1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েদেরও মাছ ধরতে দিতে হবে

১ আগস্ট ২০২১

জার্মানির বাভারিয়া রাজ্যের মেমিঙেন শহরে প্রায় পাঁচশ বছর ধরে নিয়মিত মাছ ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে৷ ১৯৩১ সাল থেকে এতে শুধু পুরুষেরা অংশ নিচ্ছেন৷ এবার মেয়েদেরও সেই সুযোগ দিতে বলেছে আদালত৷

জার্মানির বাভারিয়া রাজ্যের মেমিঙেন শহরে প্রায় পাঁচশ বছর ধরে নিয়মিত মাছ ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে৷ ১৯৩১ সাল থেকে এতে শুধু পুরুষেরা অংশ নিচ্ছেন৷ এবার মেয়েদেরও সেই সুযোগ দিতে বলেছে আদালত৷
ছবি: Karl-Josef Hildenbrand/dpa/picture alliance

শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালের পানি পরিষ্কার করার আগে সেখানে ট্রাউট মাছ ধরার প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করে আসছে ফিশারটাগসফেয়ারাইন ক্লাব৷ ১৬ শতক থেকে এটা চলে আসছে৷ যে সবচেয়ে বড় মাছ ধরতে পারেন তাকে ‘ফিশার কিং’ ঘোষণা করা হয়৷

১৯৩১ সালে এক আইনে বলা হয়, শহরে অন্তত পাঁচ বছর বাস করেছেন এমন পুরুষরাই শুধু প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন৷

এই আইনের বিরুদ্ধে মামলা করেন ক্রিস্টিয়ানে রেনৎস৷ তিনি ২৫ বছর ধরে ফিশারটাগসফেয়ারাইন ক্লাবের সদস্য হলেও তাকে প্রতিযোগিতায় অংশ নিতে দেয়া হয়নি৷

জেলা আদালত রেনৎসের পক্ষে রায় দিলে ক্লাব কর্তৃপক্ষ রাজ্য আদালতে আপিল করেছিল৷ সম্প্রতি ঐ আদালতও রেনৎসের পক্ষে রায় দিয়েছে৷ এবার ক্লাব কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে যাবে কিনা সিদ্ধান্ত নেবে৷

তবে রাজ্য আদালতের রায়ের প্রতিক্রিয়ায় ক্লাবের চেয়ারম্যান মিশায়েল রুপার্ট বলেছেন, এই রায় পুরো জার্মানির অনেক ক্লাবের উপর প্রভাব ফেলবে৷ রায়ে সংগঠনের স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নেয়া হয়নি বলে মন্তব্যে করেন তিনি৷

অবশ্য রায় দেয়ার সময় বিচারক কনরাড বেস বলেছেন, প্রতিযোগিতায় অংশ নেয়ার আইন নির্ধারণের অধিকার ক্লাবগুলোর রয়েছে৷ কিন্তু এটা করতে গিয়ে কোনো ক্লাব তার সদস্যদের সঙ্গে ভিন্ন আচরণ করতে পারেনা৷

জার্মানিতে সাম্প্রতিক সময়ে অনেক সংগঠন নারীদের জন্য তাদের দরজা খুলেছে৷

জেডএইচ/কেএম (ডিপিএ, কেএনএ, ইপিডি, এপি)

২০১৯ সালের ছবিঘর দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ