1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোহাম্মদ আলীর নক আউট

২১ ফেব্রুয়ারি ২০১৮

বক্সিংয়ের দুনিয়ায় তিনি এক চিরস্মরণীয় মানুষ৷ রিংকে যিনি ব্যবহার করেছেন রাজনীতির মঞ্চ হিসেবে৷ বলেছেন কালো মানুষের অধিকারের কথা৷ মোহাম্মদ আলীর কিছু নক আউটের ঝলক থাকলো এই ভাইরাল ভিডিওতে৷

Boxer Muhammad Ali vs. Joe Frazier
ছবি: picture-alliance/dpa

শুধু বক্সার বললে কম বলা হয়৷ তিনি একাধারে গায়ক, অভিনেতা এবং খুব বড় মাপের একজন অ্যাক্টিভিস্ট৷ ষাট সত্তরের দশকে রিংকে তিনি বানিয়েছিলেন রাজনীতির মঞ্চ৷ রাজনীতির মঞ্চকে লড়াইয়ের রিং৷ মোহাম্মদ আলী এখনো চিরস্মরণীয়৷

অ্যাফ্রো-অ্যামেরিকান যখন যুবক,মার্কিন মুলুক তখন সিভিল যুদ্ধের আগুনে জ্বলছে দাউ দাউ করে৷ কৃষ্ণাঙ্গ মানুষের ওপর চলছে অত্যাচার৷ শুধু তাই নয়, পাল্টা লড়াই দিচ্ছেন অ্যাফ্রো-অ্যামেরিকানরাও৷ চলছে আন্দোলন৷

সে সময়েই বক্সিংয়ের রিংয়ে নামেন আলী৷ নক আউটে একের পর এক হারিয়ে দিচ্ছেন বিপক্ষের তারকাদের৷ সকলে তাজ্জব হয়ে দেখছেন৷ সেই আলীই ভিয়েতনামে যেতে রাজি না হওয়ায় জেলে যান৷ তবু নিজের মত থেকে এক পা-ও সরে আসেননি৷ কেড়ে নেওয়া হয় পদক৷ শেষ পর্যন্ত ১৯৭১ সালে সুপ্রিম কোর্টের রায়ে সব কিছুই ফিরে পান তিনি৷ চার বছর পর আবার নামেন রিংয়ে৷ আবার তিনি বিধ্বংসী৷

শেষজীবনে অবশ্য পারকিনসন্সে আক্রান্ত হয়ে দীর্ঘ রোগসজ্জা ভোগ করেন৷ ২০১৬ সালের জুন মাসে মৃত্যু হয় তাঁর৷ রেখে যান অবস্মরণীয় কিছু মুহূর্ত৷ তারই ঝলক দেখা যায় এই ভিডিও-তে৷

 

এসজি/এসিবি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ