1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোহাম্মদ সালাহ'র অসাধারণ এক ভক্ত

২৬ ডিসেম্বর ২০১৮

সাত বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি৷ তাই বলে ফুটবলপ্রেম ধরে রাখতে, লিভারপুলের ভক্ত হতে এবং অবশেষে মোহাম্মদ সালাহসহ লিভারপুল দলের সবার মন জয় করতে কোনো অসুবিধা হয়নি তাঁর৷

BdTD Fußball Premier League - Wolverhampton Wanderers v Liverpool Torjubel Salah für Tabellenführer
ছবি: Reuters/Action Images/D. Staples

সাত বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি৷ তাই বলে ফুটবলপ্রেম ধরে রাখতে, লিভারপুলের ভক্ত হতে এবং অবশেষেমোহাম্মদ সালাহসহলিভারপুল দলের সবার মন জয় করতে কোনো অসুবিধা হয়নি তাঁর৷

নাম মাইক কিয়ারনি৷ এতদিন ছিলেন অখ্যাত এক লিভারপুল সমর্থক৷ কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল-নাপোলি ম্যাচ শেষে তাঁর নাম সবার মুখে মুখে৷ প্রথমে ইটালির ক্লাব নাপোলির বিপক্ষে সালাহ'র করা জয়সূচক গোলের সময় গ্যালারিতে গোল উদযাপন করতে দেখা যায় তাঁকে৷ কাজিন গার্সিয়াও ছিলেন সঙ্গে৷ ছোট্ট একটা ভিডিও৷ সেটাই ভাইরাল হয়ে যায়৷

মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ'রও নজরে পড়ে সেই ভিডিও৷ মুগ্ধ হয়ে মাইক আর গার্সিয়াকে জানিয়ে দেন লিভারপুলের ট্রেনিং গ্রাউন্ডে আসার আমন্ত্রণ৷ গল্পের বাকিটা ফুটবল-দুনিয়ার প্রায় সবারই জানা৷

গার্সিয়াকে সঙ্গে নিয়ে মাইক সোজা হাজির মেলউড গ্রাউন্ডে৷

তারপর অল রেড ভক্তদের স্বপ্নের মুহূর্তগুলো একে একে ধরা দেয় মাইক আর গার্সিয়ার কাছে৷ কোচ ইউর্গেন ক্লপ প্রথমে, তারপর একে একে সালাহ-সহ লিভারপুলের সব খেলোয়াড় এসে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান৷

সালাহ নিজের জার্সি তুলে দেন অসাধারণ দুই ভক্তের হাতে৷ তারকাসমৃদ্ধ ইংলিশ ক্লাবের প্রায় সবাই এসে তাতে সাক্ষর করেন, ছবি তোলেন ভক্তের সাথে৷

সেখানেই থেমে থাকেনি লিভারপুল৷ নিজেদের টুইটার অ্যাকাউন্টে ঘটা করে মাইক আর তাঁর কাজিনের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে তারা৷

একটি তথ্য তো মাইক সারাজীবনই মনে রাখবেন৷ সালাহ বলেছেন, ‘‘মাইকেল, তোমার সমর্থন আমার অনুপ্রেরণা৷''

এসিবি/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ