1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোহাম্মদ সালাহ'র অসাধারণ এক ভক্ত

২৬ ডিসেম্বর ২০১৮

সাত বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি৷ তাই বলে ফুটবলপ্রেম ধরে রাখতে, লিভারপুলের ভক্ত হতে এবং অবশেষে মোহাম্মদ সালাহসহ লিভারপুল দলের সবার মন জয় করতে কোনো অসুবিধা হয়নি তাঁর৷

BdTD Fußball Premier League - Wolverhampton Wanderers v Liverpool Torjubel Salah für Tabellenführer
ছবি: Reuters/Action Images/D. Staples

সাত বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি৷ তাই বলে ফুটবলপ্রেম ধরে রাখতে, লিভারপুলের ভক্ত হতে এবং অবশেষেমোহাম্মদ সালাহসহলিভারপুল দলের সবার মন জয় করতে কোনো অসুবিধা হয়নি তাঁর৷

নাম মাইক কিয়ারনি৷ এতদিন ছিলেন অখ্যাত এক লিভারপুল সমর্থক৷ কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল-নাপোলি ম্যাচ শেষে তাঁর নাম সবার মুখে মুখে৷ প্রথমে ইটালির ক্লাব নাপোলির বিপক্ষে সালাহ'র করা জয়সূচক গোলের সময় গ্যালারিতে গোল উদযাপন করতে দেখা যায় তাঁকে৷ কাজিন গার্সিয়াও ছিলেন সঙ্গে৷ ছোট্ট একটা ভিডিও৷ সেটাই ভাইরাল হয়ে যায়৷

মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ'রও নজরে পড়ে সেই ভিডিও৷ মুগ্ধ হয়ে মাইক আর গার্সিয়াকে জানিয়ে দেন লিভারপুলের ট্রেনিং গ্রাউন্ডে আসার আমন্ত্রণ৷ গল্পের বাকিটা ফুটবল-দুনিয়ার প্রায় সবারই জানা৷

গার্সিয়াকে সঙ্গে নিয়ে মাইক সোজা হাজির মেলউড গ্রাউন্ডে৷

তারপর অল রেড ভক্তদের স্বপ্নের মুহূর্তগুলো একে একে ধরা দেয় মাইক আর গার্সিয়ার কাছে৷ কোচ ইউর্গেন ক্লপ প্রথমে, তারপর একে একে সালাহ-সহ লিভারপুলের সব খেলোয়াড় এসে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান৷

সালাহ নিজের জার্সি তুলে দেন অসাধারণ দুই ভক্তের হাতে৷ তারকাসমৃদ্ধ ইংলিশ ক্লাবের প্রায় সবাই এসে তাতে সাক্ষর করেন, ছবি তোলেন ভক্তের সাথে৷

সেখানেই থেমে থাকেনি লিভারপুল৷ নিজেদের টুইটার অ্যাকাউন্টে ঘটা করে মাইক আর তাঁর কাজিনের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে তারা৷

একটি তথ্য তো মাইক সারাজীবনই মনে রাখবেন৷ সালাহ বলেছেন, ‘‘মাইকেল, তোমার সমর্থন আমার অনুপ্রেরণা৷''

এসিবি/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ