1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোসুল মুক্ত, তবে আইএস এখনো আছে

১০ জুলাই ২০১৭

রবিবার আইএসমুক্ত মোসুল শহরে পা রাখলেন ইরাকের প্রধানমন্ত্রী৷ তবে ইরাক থেকে তথাকথিত ইসলামিক স্টেট এখনো পুরোপুরি মুছে যায়নি৷ ইরাকে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েও দুশ্চিন্তা রয়ে গেছে৷

Irak Mossul Rückeroberung Besuch Premier Al-Abadi
ছবি: picture-alliance/Zuma/ Iraqi Prime Ministery

প্রায় ৯ মাসের সংগ্রামের পর ইরাকি বাহিনী মোসুল শহরকে আইএসমুক্ত করতে পেরেছে বলে তাদের অভিনন্দন জানালেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি৷ তিনি পায়ে হেঁটে শহরের কিছু অংশ পরিদর্শন করেন৷ টেলিভিশনে তাঁর সঙ্গে কিছু স্থানীয় বাসিন্দাকেও দেখা গেছে৷

প্রধানমন্ত্রী অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে শহরকে পুরোপুরি মুক্ত ঘোষণা করেননি৷ রবিবার শহরের পুরানো অংশে গোলাগুলির শব্দ শোনা গেছে৷ তাঁর মুখপাত্র স্বীকার করেছেন যে, শহরে এখনো কিছু আইএস জঙ্গি রয়ে গেছে৷ তাদের না সরিয়ে চূড়ান্ত জয়ের ঘোষণা করা হবে না৷

শহরটি প্রায় ৩ বছর ধরে আইএস-এর কবজায় ছিল৷ সেখানেই আইএস নেতা আবু বকর আল বাগদাদি খিলাফত ঘোষণা করেছিলেন৷ তবে এখনো ইরাকের কিছু বিচ্ছিন্ন অঞ্চলের উপর নিয়ন্ত্রণ রয়েছে আইএস-এর৷ মোসুল শহর ধরে রাখতে তারা মরিয়া হয়ে নিরীহ মানুষের মাঝে নারী আত্মঘাতী হামলাকারী পাঠাচ্ছিল বলে দাবি করেছেন ইরাকি বাহিনীর এক মুখপাত্র৷

মোসুল শহরের প্রায় সর্বত্র ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে৷ কিছু এলাকা প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে৷ হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ প্রায় ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে৷ শহরের নিয়ন্ত্রণ পুরোপুরি ইরাকের সরকারের হাতে চলে গেলেও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘাত আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ জাতিসংঘের মতে, শহরের মৌলিক অবকাঠামোর পুনর্গঠনের জন্য ১০০ কোটি ডলারের বেশি প্রয়োজন পড়বে৷

মোসুল শহরের মুক্তির পেছনে আন্তর্জাতিক কোয়ালিশন বাহিনীরও অবদান রয়েছে৷ আকাশপথে তারা ইরাকি বাহিনীকে নানাভাবে সহায়তা করেছে৷ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ তাই এই শহরের মুক্তির জন্য ফ্রান্সসহ সব দেশের বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন৷

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন ইরাকের প্রধানমন্ত্রী ও সে দেশের সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন৷

ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও তাদের এই সাফল্যে সন্তুষ্ট৷ কয়েক বছর আগেও ইরাকি বাহিনীর দুর্বলতা ও মনোবলের অভাব নিয়ে তুমুল সমালোচনা শোনা যেত৷ মসুল শহর উদ্ধারে তাদের অভিযান অনেক মহলে প্রশংসিত হচ্ছে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ