেমবুর্গ৷ সেদেশে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় স্কাইপ লিমিটেড সংক্ষেপে স্কাইপ৷ প্রতিষ্ঠানটির মূল সেবা ইন্টারনেট ভিত্তিক৷ প্রথম দিকে স্কাইপ তেমন একটা জনপ্রিয় না হলেও ইদানিং এটি বেশ নাম কুড়াচ্ছে৷ বিশেষ করে বাংলাদেশে এটির ব্যবহার ব্যাপক বাড়ছে৷ ইন্টারনেট বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবের এই প্রসঙ্গে বলেন, ইন্টারনেট সেবাদাতা হিসেবে আমরা দেখি যে, আমাদের অধিকাংশ ট্রাফিকের একটা বড় অংশ আসলে স্কাইপ ট্রাফিক৷ আমাদের দেশে কল টার্মিনেশন অবৈধ, কিন্তু স্কাইপের মাধ্যমে মানুষ এই কাজটি করে নিচ্ছে৷

ডাউনলোড স্কাইপ

বর্তমানে একটু ভালোমানের মোবাইলে সুযোগ থাকে সফটওয়্যার ডাউনলোডের৷ তো সেই সুযোগটাই কাজে লাগিয়ে ডাউনলোড করে ফেলুন স্কাইপ৷ নোকিয়া ব্যবহারকারীরা ওভি ওয়েবসাইটে পাবেন স্কাইপের বিশেষ মোবাইল সংস্করণ৷ আইফোনের জন্যও রয়েছে সফটওয়্যারটির বিশেষ সংস্করণ৷

নানা জনের নানা মত

স্কাইপ ব্যবহারকারীদের মতে, এর শব্দের মান খুব ভালো৷ একইসঙ্গে ভিডিও চ্যাটিং এর সুবিধাও অন্যান্য ম্যাসেঞ্জারের চেয়ে উন্নত৷ স্কাইপার মহিউদ্দিন নিলয়ের কথায়, এটা আমি আমার সেলফোনে লোড করে নিয়েছি৷ ফলে বিদেশে থাকা বন্ধুদের সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়ে গেছে৷

ব্লগার আলী মাহমেদ জানান, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার কিছু জায়গায় কল করলে মিনিটে ১৮০ টাকা লাগে৷ কেন আমরা ফোন কোম্পানিগুলোকে একগাদা টাকা দেবো৷ তারচেয়ে সবার স্কাইপ আইডি ব্যবহার করা উচিত৷

মোবাইলে ইন্টারনেট থাকলে ফ্রি

শুরুতেই বলেছিলাম, ইন্টারনেট সংযোগ থাকলে মোবাইলে ব্যবহার করা যাবে স্কাইপ৷ তারপরও অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশে এই সেবা কী সত্যিই বিনা খরচায় পাওয়া যাবে? চলুন শুনি সুমন আহমেদ সাবের এই প্রসঙ্গে কী বলেন৷ সিমন বলছেন, এখন অনেক মোবাইলেই ওয়াইফাই আছে৷ তাঁরা এই নেটওয়ার্ক ব্যবহার করে বিনা খরচায় কল করতে পারে৷ ওয়াইফাই না থাকলে সেক্ষেত্রে জিপিআরএস বা মোবাইল ইন্টারনেট সার্ভিস ব্যবহার করে স্কাইপ কল করা সম্ভব৷ অনেকে মাসিক নির্দিষ্ট হারে মোবাইল ইন্টারনেট বিল দেন৷ তাঁদের ক্ষেত্রে স্কাইপ ব্যবহার বাড়তি কোন খরচের ব্যাপার নয়৷

দুর্বল ইন্টারনেট

তবে, বাংলাদেশের দুর্বল ইন্টারনেট সংযোগ স্কাইপ ব্যবহারে মাঝে মাঝে সমস্যা তৈরি করে বলে মত অনেকের৷ ব্লগার তাজুল ইসলাম মুন্না'র কথায়, অনেক সময় ইন্টারনেটের গতি কম থাকার ফলে স্কাইপ ব্যবহারে সমস্যা হয়৷

উল্লেখ্য, বর্তমানে বিশ্বজুড়ে যত আন্তর্জাতিক কল হয়, তার ১৩ শতাংশই করা হয় স্কাইপ ব্যবহার করে৷ এই সফটওয়্যার দিয়ে বিভিন্ন দেশের মোবাইল বা ল্যান্ডফোন নম্বরেও কল করা সম্ভব৷ তবে, সেটি সাশ্রয়ী, কিন্তু একেবারে বিনা খরচার নয়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ