1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েকে বাঁচাতে গিয়ে এবার মায়ের মৃত্যু

২৮ অক্টোবর ২০১০

ইভ টিজিং এর প্রতিবাদ করায় এবার ফরিদপুরে প্রাণ দিলেন এক মা৷ রয়েছে বৈমানিকদের ধর্মঘটের কারণে বিমানের উড়ালে বিপর্যয়ের খবর৷ আর ঢাকার খালগুলো দখলমুক্ত না হওয়া নিয়ে প্রতিবেদন৷ এসবই আজকের গণমাধ্যমে জায়গা করে নিয়েছে৷

ফাইল ফটোছবি: AP

মাকে হত্যা

‘বখাটেরা এবার নিল মায়ের প্রাণ' - মেয়েকে টিজ করার প্রতিবাদ করায় এবার খুন হতে হলো এক মাকে৷ ফরিদপুরের মধুখালীতে গতকাল বখাটেদের মোটর সাইকেলের চাপায় প্রাণ হারান চাঁপা রানী ভৌমিক৷ এই ঘটনায় অভিযুক্ত রনি এবং তার বন্ধুদের এখনো আটক করেনি পুলিশ৷ এদিকে দৈনিক প্রথম আলো জানাচ্ছে, ‘ইভ টিজিং এর জন্য দায়ী কাউকে রেহাই দেয়া হবেনা: প্রধানমন্ত্রী'৷ বুধবার ঢাকায় একথা বলেন শেখ হাসিনা৷ এসময় তিনি বখাটেদের হাতে কলেজশিক্ষক মিজানুর রহমান নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দিয়েছে আরেক খবর৷ শিরোনাম, ‘কঠোর আইনের ঘোষণায়ও কমছে না ইভ টিজিং'৷ নারী উত্ত্যক্তের ঘটনা কোনভাবেই কমানো যাচ্ছেনা৷ গত ১৫ দিনে ইভ টিজিং এর প্রতিবাদ করায় প্রাণ হারিয়েছেন দু'জন৷

বিমানে ধর্মঘট

‘পাইলটদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিল বোর্ড' - দৈনিক যুগান্তরের শিরোনাম এটি৷ বৈমানিকদের কাজে ফিরতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়া হয়েছে৷ শনিবার বেলা ১১টার মধ্যে তাদেরকে কাজে যোগ দিতে বলা হয়েছে৷ অন্যথায়, ধর্মঘটি বৈমানিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ৷ দৈনিক সমকাল অবশ্য দিচ্ছে আরেক খবর, ‘৪৮ ঘণ্টার আলটিমেটাম, পাইলটদের প্রত্যাখ্যান'৷ দৈনিক ইত্তেফাক জানাচ্ছে, ‘দুই পক্ষের অনড় অবস্থানের বলি হচ্ছে বিমান'৷ এদিকে, ধর্মঘটের কারণে লন্ডভন্ড হয়ে গেছে বিমানের উড়ালসূচি৷

ঢাকায় খাল উদ্ধার

দৈনিক ইত্তেফাক দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘খাল উদ্ধার থমকে গেছে'৷ ঢাকার ছয়টি খাল দখলমুক্ত করার কথা ছিল এই মাসের মধ্যেই৷ কিন্তু ওয়াসা তা পারেনি৷ এখন বলা হচ্ছে, আগামী নভেম্বরের মধ্যে খালগুলো দখলমুক্ত করা হবে৷

কামরানকে উদ্ধার

‘বৈশাখি টিভির প্রতিবেদক কামরান করিম উল্লাপাড়ায় উদ্ধার' - দৈনিক প্রথম আলো জানাচ্ছে এই খবর৷ দিন কয়েক আগে সাংবাদিক কামরান করিম অপহৃত হন৷ তবে, উদ্ধারের পর কারা তাঁকে অপহরণ করেছিল তা জানাতে পারেননি কামরান৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ