1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোহাম্মদ আলীর নক আউট

২১ ফেব্রুয়ারি ২০১৮

বক্সিংয়ের দুনিয়ায় তিনি এক চিরস্মরণীয় মানুষ৷ রিংকে যিনি ব্যবহার করেছেন রাজনীতির মঞ্চ হিসেবে৷ বলেছেন কালো মানুষের অধিকারের কথা৷ মোহাম্মদ আলীর কিছু নক আউটের ঝলক থাকলো এই ভাইরাল ভিডিওতে৷

Boxer Muhammad Ali vs. Joe Frazier
ছবি: picture-alliance/dpa

শুধু বক্সার বললে কম বলা হয়৷ তিনি একাধারে গায়ক, অভিনেতা এবং খুব বড় মাপের একজন অ্যাক্টিভিস্ট৷ ষাট সত্তরের দশকে রিংকে তিনি বানিয়েছিলেন রাজনীতির মঞ্চ৷ রাজনীতির মঞ্চকে লড়াইয়ের রিং৷ মোহাম্মদ আলী এখনো চিরস্মরণীয়৷

অ্যাফ্রো-অ্যামেরিকান যখন যুবক,মার্কিন মুলুক তখন সিভিল যুদ্ধের আগুনে জ্বলছে দাউ দাউ করে৷ কৃষ্ণাঙ্গ মানুষের ওপর চলছে অত্যাচার৷ শুধু তাই নয়, পাল্টা লড়াই দিচ্ছেন অ্যাফ্রো-অ্যামেরিকানরাও৷ চলছে আন্দোলন৷

সে সময়েই বক্সিংয়ের রিংয়ে নামেন আলী৷ নক আউটে একের পর এক হারিয়ে দিচ্ছেন বিপক্ষের তারকাদের৷ সকলে তাজ্জব হয়ে দেখছেন৷ সেই আলীই ভিয়েতনামে যেতে রাজি না হওয়ায় জেলে যান৷ তবু নিজের মত থেকে এক পা-ও সরে আসেননি৷ কেড়ে নেওয়া হয় পদক৷ শেষ পর্যন্ত ১৯৭১ সালে সুপ্রিম কোর্টের রায়ে সব কিছুই ফিরে পান তিনি৷ চার বছর পর আবার নামেন রিংয়ে৷ আবার তিনি বিধ্বংসী৷

শেষজীবনে অবশ্য পারকিনসন্সে আক্রান্ত হয়ে দীর্ঘ রোগসজ্জা ভোগ করেন৷ ২০১৬ সালের জুন মাসে মৃত্যু হয় তাঁর৷ রেখে যান অবস্মরণীয় কিছু মুহূর্ত৷ তারই ঝলক দেখা যায় এই ভিডিও-তে৷

 

এসজি/এসিবি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ