1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে বরখাস্ত

২৫ নভেম্বর ২০২১

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকেও সাময়িক বরখাস্ত করেছে সরকার৷ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম৷

Jahangir Alam Bürgermeister von Gazipur Bangladesch
ফাইল ফটোছবি: bdnews24.com

মন্ত্রী জানান, ‘‘জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ দাখিল হয়েছে৷ সেগুলো সুষ্ঠু তদন্তের জন্য আমলে নেওয়া হয়েছে৷ আইনের ধারা অনুযায়ী সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷” এক প্রশ্নের জবাবে তিনি বলেন জনগণের স্বাস্থ্য পরিপন্থি কাজ, ক্ষমতার অপব্যাবহার, সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগ রয়েছে সাবেক এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে৷ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি বিষয়গুলো তদন্ত করছে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী৷

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জাহাঙ্গীর আলম৷ ‘দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে’ সম্প্রতি তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে৷ এর আগে গত সেপ্টেম্বর মাসে গোপনে ধারণ করা জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়৷ এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন৷

এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ