মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে বরখাস্ত
২৫ নভেম্বর ২০২১মন্ত্রী জানান, ‘‘জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ দাখিল হয়েছে৷ সেগুলো সুষ্ঠু তদন্তের জন্য আমলে নেওয়া হয়েছে৷ আইনের ধারা অনুযায়ী সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷” এক প্রশ্নের জবাবে তিনি বলেন জনগণের স্বাস্থ্য পরিপন্থি কাজ, ক্ষমতার অপব্যাবহার, সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগ রয়েছে সাবেক এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে৷ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি বিষয়গুলো তদন্ত করছে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী৷
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জাহাঙ্গীর আলম৷ ‘দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে’ সম্প্রতি তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে৷ এর আগে গত সেপ্টেম্বর মাসে গোপনে ধারণ করা জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়৷ এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন৷
এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)