‘মেয়েটাকে আগুনে ছুড়ে মারতে চেয়েছিল’
২৮ মার্চ ২০১৩গত ৫ই মার্চ যুদ্ধাপরাধের অভিযোগে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ হওয়ার পর জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকরা তাণ্ডব চালায় বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায়৷ অনেক ক্ষেত্রেই হামলার প্রধান শিকার ছিল হিন্দু সম্প্রদায়ের লোকজন৷ তাঁদের বাড়ি-ঘর পোড়ানোর আগে সব লুট করে নেয়া হয়৷ ভেঙে ফেলা হয় মন্দির, মন্দিরের প্রতিমা৷ সব জায়গায় একই গল্প৷ নিষ্ঠুরতার একই চেহারা৷ এসব গল্পের ভেতরে যে মানবতার কত অপমান লুকিয়ে থাকে অমিয় দাশের একটি দিনের অভিজ্ঞতার কথা জানলে কিছুটা অন্তত বোঝা যাবে৷
সবকিছু লুটপাট করে, বাকি সব ভেঙে-পুড়িয়েও কিছু মানুষের নিষ্ঠুরতা দেখানোর বাকি থাকে৷ আতঙ্ক ছড়াতে মায়ের কোল থেকে কেড়ে নিতে হয় চার বছরের শিশুকে৷ জামায়াত-শিবিরের উন্মত্ত কর্মীদের হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে কাঁচামালের ব্যবসায়ী অমিয় দাশের স্ত্রী হন অকথ্য নির্যাতনের শিকার৷ তারপর বাবা-মা৷ সেখানেই শেষ নয়, হামলাকারীরা চিৎকার করে বলতে থাকে, ‘‘পুজো মারাও শুয়োরের বাচ্চারা, পুজো মারাও! পুজো করিয়ে দিচ্ছি তোদের জন্মের মতো৷'' গানপাউডারে বাড়ি-ঘর পুড়ছে৷ পুজো করার জন্য অমিয় দাশের পরিবারের দু-একজনের হয়ত আর বেঁচেই থাকা হতো না৷ সে অবস্থায় এগিয়ে আসেন এলাকার এক মুসলমান৷ সাধারণ ঘরের সাধারণ মানুষ৷ কিন্তু মানবতা তাঁর মাঝে আছে বলে, বিপর্যস্তের পাশে ঝুঁকি নিয়েও দাঁড়াতে পারেন বলে তিনি এগিয়ে এলেন ত্রানকর্তা হয়ে৷ তাতে বড় বাঁচা বেঁচেছেন অমিয় দাশ৷ বাবা হয়ে শিশু কণ্যার পুড়ে মরা অন্তত দেখতে হলো না!
কিন্তু কয়রার ধোপাপাড়ার পরিবারটি এখন দেখছে জীবনের আরেক রূপ৷ সহায়-সম্বলহীন পরিবারের রাত কাটে গোয়াল ঘরে৷ দিন কেটে যায় এর-ওর সহায়তায় কিছু খেয়ে, খোলা আকাশের নীচে৷ অমিয় দাশের বড় দুই মেয়ে পরিবারের ওপর নির্মমতার অভিশাপ নেমে আসার আগ পর্যন্ত স্কুলে যেত৷ আর যায়না৷ যেতে পারে না৷ মনে বড় ভয়৷ স্কুলের দিক থেকেই সেদিন ছুটে এসেছিল মানুষগুলো৷ মেরে ফেলতে চেয়েছিল ওদের৷ আবার যদি আসে? এবার যদি মেরেই ফেলে! স্কুলে না গেলেও কি রক্ষা আছে? ঘুমের মাঝেও শিশুমনে হানা দেয় মৃত্যুআতঙ্ক, মা-কে জড়িয়ে ধরে মেয়েরা কেঁদে কেঁদে বলে, ‘‘মা, ওরা আমাদের মেরে ফেলবে৷''
হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর ঢালাওভাবেই পুড়িয়েছে জামায়াত-শিবির৷ কে কোন দলের সমর্থক তা জানার দরকারই পড়েনি৷ এমনিতে বাংলাদেশের বেশির ভাগ হিন্দুই আওয়ামী লিগের সমর্থক৷ দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে গিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে পাশবিক উন্মত্ততার শিকার হিসেবে অমিয় দাশের পরিবারকে বেছে নেয়ার একটা কারণ আছে৷ কারণটা এ সাক্ষাৎকারে অমিয় নিজেই বলেছেন৷ একবার তিনি মিছিলে গিয়েছিলেন!
সেই ‘অপরাধে' জামায়াত-শিবির এবং তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতদাতারা আবার হামলা চালাতে পারে – এই আশঙ্কা এখন আর অমিয় দাশের একার নয়৷ কয়রার এক নাম্বার ওয়ার্ডের সবাই আছেন এই আতঙ্কে৷ তবে কেউ হাত-পা গুটিয়ে বসে নেই৷ অমিয় দাশ জানিয়েছেন, এলাকার সবাই এখন একতাবদ্ধ, প্রতি রাতে পাহারা দেয়া হয় পালা করে৷ সবাই এখন যুদ্ধাপরাধীদের সমর্থনকারীদের হামলা প্রতিরোধে প্রস্তুত৷