1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েটিকে এভাবে লাথি মেরে ফেলে দিল!

১৯ ডিসেম্বর ২০১৬

জার্মানির রাজধানী বার্লিনের একটি মেট্রো স্টেশনে ২৭ অক্টোবর মধ্যরাতে একজন মেয়ে সিঁড়ি দিয়ে নীচে নামছিল৷ সেই সময় হঠাৎ পেছন থেকে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এক ব্যক্তি৷ শনিবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

ছবি: Polizei Berlin

সম্প্রতি ঐ ঘটনার ভিডিও প্রকাশ করে পুলিশ৷ এতে দেখা যায়, অভিযুক্ত ঐ ব্যক্তির সঙ্গে আরও তিনজন ছিল৷ তার এক হাতে ছিল সিগারেট, আরেক হাতে পানীয়ের বোতল৷ মেয়েটি সিঁড়ি বেয়ে নামতে শুরু করার পর যুবকটি তাঁর পেছনে গিয়ে পা দিয়ে আঘাত করে৷ সঙ্গে সঙ্গে মেয়েটি মুখ থুবড়ে সিঁড়ির একেবারে নীচে পড়ে যায়৷ ভিডিওতে দেখা যাচ্ছে, যুবকটি ঐ কাজ করার পর নিশ্চিন্ত মনে হেঁটে চলে যাচ্ছে৷ তার সঙ্গে থাকা অন্যরাও একই কাজ করছে৷ শুধু তাদের মধ্যে একজনকে সিঁড়িতে পড়ে থাকা বোতল কুড়াতে দেখা গেছে৷ এরপর সেও চলে যায়৷

Shocking video of woman being kicked in Berlin

00:37

This browser does not support the video element.

পুলিশ বলছে, ঐ ঘটনার আগে মেয়েটির সঙ্গে ঐ যুবকদের কোনো কথা কাটাকাটি বা প্ররোচনামূলক কিছু ঘটেনি৷ আশেপাশের কয়েকজন মেয়েটির সাহায্যে এগিয়ে এসেছিল৷ পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷

পুলিশ ঐ ব্যক্তিকে শনিবার বার্লিন থেকে গ্রেপ্তার করেছে৷ তবে তার নাম, পরিচয় প্রকাশ করেনি৷

অবশ্য জার্মানির বহুল প্রচারিত পত্রিকা ‘বিল্ড' বলছে, যুবকটি বুলগেরিয়া থেকে কয়েক মাস আগে নির্মাণ শিল্পে কাজ করতে বার্লিন এসেছিল৷ বুলগেরিয়ায় তার স্ত্রী ও তিন সন্তান আছে৷ দেশেও তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও লুটপাটের অভিযোগ ছিল৷ বুলগেরিয়ার একটি পত্রিকার বরাত দিয়ে এসব তথ্য জানায় বিল্ড৷

ভিডিও প্রকাশের পর অনেকেই হতভম্ব হয়ে পড়েন৷ তাঁদের মধ্যে একজন মিশায়েল ক্যুর৷ তিনি লেডি গাগা, অ্যাঞ্জেলিনা জোলি সহ অনেক তারকার বডিগার্ড হিসেবে কাজ করেছেন৷ অপরাধীকে ধরতে তিনি দুই হাজার ইউরো পুরস্কার ঘোষণা করেছিলেন৷ তিনি বলেন, ‘‘সকালে খাওয়ার সময় আমি যখন ভিডিওটি দেখি তখন আমার প্রায় বমি করার উপক্রম হয়েছিল৷'' আরেক ব্যবসায়ীও ঘটনার সমাধানে ১০ হাজার ইউরো দেয়ার ঘোষণা দিয়েছিলেন৷ এর মধ্যে পাঁচ হাজার ইউরো তাঁকে দিবেন বলেছিলেন যিনি ঐ যুবকের খোঁজ দিতে পারবেন৷ আর বাকি অর্থ দেয়া হবে আহত মেয়েটিকে, যেন তিনি ব্যাথা ভুলতে কোথাও ছুটি কাটাতে যেতে পারেন৷

জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ